সাড়া জাগানাে ওয়েবসাইট উইকিলিকসের (WikiLeaks) প্রতিষ্ঠাতা অস্ট্রেলিয়ান নাগরিক জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে পাঠানাের অনুমতি দিয়েছে। যুক্তরাজ্য। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তর ১৭ জুন ২০২২ এ তথ্য নিশ্চিত করেছে। অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে পাঠানাে হলে, সেখানে গুপ্তচরবৃত্তির দায়ে তার ১৭৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
প্রসঙ্গত, ২০১০ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরাক ও আফগানিস্তানের যুদ্ধসংক্রান্ত পাঁচ লাখ গােপন নথি ফাঁস করে উইকিলিকস। এ ছাড়া ইউরােপসহ বিশ্বের অনেক দেশের গুরুত্বপূর্ণ নেতাদের তথ্য ফাঁস করে উইকিলিকস। এতে যুক্তরাষ্ট্র অ্যাসাঞ্জের ওপর ক্ষুব্ধ হয়।
লাখ লাখ গােপন নথি ফাঁস করার জন্য দেশটির আইন মন্ত্রণালয় অ্যাসাঞ্জের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি আইন লঙ্ঘনের ১৮টি অভিযােগ আনে। গ্রেপ্তার এড়াতে সাত বছর ধরে ইকুয়েডরের লন্ডন দূতাবাসে রাজনৈতিক আশ্রয় নিয়ে ছিলেন অ্যাসাঞ্জ। সেখান থেকে ২০২০ সালের ১১ এপ্রিল তাঁকে গ্রেপ্তার। করে লন্ডন পুলিশ।