টুকরো সংবাদ

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় অভিযুক্ত ২০ প্রতিষ্ঠানের বিরুদ্ধে করা মামলার – মধ্যে ইস্টার্ন হাওয়াই ও ব্রুমবেরি রিসাের্টস করপােরেশনকে অব্যাহতি দেয় সুপ্রিম কোর্ট অব নিউইয়র্ক এখতিয়ারবহির্ভূত হওয়ার যুক্তি দেখিয়ে ৮ এপ্রিল ২০২২ মামলাটি থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়।

২০১৬ সালে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে (নিউইয়র্ক ফেড) গচ্ছিত রিজার্ভের চুরি যাওয়া অর্থ সরাতে সহযােগিতার অভিযােগে বাংলাদেশ ব্যাংক এ মামলা করে।

৪ ফেব্রুয়ারি ২০১৬ সুইফট সিস্টেম ব্যবহার করে ৫টি ভুয়া বার্তা পাঠিয়ে নিউইয়র্ক ফেডে বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে ১০০ কোটি ডলার চুরির চেষ্টা চালায় দুষ্কৃতকারীরা।

এক পর্যায়ে তারা ১০ কোটি ১০ লাখ ডলার হাতিয়ে নিতে সক্ষম হয়। চুরি যাওয়া অর্থের মধ্যে এখন পর্যন্ত সব মিলিয়ে ৩ কোটি ৪৬ লাখ ডলার উদ্ধার হয়েছে। বাকি ৬ কোটি ৬৪ লাখ ডলার পাওয়া যায়নি।

এ ঘটনায় প্রতারণা ও অর্থ লােপাটে সহযোগিতার অভিযােগে ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপােরেশন (RCBC) ও ব্রুমবেরিসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে ২৭ মে ২০২০ মামলাটি করে বাংলাদেশ ব্যাংক।

আরো পড়ুন

Related Post

Leave a Comment