বাংলাদেশ বিষয়াবলী

বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর

Some important questions and answers from Bangladesh issues for university admission preparation

  • বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন- ফখরুদ্দিন মােবারক শাহ।
  • সহীদাহ প্রথা বিলােপ করেন- লর্ড উইলিয়াম বেন্টিংক; ১৮২৯।
  • বঙ্গভঙ্গ রদ করা হয়- ১৯১১ সালে।
  • লাহাের প্রস্তাব উথাপন করেন- শেরে বাংলা এ কে ফজলুল হক।
  • স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়- ২ মার্চ ১৯৭১।
  • রবি শংকর ছিলেন একজন বিখ্যাত- সেতার বাদক।
  • ‘কারাগারের রােজনামচা’ বইয়ের লেখক- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
  • জীবন থেকে নেওয়া’ চলচ্চিত্রের পরিচালক- জহির রায়হান।

আরো পড়ুন : বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য বাংলা প্রথম পত্র থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর

  • বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদক- সৈয়দ আলী আহসান।
  • জাতীয় পাট দিবস- ৬ মার্চ।
  • জাতীয় ভােটার দিবস- ১ মার্চ।
  • পাটের জিনতত্ত্ব আবিষ্কার করেন- ড. মাকসুদুল আলম।
  • বাংলাদেশের বৃহত্তম বনভূমি- পার্বত্য চট্টগ্রাম বনাঞ্চল।
  • পৃথিবীর একক বৃহত্তম ম্যানগ্রোভ বন- সুন্দরবন।
  • বাংলাদেশের প্রথম ইকোপার্ক অবস্থিত- সীতাকুণ্ড, চট্টগ্রাম।
  • বাংলাদেশের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয়- ১৯৭৪ সালে।
  • চাকমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব- বিজু।
  • শিক্ষা বিভাগের ট্রেনিংয়ের শীর্ষ প্রতিষ্ঠান- নায়েম।
  • বাংলাদেশের প্রথম ঔষধ শিল্প পার্ক স্থাপিত হয়েছে- গজারিয়া, মুন্সিগঞ্জ।
  • জাতীয় অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটির সভাপতি- প্রধানমন্ত্রী।
  • মূল্য সংযােজন কর চালু হয়- ১ জুলাই ১৯৯১।

আরো পড়ুন : বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য বাংলা ২য় পত্র থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর

  • বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয়- ১৯০৯ মার্কিন ডলার (বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৯)
  • নরসিংদীর ঘােড়াশালের সার কারখানায় উৎপাদিত সারের নাম- ইউরিয়া।
  • বাংলাদেশের চামড়াশিল্প নগরী অবস্থিত- সাভার।
  • দেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড- উত্তরা, নীলফামারী।
  • দেশের প্রথম সাবমেরিন ঘাঁটি অবস্থিত- চট্টগ্রাম।
  • পায়রা সমুদ্র বন্দর অবস্থিত- কলাপাড়া, পটুয়াখালী।
  • ২০১৯-২০ অর্থবছরের বাজেটের আকার- ৫,২৩,১৯০ কোটি টাকা।
  • বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম গণপরিষদে উথাপিত হয়- ১২ অক্টোবর ১৯৭২।
  • বাংলাদেশের সংবিধানে ভাগ বা অধ্যায় রয়েছে- ১১টি।

আরো পড়ুন : বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য ইংরেজি ১ম পত্র থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর

  • বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক- রাষ্ট্রপতি।
  • বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি- লুই আই কান।
  • নদী গবেষণা ইনস্টিটিউট অবস্থিত- হারুকান্দি, ফরিদপুর।
  • বাংলাপিডিয়া প্রকাশ করে- বাংলাদেশ এশিয়াটিক সােসাইটি।
  • সোমপুর বিহার প্রতিষ্ঠা করেন- ধর্মপাল

Related Post

Leave a Comment