বিশ্বজুড়ে বিচিত্র মন্ত্রণালয়

প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হওয়ার দুই মাসের কম সময়ের মধ্যে ফ্রান্সের জাতীয় আইনসভার নিয়ন্ত্রণ হারালেন এমানুয়েল মাখো। গত ১৯ জুন ২০২২ অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভােটে তার ক্ষমতাসীন জোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে ব্যর্থ হয়েছে।

ফ্রান্সের ৫৭৭ আসনের ন্যাশনাল অ্যাসেম্বলিতে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়ােজন ২৮৯ আসন। কিন্তু মাখোর মধ্যপন্থী জোট এনসেম্বলে পেয়েছে ২৪৫টি আসন। বামপন্থী ও গ্রিনদের নিয়ে গঠিত তাঁর নিউ ইকোলজিক্যাল অ্যান্ড সােশ্যাল পপুলার ইউনিয়ন (এনইউপিইএস) জোট পেয়েছে ১৩১ আসন।

অন্য বামপন্থী দলগুলাে পেয়েছে ২২ আসন। কট্টর ডানপন্থী মেরিন ল পেনের নেতৃত্বাধীন জোট ন্যাশনাল র্যালি পেয়েছে ৮৯টি আসন। ডানপন্থী রিপাবলিকানস (ইউডিআই) পেয়েছে ৬৪ আসন। বিশ্লেষকেরা বলছেন, মাখোর জোটের সামনে দুটি পথ খােলা। অন্যদের। জোটে ভিড়িয়ে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করা অথবা সংখ্যালঘু সরকার চালিয়ে যাওয়া।

Related Post

Leave a Comment