সাধারন বিজ্ঞান
রাশি এস. আই. একক
দৈর্ঘ্য, সরণ মিটার (m)
ভর কিলােগ্রাম (kg)
সময়, দোলনকাল সেকেন্ড (s)
ক্ষেত্রফল মিটার (m2) বা বর্গ মিটার
আয়তন মিটার (m3) বা ঘন মিটার
বেগ, দ্রুতি মিটার/সেকেন্ড (ms-1)
ত্বরণ মিটার/সেকেন্ড (ms-2)
ভরবেগ কিলােগ্রাম-মিটার/সেকেন্ড (kgms-1)
বল নিউটন (N)
কাজ, তাপ, শক্তি জুল (J)
ক্ষমতা ওয়াট (W)
চাপ প্যাসকেল (Pa)
কম্পাঙ্ক হার্জ (Hz)
তাপমাত্রা কেলভিন (K)
দীপন ক্ষমতা ক্যান্ডেলা (cd)
আলােক ফ্লাক্স লুমেন (lm)
দীপন তীব্রতা লাক্স (lx)
লেন্সের ক্ষমতা ডাই অপ্টার (d)
তড়িৎ প্রবাহ অ্যাম্পিয়ার (A)
আধান কুলম্ব (C)
তড়িৎ তীব্রতা নিউটন/কুলম্ব (NC-1= Vm-1)
তড়িৎ বিভব, তড়িচ্চালক শক্তি ভােল্ট (V)
রােধ ওহম
পরিবাহকত্ব প্রতি ওহম প্রতি মিটার
আপেক্ষিক রােধ ওহম-মিটার
এক্সরে রন্টজেন (R)
তেজস্ক্রিয়তা বেকেরেল (Bq)
পরিবাহিতা সিমেন্স (S)

Related Post

Leave a Comment