100 English Essay For Juniors

যেসব সুযােগ সুবিধা দ্বারা ব্যক্তি সক্রিয়ভাবে রাষ্ট্রের শাসনকার্য পরিচালনায় অংশগ্রহণ করতে পারে, সেগুলােকে রাজনৈতিক অধিকার বলে। নিচে গুরুত্বপূর্ণ কতগুলাে রাজনৈতিক অধিকার আলােচনা করা হল

১। বসবাসের অধিকার : রাষ্ট্রের যেকোনাে অংশে অন্য কোনাে নাগরিকের অধিকারে হস্তক্ষেপ না করে এবং রাষ্ট্রের কোনাে ক্ষতি না করে বসবাস করার অধিকার প্রত্যেক নাগরিকের আছে।

২। নির্বাচনের অধিকার : এ অধিকার দুই রকম। একটি নির্বাচন করার অধিকার ও অন্যটি নির্বাচিত হওয়ার অধিকার।

৩। বিদেশে অবস্থানকালে নিরাপত্তার অধিকার : যখন কোনাে নাগরিক বিদেশে থাকে তখন যদি সে কোনাে অসুবিধা বা বিপদের সম্মুখীন হয়, তখন সে তার নিজ রাষ্ট্রের নিকট নিরাপত্তা দাবি করতে পারে।

৪। সরকারি চাকরি পাত্মে অধিকার : প্রত্যেক নাগরিকের নিজ গুণ ও যযাগ্যতা অনুযায়ী সরকারি চাকরি পাওয়ার অধিকার আছে। এর মাধ্যমেই নাগরিকরা রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করে থাকে।

৫। আবেদন করার অধিকার : প্রত্যেক নাগরিক তার অভাব অভিযােগ উপযুক্ত কর্তৃপক্ষের কাছে পেশ করতে পারে। আবেদন পেশ করে ন্যায়বিচার প্রত্যাশা করা নাগরিকের অধিকার।

৬। ব্যক্তিস্বাধীনতা রক্ষার অধিকার : ব্যক্তিস্বাধীনতা রক্ষা করার অধিকার প্রত্যেক নাগরিকের আছে। গণতান্ত্রিক দেশে নাগরিকের এই অধিকার অন্যায়ভাবে খর্ব করা হলে নাগরিকরা তা প্রতিরােধ করতে পারে।

Related Post

Leave a Comment