মহাকাশ যাত্রা সবচেয়ে দুঃসাহসিক এবং অত্যন্ত জটিল প্রক্রিয়া। ৬০ বছর আগে মানবজাতি মহাকাশে ডানা মেলে। এ ৬০ বছরের অভিযাত্রায় মহাকাশে প্রাণ হারায় ২০ জন।

সামনের দিনে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা NASA চাঁদ ও মঙ্গলগ্রহে নভোচারী পাঠানোর পরিকল্পনা করছে। এ কারণে মহাকাশে মৃত্যু হলে কী করা হবে ইতোমধ্যে সেই রূপরেখা তৈরি করে NASA যদি পৃথিবীর কক্ষপথ মিশনে গিয়ে কারও মৃত্যু হয় তাহলে অন্য ক্রুরা অল্প সময়ের মধ্যেই একটি ক্যাপসুলে করে মরদেহ পৃথিবীতে পাঠাতে পারবেন।

এছাড়া মিশন শেষে অন্য ক্রুরা মরদেহ ফিরিয়ে আনতে পারবেন । আর এ মিশনের মেয়াদ হতে পারে ১ বছর বা তার চেয়েও বেশি।

Related Post

Leave a Comment