কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর ২০২৩ থেকে সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর

Current Affairs June 2021 PDF | কারেন্ট অ্যাফেয়ার্স জুন ২০২১ পিডিএফ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর ও এমসিকিউ নিয়ে এখানে আলোচনা করা হল। আসা করি লেখাটি আপনাদের অনেক উপকারে আসবে। যদি উপকারে আসে তাহলে শেয়ার করে আমাদের অনুপ্রাণিত করবেন। নিয়মিত  সকল কারেন্ট অ্যাফেয়ার্স এখানে পড়ুন।

০১ নাম কারেন্ট অ্যাফেয়ার্স /Current Affairs
০২ প্রকাশনা  প্রফেসর’স
০৩ মাস  জুন ২০২১
০৪ সংখ্যা ২৯৮
০৫ বর্ষ ২৬
০৬ ডাউনলোড Link

বাংলাদেশ

প্রশ্ন : বর্তমানে দেশে মােট জীবন বীমা কোম্পানির সংখ্যা কতটি?
উত্তর : ৩৫টি।

প্রশ্ন : বর্তমানে দেশে মােট সাধারণ বীমা কোম্পানির সংখ্যা কতটি?
উত্তর : ৪৬টি।

প্রশ্ন : ৬ মে ২০২১ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপােরেশনের (BIWTC) উদ্বোধন করা উপকূলীয় যাত্রীবাহী জাহাজ দুটির নাম কী?
উত্তর : এমভি তাজউদ্দীন আহমদ এবং এমভি আইভি রহমান।

প্রশ্ন : বিশ্বে প্রথম দেশ হিসেবে ‘সিঙ্গেল-ইউজ প্রাস্টিক’-এর ব্যবহারে আইনি নিষেধাজ্ঞা আরােপ করে কোন দেশ?
উত্তর : বাংলাদেশ।

প্রশ্ন : জাপানি বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশি প্রেসিডেন্ট কে?
উত্তর : শাহরিয়ার আহমেদ।

প্রশ্ন : বিইউ খাট শিম-৮ ও বিইউ খাট শিম-৯ এর উদ্ভাবক কোন বিশ্ববিদ্যালয়?
উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়।

প্রশ্ন : ১৯২৩ সালের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের অধীনে বাংলাদেশে প্রথম মামলা দায়ের করা হয় কবে?
উত্তর : ১৮ মে ২০২১।

প্রশ্ন : দেশে মােট শুল্ক স্টেশনের সংখ্যা কতটি?
উত্তর : ১৮৪টি; বর্তমানে কার্যকর ৩৭টি।

প্রশ্ন : ২০২১-২২ অর্থবছরের বাজেট পেশ করা হবে কবে?
উত্তর : ৩ জুন ২০২১।

Current Affairs June 2021 || কারেন্ট অ্যাফেয়ার্স জুন ২০২১

প্রশ্ন : বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রথম নারী মহাপরিচালক কে?
উত্তর : বিচারপতি নাজমুন আরা সুলতানা।

প্রশ্ন : বাংলাদেশ কবে বৈদ্যুতিক ট্রেনের যুগে পদার্পণ করে?
উত্তর : ১১ মে ২০২১।

প্রশ্ন : বাংলাদেশে কত প্রজাতির কচ্ছপ পাওয়া যায়?
উত্তর : ২২ প্রজাতির।

প্রশ্ন : কচ্ছপের প্রজাতির সংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর : ১৩তম।

আন্তর্জাতিক

প্রশ্ন : বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) কোভিড-১৯ এর টেকনিক্যাল বিষয়ের প্রধান বিশেষজ্ঞ ডাক্তার কে?
উত্তর : মারিয়া ভ্যান রেখােভ।

প্রশ্ন : বিশ্বে গ্রিনহাউস গ্যাস নিঃসরণে শীর্ষ দেশ কোনটি?
উত্তর : চীন, দ্বিতীয় যুক্তরাষ্ট্র।

প্রশ্ন : ৭ মে ২০২১ কোন পর্বতারােহী রেকর্ড ২৫ বারের মতাে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় ওঠেন?
উত্তর : কামি রিতা শেরপা (নেপাল)।

প্রশ্ন : জানাডু ২.০ (Xanadu 2.0) কী?
উত্তর : বিল গেটসের বাড়ির নাম ।

প্রশ্ন : পৃথিবীর কক্ষপথে চীনের তৈরি প্রথম মহাকাশ স্টেশনের নাম কী?
উত্তর : তিয়ানগং (Tiangong), যার বাংলা অর্থ ‘স্বর্গীয় প্রাসাদ।

প্রশ্ন : যুক্তরাষ্ট্রে অভিবাসনবর্ষ শুরু হয় কোন তারিখ থেকে?
উত্তর : ১ সেপ্টেম্বর।

প্রশ্ন : যুক্তরাষ্ট্রের পঞ্চম প্রজনের যুদ্ধবিমানের নাম কী?
উত্তর ; এফ-৩৫।

প্রশ্ন ; চীনের পঞ্চম প্রজনাের যুদ্ধবিমানের নাম কী?
উত্তর : জে-২০।

প্রশ্ন : কোন নদী মিয়ানমার থেকে থাইল্যান্ডকে পৃথক করে?
উত্তর : সালবিন নদী ।

প্রশ্ন ; হাইব্রিড ধানের জনক কে?
উত্তর : ইউয়ান লংপিং (চীন)।

প্রশ্ন : বঙ্গোপসাগরে সৃষ্ট সর্বশেষ (মে ২০২১) ঘূর্ণিঝড়ের নাম কী?
উত্তর : ইয়াস; ওমান নামকরণ করে।

প্রশ্ন : দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় জাতিগােষ্ঠী জুলু সম্প্রদায়ের নতুন রাজা কে?
উত্তর : মিসুজুলু ।

প্রশ্ন : মাইক্রোসফট কবে থেকে সাধারণ ব্যবহারকারীদের জন্য ওয়েব ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরার’ বন্ধ করে দিবে?
উত্তর : ১৫ জুন ২০১২।

প্রশ্ন : সামােয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী কে?
উত্তর : ফিমে নাওমি মাতা’আফা।

প্রশ্ন : Hisar A+ ক্ষেপণাস্ত্র কোন দেশের তৈরি?
উত্তর : তুরস্ক।

প্রশ্ন : ব্রেক্সিট-পরবর্তী বাণিজ্য ও সহযােগিতা চুক্তি’ আনুষ্ঠানিকভাবে কার্যকর হয় কবে?
উত্তর : ১ মে ২০২১

প্রশ্ন : CAI’র পূর্ণরূপ কী?
উত্তর : Comprehensive Agreement on Investment

প্রশ্ন : মিউটেশন কী?
উত্তর : ভাইরাসের জিনের পরিবর্তনকে মিউটেশন বা রূপান্তর বলা হয় ।

প্রশ্ন : ১৪ মে ২০২১ চীনের কোন বােভাৱ ৰােবটটি লাল গ্রহের মাটিতে অবতারণ করে?
উত্তর : জুরং (ZiaurO7ng)।

প্রশ্ন : কোন নভােযানে করে জুরং রোভার রােবটটিকে মঙ্গলে পাঠানাে হয়?
উত্তর : ‘Tianwen1।

প্রশ্ন : কেনিয়ার প্রথম নারী প্রধান বিচারপতি কে?
উত্তর : মার্থা কুমে।

প্রশ্ন : সম্প্রতি কোন দেশ ১২ কিংবা ১২+ বয়সী শিশু-কিশােরদের জন্য কোভিড-১৯ টিকার অনুমােদন দেয়?
উত্তর : কানাডা ও যুক্তরাষ্ট্র।

প্রশ্ন : ২১ এপ্রিল ২০২১ ইন্দোনেশিয়ার কোন সাবমেরিনটি নিখােজ হয়?
উত্তর : KRI Nanggala 402; সাবমেরিনটি জার্মানির তৈরি।

প্রশ্ন : দক্ষিণ এশিয়ায় করােনা টিকার জরুরি মজুত গড়তে চীনের উদ্যোগে গঠিত নতুন প্ল্যাটফর্মের নাম কী?
উত্তর : Emergency Covid-19 Vaccine Storage Facility!

প্রশ্ন : প্রথম ফর্মুলা ওয়ান চালক হিসেবে পােল পজিশনে সেঞ্চুরি করেন কে?
উত্তর : ব্রিটিশ তারকা লুইস হ্যামিল্টন।

বিশ্ব জনসংখ্যা পরিস্থিতি ২০২১

প্রশ্ন : বিশ্বে জনসংখ্যা বৃদ্ধির হার কত?
উত্তর : ১.১ %।

প্রশ্ন : সর্বাধিক প্রজনন হারের দেশ কোনটি?
উত্তর ; নাইজার; ৬.৬ জন।

প্রশ্ন : সার্কভুক্ত কোন দেশে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক?
উত্তর : মালদ্বীপ; ৩.৪%।

প্রশ্ন : সার্কভুক্ত কোন দেশে জনসংখ্যা বৃদ্ধির হার কম?
উত্তর : শ্রীলংকা; ০.৫%।

Related Post