ssc-2024-mcq-suggestion

SSC Suggestion 2024 : এসএসসি ২০২৪ সাহিত্যের রূপ ও রীতি MCQ [PDF] এসএসসি ২০২৪ সাহিত্যের রূপ ও রীতি mcq প্রশ্ন উত্তর : আজ আমরা এসএসসি-২০২৪ পরীক্ষার্থীদের জন্য সাহিত্যের রূপ ও রীতি mcq আলোচনা করতে চলেছি। তোমরা যারা এসএসসি ও সমমানের পরীক্ষা দিতে যাচ্ছো, তাদের জন্য এই বহুনির্বাচনী প্রশ্নগুলোে খুবই গুরুত্বপূর্ণ। আর বরাবরের মতই তোমরা এ প্রশ্নগুলো উত্তরসহ পেয়ে যাবে।

সর্বশেষ NCTB পূর্ণাঙ্গ সিলেবাস, বিগত বছরের বোর্ড প্রশ্ন এবং টপ স্কুলগুলোতে অনুষ্ঠিত নির্বাচনি পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করে আমরা তোমাদের জন্য এ সাজেশনটি প্রস্তুত করেছি। এ প্রশ্নগুলো অনুশীলন করলেই তোমরা নিশ্চিতভাবে ১০০% কমন পেয়ে যাবে। তোমাদের এসএসসি ২০২৪ পরীক্ষার সকল সাবজেক্টের সাজেশনই পর্যায়ক্রমে উত্তরসহ প্রকাশ করা হবে।

এসএসসি ২০২৪ সাহিত্যের রূপ ও রীতি mcq

১. মহাকাব্যের মূল লক্ষ্য কী?
ক. ছন্দের দোলা দেওয়া
খ. পাঠকমন বিষণ্ণ করা
গ. গান শোনানো
ঘ. গল্প বলা

২. গীতি কবিতার আদি নিদর্শন কোনটি?
ক. বৈষ্ণব কবিতাবলি
খ. ব্রজাঙ্গনা কাব্য
গ. বীরাঙ্গনা কাব্য
ঘ. রবীন্দ্র রচনাবলি

৩. বাংলা সাহিত্যের কোন রূপটি সর্বাপেক্ষা প্রাচীন?
ক. ছোটগল্প
খ. উপন্যাস
গ. প্রবন্ধ
ঘ. নাটক

৪. বিশ্ব সাহিত্যের সর্বাপেক্ষা প্রাচীন কোনটি?
ক. ছোটগল্প
খ. উপন্যাস
গ. প্রবন্ধ
ঘ. নাটক

৫. নাটক সাধারণত কয় অংশে বিভক্ত?
ক. ৫
খ. ৬
গ. ৪
ঘ. ৩

৬. ‘শেষ হইয়াও হইল না শেষ’- কথাটি দ্বারা কিসের বৈশিষ্ট্য নির্দেশ হয়েছে?
ক. ছোট গল্পের
খ. ছোট কবিতার
গ. নাটকের
ঘ. উপন্যাসের

৭. সাহিত্যের সর্বাপেক্ষা কনিষ্ঠ কোনটি?
ক. ছোটগল্প
খ. উপন্যাস
গ. প্রবন্ধ
ঘ. নাটক

৮. নাটক সাধারণত কত প্রকার?
ক. ৫
খ. ৬
গ. ৪
ঘ. ৩

৯. উপন্যাসের প্রধান উপজীব্য কী?
ক. প্লট
খ. কাহিনি
গ. চরিত্র
ঘ. বর্ণনা

১০. ‘সাহিত্যের রূপ ও রীতি’ প্রবন্ধের লেখক কে?
ক.প্রমথ চৌধুরী
খ. হায়াৎ মামুদ
গ. শওকত ওসমান
ঘ. হুমায়ুন আজাদ

১১. কায়েদে আজম কলেজের বর্তমান নাম কী?
ক. ঢাকা কলেজ
খ. সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ
গ. জগন্নাথ কলেজ
ঘ. মিরপুর বাংলা কলেজ

১২. ‘স্বগত সংলাপ’ কার লেখা গ্রন্থ?
ক. হুমায়ূন আহমেদ
খ. শামসুর রাহমান
গ. হায়াৎ মামুদ
ঘ. আল মাহমুদ

১৩. সাহিত্যে অবদানের জন্য হায়াৎ মামুদ কোন পুরস্কার পান?
ক. বাংলা একাডেমি পুরস্কার
খ. একুশে পদক
গ. আলাওল সাহিত্য পুরস্কার
ঘ. স্বাধীনতা পদক

১৪. ‘কিশোর বাংলা অভিধান’-এর রচয়িতা কে?
ক. ড. মুহম্মদ শহীদুল্লাহ
খ. ড. আনিসুজ্জামান
গ. নরেন বিশ্বাস
ঘ. হায়াৎ মামুদ

১৫. হায়াৎ মামুদের পেশা কী ছিল?
ক. অধ্যাপনা
খ. সাংবাদিকতা
গ. গবেষণা
ঘ. শিল্পকর্ম

১৬. রবীন্দ্রনাথ ও নজরুলের কিশোর জীবনী কে লেখেন?
ক. নির্মলেন্দু গুণ
খ. আহমদ শরীফ
গ. হায়াৎ মামুদ
ঘ. হুমায়ুন আজাদ

১৭. হায়াৎ মামুদের লেখা গ্রন্থ কোনটি?
ক. নিবিড় নীলিমা
খ. বাংলা লেখার নিয়মকানুন
গ. শ্যামল ছায়া
ঘ. বৃষ্টির ঠিকানা

১৮. হায়াৎ মামুদ কোনটিকে বিশাল পরিধির বলেছেন?
ক. উপন্যাস
খ. গল্প
গ. নাটক
ঘ. সাহিত্য

১৯. সাহিত্যের রূপ কী?
ক. সাহিত্যের বিভিন্ন শাখা
খ. উপমা
গ. উৎপ্রেক্ষা
ঘ. চিত্রকল্প

২০. সাহিত্যের বিভিন্ন শাখার গঠন নিয়ে পর্যবেক্ষণ ও আলোচনাকে কী বলে?
ক. রীতি
খ. সাহিত্য বিচার
গ. গবেষণা
ঘ. সমালোচনা

২১. ‘মেঘনাদবধ’ কাব্যের রচয়িতা কে?
ক. মীর মশাররফ হোসেন
খ. সত্যেন্দ্রনাথ দত্ত
গ. সুকুমার রায়
ঘ. মাইকেল মধুসূদন দত্ত

২২. মহাকাব্যের চূড়ান্ত সফল রূপ কোন কাব্যে প্রকাশিত?
ক. মেঘনাদবধ কাব্য
খ. বীরাঙ্গনা কাব্য
গ. ব্রজাঙ্গনা কাব্য
ঘ. তিলোত্তমাসম্ভব কাব্য

২৩. মহাকাব্য রচিত হয় কোন ধরনের কাহিনী অবলম্বনে?
ক. রাজাদের কাহিনি
খ. যুদ্ধবিগ্রহের কাহিনি
গ. প্রেমের কাহিনি
ঘ. অসহায় মানুষের কাহিনি

২৪. বৈষ্ণব কবিতা বাংলা সাহিত্যের কোন যুগের নিদর্শন?
ক. আধুনিক যুগের
খ. অন্ধকার যুগের
গ. মধ্য যুগের
ঘ. প্রাচীন যুগের

২৫. কাজী নজরুল ইসলাম কী হিসেবে সাহিত্যে স্থায়ী আসন লাভ করেছেন?
ক. প্রেমের কবি
খ. গীতি কবি
গ. বিদ্রোহী কবি
ঘ. বিশ্বকবি

২৬. বাংলা সাহিত্যে পল্লীকবি হিসেবে স্থায়ী আসন পেয়েছেন কে?
ক. জসীম উদ্দীন
খ. জীবনানন্দ দাশ
গ. মাইকেল মধুসূদন দত্ত
ঘ. ফররুখ আহমদ

২৭. ‘নকশীকাঁথার মাঠ’ এর রচয়িতা কে?
ক. সুকুমার রায়
খ. জীবনানন্দ দাশ
গ. জসীম উদ্দীন
ঘ. কাজী নজরুল ইসলাম

২৮. পূর্বে নাটক পুস্তকাকারে মুদ্রিত হতো না কেন?
ক. কালির অভাবে
খ. অর্থের অভাবে
গ. ছাপাখানা ছিল না বলে
ঘ. পৃষ্ঠপোষক ছিল না বলে

২৯. নাটকের লক্ষ্য সবসময়ই কারা?
ক. পাঠক সমাজ
খ. দর্শক সমাজ
গ. লেখক সমাজ
ঘ. বিজ্ঞ সমাজ

৩০. নাটককে প্রধানত কোন কাব্যের পর্যায়ভুক্ত করা যায়?
ক. মহাকাব্য
খ. গীতিকাব্য
গ. শ্ৰব্যকাব্য
ঘ. দৃশ্যকাব্য

৩১. বিষয়বস্তু ও পরিণতির দিক দিয়ে নাটককে কয় শ্রেণিতে ভাগ করা যায়?
ক. তিন
খ. চার
গ. দুই
ঘ. এক

৩২. ‘নীল দর্পণ’ নাটকের রচয়িতা কে?
ক. মাইকেল মধুসূদন দত্ত
খ. দীনবন্ধু মিত্র
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. অমৃত লাল বসু

৩৩. দীনবন্ধু মিত্র কোন ধরনের নাটক নিয়ে আবির্ভূত হন?
ক. সামাজিক নাটক
খ. ঐতিহাসিক নাটক
গ. পৌরাণিক নাটক
ঘ. রাজনৈতিক নাটক

৩৪. রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটক কোনটি?
ক. প্রফুল্ল
খ. কালাপাহাড়
গ. রক্তকরবী
ঘ. শাজাহান

৩৫. ‘ছোট প্রাণ, ছোট ব্যথা’ শিরোনামের কবিতাটি কার লেখা?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. প্রেমেন্দ্র মিত্র
গ. প্রমথ চৌধুরী
ঘ. বিহারীলাল রায়

৩৬. ইংরেজি ভাষায় ছোটগল্পের জনক বিবেচনা করা হয় কাকে?
ক. এডগার অ্যালান পো
খ. এইচ. জি. ওয়েলস
গ. শেকসপীয়ার
ঘ. টিএস এলিয়ট

৩৭. ছোটগল্পের ধারণা এসেছে কোথা থেকে?
ক. প্রাচীন সাহিত্য থেকে
খ. সংস্কৃত সাহিত্য থেকে
গ. প্রাচ্যের সাহিত্য থেকে
ঘ. পাশ্চাত্য সাহিত্য থেকে

৩৮. ছোটগল্পে কোনটি প্রতিফলিত হয়?
ক. জীবনের খণ্ডাংশ
খ. গোটা জীবন
গ. সমাজের সব ঘটনা
ঘ. পারিবারিক সব ঘটনা

৩৯. বহুল পঠিত ও জনপ্রিয়তার শীর্ষে কোনটি?
ক. কবিতা
খ. উপন্যাস
গ. গল্প
ঘ. নাটক

৪০. বাংলা ভাষায় প্রথম ও সার্থক ঔপন্যাসিক কে?
ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

৪১. প্রথম সার্থক উপন্যাস কোনটি?
ক. কপালকুণ্ডলা
খ. শেষের কবিতা
গ. শঙ্খনীল কারাগার
ঘ. দেবদাস

৪২. বঙ্কিম কীভাবে উপন্যাস রচনায় অনুপ্রাণিত হন?
ক. রবীন্দ্রনাথের সংস্পর্শে
খ. বিদেশি উপন্যাস পড়ে
গ. পরিবারের অনুপ্রেরণায়
ঘ. শিক্ষকের অনুপ্রেরণায়

৪৩. বঙ্কিমচন্দ্রের সময়ে কোন উপন্যাস বেশি জনপ্রিয় ছিল?
ক. সামাজিক উপন্যাস
খ. পৌরাণিক উপন্যাস
গ. ঐতিহাসিক উপন্যাস
ঘ. ডিটেকটিভ উপন্যাস

৪৪. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সমসাময়িক কোন কথাশিল্পী উপন্যাস রচনা করে পাঠক সমাজকে মন্ত্রমুগ্ধ করে তাদের হৃদয় জয় করেন?
ক. বনফুল
খ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. আহসান হাবীব

৪৫. ঔপন্যাসিক হিসেবে সবচেয়ে বেশি জনপ্রিয় কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. হুমায়ুন আহমেদ

৪৬. সাহিত্যের প্রধান লক্ষণ কী?
ক. সৃজনশীলতা
খ. মৌলিকত্ব
গ. সাবলীল ভাষা
ঘ. পাঠকপ্রিয়তা

৪৭. প্রবন্ধের প্রধান শ্রেণিবিভাগ কয়টি?
ক. তিনটি
খ. দুটি
গ. চারটি
ঘ. পাঁচটি

৪৮. প্রবন্ধের উদ্দেশ্য কী?
ক. রচয়িতার ব্যক্তিগত অভিজ্ঞতা বর্ণনা
খ. পাঠকের আকাঙ্ক্ষা সম্পর্কে ধারণা দান
গ. পাঠকের বিস্তার পরিশুদ্ধি ঘটানো
ঘ. পাঠকের জ্ঞান তৃষ্ণাকে পরিতৃপ্ত করা

৪৯. রবীন্দ্রনাথের অধিকাংশ প্রবন্ধ কী ধরনের?
ক. মন্ময়
খ. তন্ময়
গ. দীর্ঘ
ঘ. নাতিদীর্ঘ

৫০. ‘বিচিত্র প্রবন্ধ’ গ্রন্থটির রচয়িতা কে?
ক. আহমদ শরীফ
খ. হুমায়ুন আজাদ
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. কাজী নজরুল ইসলাম

[button color=”orange” size=”small” link=”http://” icon=”download” target=”true”]PDF Download Here With Answer[/button]

শিক্ষার্থীরা, উপরে এতক্ষণ এসএসসি ২০২৪ সাহিত্যের রূপ ও রীতি mcq নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে উত্তরমালা দেখানো হয়নি। তবে তোমরা তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য উপরে “MCQ উত্তরমালা” অপশনে ক্লিক করে এই গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের উত্তরগুলো সংগ্রহ করতে পারবে।

আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে লেখাপড়া ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।

Related Post

Leave a Comment