বিশ্বজুড়ে বিচিত্র মন্ত্রণালয়

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতি সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলি ১ম পর্ব

  • অভিন্ন ইউরােপে যােগদানের লক্ষ্যে দু’বার গণভােটের আয়ােজন করেছিল- ডেনমার্ক।
  • ‘পাের্ট অব স্পেন’ অবস্থিত- ত্রিনিদাদ ও টোবাগাের রাজধানী।
  • আলেকজান্দ্রিয়া শহরটি যে সমুদ্রের তটে অবস্থিত ভূমধ্যসাগর।
  • ফিফা বিশ্বকাপ ফুটবল ২০১৮-এ অংশ নিয়েছিল- ৩২টি দেশ।
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়- ১ সেপ্টেম্বর ১৯৩৯।
  • বিশ্বে যে শহরে প্রথম সেলফোন চালু হয়- শিকাগাে; যুক্তরাষ্ট্র।
  • জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতির মেয়াদ- ৩০ দিন।
  • ডােকলাম উপত্যকা যে দেশের সাথে সংযুক্ত ভারত-ভুটান-চীন।
  • বিশ্বের প্রাচীনতম সংবাদ সংস্থা এএফপি।

এই বিভাগ থেকে আরো পড়ুন :

  • মালয়েশিয়া যে দেশের উপনিবেশ ছিল- ব্রিটেন।
  • নাসা (NASA) যে ধরনের প্রতিষ্ঠান মহাকাশ গবেষণা।
  • ব্রিটিশ রানি এলিজাবেথের সাংকেতিক নাম- লন্ডন ব্রিজ।
  • ডেমােক্রেসি মনুমেন্ট অবস্থিত ব্যাংকক, থাইল্যান্ড।
  • বিশ্বের নির্মাণাধীন সর্বোচ্চ ভবন ‘কিংডম টাওয়ার’ অবস্থিত জেদ্দা, সৌদি আরব (উচ্চতা ১০০০ মিটার)।
  • বিশ্বের প্রথম দেশ হিসেবে জেরুজালেমে দূতাবাস উদ্বোধন করে- যুক্তরাষ্ট্র, ১৪ মে ২০১৮।
  • বাংলাদেশ জাতিসংঘ কর্তৃক উন্নয়নশীল দেশের যােগ্যতা অর্জনের স্বীকৃতিপত্র লাভ করে ১৬ মার্চ ২০১৮।
  • সৌদি আরবের প্রথম নারী মন্ত্রী তামাদুর বিনতে ইউসেফ আল রামাহ।
  • ১ এপ্রিল ২০১৬ কমনওয়েলথ-এর প্রথম নারী মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন- প্যাট্রিসিয়া জ্যানেট; স্কটল্যান্ড।
  • আরব লীগের অষ্টম মহাসচিব আহমেদ আকুল ঘেইত।
  • অ্যাবেল পুরস্কার ২০১৮ লাভ করেন- রবার্ট ল্যাংল্যান্ড, যুক্তরাষ্ট্র।
  • বিশ্বের যে দেশে সর্বাধিক সংখ্যক বাঘ রয়েছে- ভারত (২,২২৬টি)।
  • চেক প্রজাতন্ত্রের নতুন ডাকনাম- চেকিয়া (Czechia)।
  • ‘ডুয়িং বিজনেস ২০১৮’ প্রতিবেদনে শীর্ষ দেশ নিউজিল্যান্ড।
  • বিশ্বের বৃহত্তম সমুদ্র সেতুর নাম- Hong Kang Zhuhai-Macau Bridge (HKZMB)

Related Post