২৮ ফেব্রুয়ারি ২০২২ মন্ত্রিসভার বৈঠকে ‘আইএলও কনভেনশন-১৩৮’ অনুসমর্থনের প্রস্তাবে নীতিগত অনুমােদন দেওয়া হয়। ২২ মার্চ ২০২২ অনুস্বাক্ষরকৃত পত্র আন্তর্জাতিক শ্রম সংস্থার (ILO) কাছে হস্তান্তর করা হয়। এর ফলে সাধারণভাবে ১৫ বছরের কম বয়সি কোনাে শিশুকে শ্রমে নিয়ােজিত করা যাবে না। তবে দেশের আর্থসামাজিক অবস্থা বিশেষভাবে বিবেচনা করে যদি এই বয়স কমাতে হয়, তাহলে তা ১৪ বছর পর্যন্ত করা যাবে; কিন্তু তার কম নয়।
১৪ হােক বা ১৫ বছর, এসব শিশুকে কোনাে অবস্থাতেই কোনাে ঝুঁকিপূর্ণ কাজে নিয়ােজিত করা যাবে না। কর্মসংস্থানে প্রবেশের জন্য ন্যূনতম বয়স সংক্রান্ত আইএলও কনভেনশন-১৩৮’ আন্তর্জাতিক শ্রম সংস্থা কর্তৃক ২৬ জুন ১৯৭৩ গৃহীত হয়। যা কার্যকর হয় ১৯ জুন ১৯৭৬। এ কনভেনশনে ১৮৯ দেশের মধ্যে ১৭৩ দেশ স্বাক্ষর করেছে।
ধরন | সাধারণ বয়স | উন্নয়নশীল দেশসমূহের ব্যতিক্রম |
নূ্যনতম বয়স | ১৫ | ১৪ |
বিপজ্জনক | সাধারণত : ১৮ কতিপয় অবস্থায় ১৬ | কোনাে ব্যতিক্রম নেই |
হালকা ধরনের কাজ | ১৩-১৫ | ১২-১৪ |
Leave a Comment