কারেন্ট অ্যাফেয়ার্স

Current Affairs November 2022 কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর ২০২২

Current Affairs November 2022 কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর ২০২২ থেকে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান নিয়ে নিচে আলোচনা করা হলো। প্রথমে আলোচনা করা হয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে এবং পরে আলোচনা করা হয়েছে ৫০টি এমসিকিউ মডেল টেস্ট নিয়ে। মডেল টেস্ট এর মাধ্যমে আপনারা নিজেকে যাচাই করার সুযোগ পাচ্ছেন। তাই আশা করি পোস্টটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।

কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর ২০২২

বাংলাদেশ বিষয়াবলী

প্রশ্ন : দেশের একমাত্র বিদ্যুৎ সঞ্চালন সংস্থার নাম কী?
উত্তর : পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিঃ (PGCB)।

প্রশ্ন : ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশের (DMP) নতুন কমিশনার কে?
উত্তর : খন্দকার গােলাম ফারুক।

প্রশ্ন : ২১ সেপ্টেম্বর ২০২২ সরকার কতটি প্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামাে (Critical Information Infrastructure-CII) ROIC ঘােষণা করে?
উত্তর : ২৯টি।

প্রশ্ন : ‘মাদার অব হিউম্যানিটি সমাজকল্যাণ পদক’-এর বর্তমান নাম কী?
উত্তর : জাতীয় মানবকল্যাণ পদক।

প্রশ্ন : সাধারণত যেসব সেতুর নিচ দিয়ে নৌযান চলাচলের পথ থাকে না সেগুলােকে কী বলা হয়?
উত্তর : কালভার্ট।

এই বিভাগ থেকে আরো পড়ুন

প্রশ্ন : পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের চুল্লি (রিঅ্যাক্টর প্রেসার ভেসেল) স্থাপনের কাজ উদ্বোধন করা হয় কবে?
উত্তর : ১৯ অক্টোবর ২০২২।

প্রশ্ন : বাংলাদেশের পণ্য রপ্তানির দ্বিতীয় বৃহত্তম বাজার কোন দেশ?
উত্তর : জার্মানি।

প্রশ্ন : ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ নামকরণ করে কোন দেশ?
উত্তর : থাইল্যান্ড। ভিয়েতনামিজ ভাষায় যার অর্থ ‘পাতা’।

প্রশ্ন : বর্তমানে সারাদেশে মােট ডিজিটাল সেন্টার কতটি?
উত্তর : ৫,২৮৬টি। যার মধ্যে ইউনিয়ন ডিজিটাল সেন্টার ৪,৫৫৪টি।

প্রশ্ন : ২০৩০ সালে বিশ্বের কততম ভােক্তা বাজার হবে বাংলাদেশ?
উত্তর : ৯ম।

প্রশ্ন :মধুমতি সেতুর দৈর্ঘ্য কত?
উত্তর : ৬৯০ মিটার (প্রস্থ ২৭.১০ মিটার)।

প্রশ্ন : তৃতীয় শীতলক্ষ্যা সেতুর দৈর্ঘ্য কত?
উত্তর : ১.২৯ কিলােমিটার।

প্রশ্ন : জলবায়ু গবেষণায় দেশের প্রথম ক্লাইমেট সেন্টারের যাত্রা শুরু হয় কবে?
উত্তর : ১ অক্টোবর ২০২২; গাজীপুরের শ্রীপুরে।

প্রশ্ন : প্রস্তাবিত জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন, ২০২২’ অনুযায়ী জাতীয় পরিচয়পত্র প্রণয়ন কার্যক্রম নির্বাচন কমিশন থেকে কোন মন্ত্রণালয়ের অধীনে নেওয়া হবে?
উত্তর : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে।

প্রশ্ন : ১৫-১৭ অক্টোবর ২০২২ কোন রাষ্ট্রপ্রধান প্রথমবারের মতাে বাংলাদেশ সফর করেন?
উত্তর : সুলতান হাসানাল বলকিয়াহ (নাই)।

আন্তর্জাতিক বিষয়াবলী

প্রশ্ন : সুইডেনের নতুন প্রধানমন্ত্রীর নাম কী?
উত্তর : উলফ ক্রিস্টারসন।

প্রশ্ন : ১৫ ডিসেম্বর ২০১৮ পশ্চিম জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে দেওয়া স্বীকৃতি অস্ট্রেলিয়া কবে প্রত্যাহার করে?
উত্তর : ১৭ অক্টোবর ২০২২।

প্রশ্ন : ইউক্রেনে রাশিয়ার নতুন সামরিক কমান্ডারের নাম কী?
উত্তর : জেনারেল সের্গেই সুরােভিকিন।

প্রশ্ন : শহিদ ১৩৬ বা কামিকাজে ড্রোন কোন দেশের তৈরি?
উত্তর : ইরান।

প্রশ্ন : ভারতের কংগ্রেসের বর্তমান সভাপতি কে?
উত্তর : মল্লিকার্জুন খাড়গে।

প্রশ্ন : যাত্রীবাহী বিমান সি-৯১৯ কোন দেশের তৈরি?
উত্তর : চীন।

প্রশ্ন : কুখ্যাত ‘এভিন কারাগার’ (Evin Prison) কোন দেশে অবস্থিত?
উত্তর : ইরান।

প্রশ্ন : eVTOL’র পূর্ণরূপ কী?
উত্তর : Electric Vertical Take-off and Landing.

প্রশ্ন : হিমার্স ক্ষেপণাস্ত্র কোন দেশের তৈরি?
উত্তর : যুক্তরাষ্ট্র।

প্রশ্ন : নেপালে মােট কতটি নৃগােষ্ঠী রয়েছে?
উত্তর : ১২৬টি।

প্রশ্ন : ২৮ সেপ্টেম্বর ২০২২ ভারতের দ্বিতীয় সেনা সর্বাধিনায়ক (Chief of Defence Staff- CDS) হিসেবে নিয়ােগ পান কে?
উত্তর : লেফটেন্যান্ট জেনারেল (অব.) অনিল চৌহান।

প্রশ্ন : কার্চ প্রণালি সংযুক্ত করেছে কোন দুটি সাগর কে?
উত্তর : কৃষ্ণসাগর ও আজভ সাগরকে।

প্রশ্ন : ২০২২ সালের অষ্টম টি-২০ বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করেন কে?
উত্তর : কার্তিক মেইয়াঙ্গুন (সংযুক্ত আরব আমিরাত)।

প্রশ্ন : পুরুষ টি-২০ বিশ্বকাপের সবচেয়ে কম বয়সি খেলােয়াড় কে?
উত্তর : আয়ান আফজাল খান (সংযুক্ত আরব আমিরাত)।

প্রশ্ন : যুক্তরাজ্যের প্রথম ভারতীয় বংশােদ্ভূত প্রধানমন্ত্রী কে?
উত্তর : ঋষি সুনাক।

প্রশ্ন : জাতিসংঘের মানব পাচার বিষয়ক বিশেষ দূত কে?
উত্তর : সিওবান মােল্লালী।

প্রশ্ন : ২০২২ সালের কিডস রাইটস সূচকে শীর্ষ দেশ কোনটি?
উত্তর : আইসল্যান্ড।

প্রশ্ন : ২০২২ সালের কিডস রাইটস সূচকে সর্বনিম্ন দেশ কোনটি?
উত্তর : শাদ।

প্রশ্ন : ২০২২ সালের কিডস রাইটস সূচকে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর : ১০২তম।

পুরস্কার

প্রশ্ন : ২০২২ সালের নােবেলজয়ী সােয়াতে প্যাবাের বাবা সুনে বার্গস্ট্রোম কবে নােবেল পুরস্কার লাভ করেন?
উত্তর : ১৯৮২ সালে চিকিৎসাবিজ্ঞানে।

প্রশ্ন : অষ্টম নারী হিসেবে রসায়নে নােবেল পুরস্কার লাভ করেন কে?
উত্তর : ক্যারােলিন আর, বার্তোজ্জি।

প্রশ্ন :প্রথম ফরাসি নারী লেখক হিসেবে নােবেল পুরস্কার লাভ করেন কে?
উত্তর : অ্যানি আরনাে; তিনি সাহিত্যে নােবল জয়ী ১৭তম নারী।

প্রশ্ন : ২০২২ সালের শাখারভ পুরস্কার লাভ করে কে?
উত্তর : ইউক্রেনের জনগণ।

কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর ২০২২ মডেল টেস্টে

কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর ২০২২ মডেল টেস্টে অংশ নিন

[HDquiz quiz = “8462”]
Useful
Free
Easy

Amazing

Current Affairs November 2022 কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর ২০২২ থেকে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান নিয়ে নিচে আলোচনা করা হলো। প্রথমে আলোচনা করা হয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে এবং পরে আলোচনা করা হয়েছে ৫০টি এমসিকিউ মডেল টেস্ট নিয়ে।

User Rating: 4.54 ( 5 votes)

Bcs Preparation

BCS Preparation provides you with course materials and study guides for JSC, SSC, HSC, NTRCA, BCS, Primary Job, Bank and many other educational exams.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button