বিশ্বজুড়ে বিচিত্র মন্ত্রণালয়

নরওয়ের রাজধানী অসলােয় পাঁচটি নর্ডিক দেশের শীর্ষ নেতারা ১৫ আগস্ট ২০২২ বৈঠকে মিলিত হন। জার্মানির চ্যান্সেলর ওলাফ শলঞ্জও নর্ডিক শীর্ষ আলােচনায় যােগ দেন।

বৈঠকে নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক ও আইসল্যান্ড নিরাপত্তা ও প্রতিরক্ষার ক্ষেত্রে পারস্পরিক সহযােগিতা আরও বাড়ানাের সিদ্ধান্ত নিয়েছে।

জলবায়ু পরিবর্তন মােকাবিলা ও জ্বালানির ক্ষেত্রেও সহযােগিতা বাড়াতে চায় নর্ডিক দেশগুলাে।

প্রসঙ্গত, রাশিয়ার আগ্রাসন মােকাবিলা করতে ইউরােপীয় ইউনিয়ন, ন্যাটো এবং নর্ডিক দেশগুলাে আরও সংঘবদ্ধ হলেও কিছু বিষয়ে মতপার্থক্য রয়েছে।

Related Post

Leave a Comment