বাইম মাছ ও সবজি চচ্চড়ি

বাইম মাছ ও সবজি চচ্চড়ি কথাটা শুনলে মুখে জল চলে আসে। আসলেই মজাদার একটি রেসিপি বাইম মাছ ও সবজি চচ্চড়ি। আপনি খুব সহজেই এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারেন। তো চলুন দেখা যাক কিভাবে এই রেসিপিটি প্রস্তুত করা যায়।

বাইম মাছ ও সবজি চচ্চড়ি করার উপকরণ :

  • বাইম মাছ – ৪০০ গ্রাম (টুকরা করা)
  • কঁঠাল বিচি – ২০টি (এক ফালি করা)
  • আলু (বড়) – ১টি (চির করা)
  • বেগুন – ২টি (চির করা)
  • পটল – ৪টি (চির করা)
  • পিয়াজ – ৫টি (কুচি করা)
  • রসুন – ১টি (কুচি করা)
  • কাঁচা মরিচ – ১০টি (ফালি করা)
  • আদা বাটা – ১/৩ চা চামচ
  • জিরা বাটা – ১/৩ চা চামচ
  • হলুদ গুড়া – ১/৩ চা চামচ
  • লবণ ও তেল পরিমাণমত

আরো পড়ুন : চিকেন কাচ্চি বিরিয়ানি কিভাবে রান্না করতে হয়

বাইম মাছ ও সবজি চচ্চড়ি করার পদ্ধতি :

  • একটি পাত্রে আগে থেকে পরিষ্কার করে রাখা বাইম মাছ, কাঁঠালের বিচি, আলু, বেগুন, পটল এবং অন্যান্য উপকরণ এক সাথে মাখিয়ে নিন।
  • এবার পরিমাণমত পানি যােগ করুন।
  • ঢেকে রান্না করুন।
  • ঝােল শুকিয়ে এলে নামিয়ে নিন।

Related Post

Leave a Comment