অডিটর নিয়োগ পরীক্ষার প্রস্তুতি বাংলা ভাষা ও সাহিত্য
- বাংলা বর্ণমালায় হ্রস্বস্বর- ৪টি (অ,ই, উ, ঋ)
- ‘চিতল’ শব্দটিতে অক্ষর আছে- ২টি।
- ‘মুসাফির’ যে ভাষার শব্দ- আরবি।
- ‘মা শিশুকে খাওয়াচ্ছেন’-বাক্যটিতে ‘খাওয়াচ্ছেন’ যে ক্রিয়াপদের উদাহরণ- ণিজন্ত।
- নিসর্গ শব্দের বিশেষণ- নৈসর্গিক।
- ‘নয়ন’ শব্দটির প্রকৃতি ও প্রত্যয় হলাে- নী + অন।
- ‘রাজর্ষি’-এর ব্যাসবাক্য- যিনি রাজা তিনিই ঋষি।
- কাঙ্গাল হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকার নাম- গ্রামবার্তা প্রকাশিকা।
- সর্বপ্রথম বাংলা টাইপ সহযােগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন- ব্রাসি হ্যালহেড।
- ‘পরশ্ব’ শব্দটির অর্থ- পরশু।
আরো পড়ুন : কারেন্ট অ্যাফেয়ার্স আগস্ট ২০২০ থেকে ৫০টি এমসিকিউ
- ‘মৌমাছি’ যে সমাস- কর্মধারয়।
- বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয়- চার্লস উইলকিন্সকে।
- ‘বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ’ গ্রন্থের রচয়িতা- ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়।
- ‘জুতাে’ শব্দটি যে ভাষারীতির- চলিত।
- ‘মালা’ শব্দের স্ত্রীলিঙ্গ- মালিকা।
- ‘বাগানে ফুল ফুটেছে’ এখানে ‘ফুল’ যে বচন- বহুবচন।
- বিভক্তিহীন নাম শব্দকে বলা হয়- প্রাতিপদিক।
- ‘কেউকেটা’ বাগধারাটির অর্থ- সামান্য।
- রােকেয়া সাখাওয়াত হােসেনের ‘মতিচুর’ যে ধরনের রচনা- প্রবন্ধ।
- শাক্ত পদাবলির জন্য বিখ্যাত- রামপ্রসাদ সেন।।
- ‘কদাকার’ শব্দটি যে উপসর্গযােগে গঠিত- দেশি।
- ‘অলৌকিক ইস্টিমার’ গ্রন্থের রচয়িতা- হুমায়ুন আজাদ।
- মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর মৃত্যুবরণ করেন- ১৭৬০ সালে।
- বৃষ্টি পড়ে টাপুর-টুপুর। এখানে ‘টাপুর-টুপুর’- অব্যয় পদ।
- ক্রিয়া পদের মূল অংশকে বলা হয়- ধাতু।
- ‘সর্বাঙ্গীণ’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় হলাে- সর্বাঙ্গ + ঈন্।
- বৃষ্টি- এর সন্ধি বিচ্ছেদ- বৃষ + তি।
আরো পড়ুন : কারেন্ট অ্যাফেয়ার্স আগস্ট ২০২০ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর
- যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটির নাম- সমস্যমান পদ।
- বাংলা লিপির অক্ষর স্থায়ী রূপ পায়- পনেরাে শতকে।
- বাংলা লিপির উৎস- ব্রাহ্মী লিপি।
- ভাষার যে রীতি কৃত্রিমতাবর্জিত- কথ্যরীতি।
- ‘শশব্যস্ত’ যে সমাস- কর্মধারয় ।
- ‘সাহেব’ শব্দের বহুবচন হলাে- সাহেবান।
- ‘টেকচাঁদ ঠাকুর’ ছদ্মনামে পরিচিতি – প্যারীচাঁদ মিত্র।
- নজরুলের ‘বিদ্রোহী’ কবিতা প্রথম প্রকাশিত হয়- সাপ্তাহিক বিজলী পত্রিকায়।
- Prothesis-এর বাংলা প্রতিশব্দ- আদি স্বরাগম।
- উদ্ধরণ চিহ্নের পূর্বে (খণ্ডবাক্যের শেষে) বসাতে হবে- কমা।
- বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক- মাইকেল মধুসূদন দত্ত।
- ‘আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে চরণটির রচয়িতা- ভারতচন্দ্র রায়গুণাকর।
- অন্যের রচনা থেকে চুরি করাকে বলা হয়- কুম্ভিলকবৃত্তি।
- বাউল গানকে বলা হয়- তত্ত্ব সাহিত্য।
- সেলিম আল দীন রচিত নাটক হচ্ছে – চাকা, হাতহদাই, কেরামতমঙ্গল প্রভৃতি।
- খনার বচনের উপজীব্য হচ্ছে- কৃষিকাজ।