টুকরো সংবাদ

যুক্তরাজ্যের স্থপতি স্যার জন সনের নামে ২০১৭ সাল থেকে সন পদক দেওয়া হয়। স্থপতি, শিক্ষাবিদ ও সমালােচকদের কাজের স্বীকৃতি হিসেবে প্রতিবছর এ পুরস্কার দেওয়া হয়।

বিজয়ী লন্ডনে একটি বিশেষ বার্ষিক অনুষ্ঠানে বক্তৃতা দেন, যা পরে জাদুঘর কর্তৃপক্ষ প্রকাশ করে। এ ছাড়া ১৮৩৫ সালে আর্কিটেক্টস অব ইংল্যান্ড কর্তৃপক্ষের কাছ থেকে স্যার জন সন যে স্বর্ণপদক পান, তার একটি প্রতিরূপ (রেপ্লিকা) তাকে দেওয়া হয়।

এই বিভাগ থেকে আরো পড়ুন

মানবিক ঘর তৈরির জন্য ২০২১ সালের সন পদক লাভ করেন বাংলাদেশি স্থপতি মেরিনা তাবাসসুম। তিনি বিশ্বের দক্ষিণাঞ্চল থেকে প্রথম স্থপতি হিসেবে মর্যাদাপূর্ণ এ পুরস্কার পান।

Related Post

Leave a Comment