আন্তর্জাতিক বিষয়াবলি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের লেখাটি খুবই উপকারি হবে। তো চলুন আন্তর্জাতিক বিষয়াবলি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়ি।
আন্তর্জাতিক বিষয়াবলি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
প্রশ্ন : সম্প্রতি সময়ে সুয়েজ খালে আটকে পড়া জাহাজের নাম
উত্তর : এভার গিভেন।
প্রশ্ন : রােমান সভ্যতার বড় অবদান ছিল
উত্তর : আইনের ক্ষেত্রে।
প্রশ্ন : আয়তনে এশিয়ার বৃহত্তম দেশ
উত্তর : চীন।
প্রশ্ন : আফগানিস্তানের শেষ রাজা বা বাদশাহ
উত্তর : জহির শাহ।
প্রশ্ন : মালয়েশিয়া যে দেশের উপনিবেশ ছিল
উত্তর : ব্রিটেন।
প্রশ্ন : জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল হয়
উত্তর : ৫ আগস্ট ২০১৯ সালে।
প্রশ্ন : আলজেরিয়ার রাজধানীর নাম
উত্তর : আলজিয়ার্স।
প্রশ্ন : বিশ্বের দীর্ঘতম পর্বতশ্রেণি
উত্তর : আন্দিজ পর্বতমালা ।
প্রশ্ন : জাতিসংঘের মূল অঙ্গসংস্থা
উত্তর : ৬টি।
প্রশ্ন : “জিব্রাল্টার প্রণালি’ যে দুটো দেশকে পৃথক করেছে
উত্তর : মরক্কো ও স্পেন।
প্রশ্ন : আমাদের উপমহাদেশের যে বিজ্ঞানী প্রথম নােবেল পুরস্কার পেয়েছেন
উত্তর : সিভি রমন।
প্রশ্ন : আকান যে দেশের ভাষা
উত্তর : ঘানা।
প্রশ্ন : ইন্ডিয়া হাউজ যে দেশে অবস্থিত
উত্তর : লন্ডন।
আন্তর্জাতিক বিষয়াবলি থেকে আরো কিছু সাধারণ জ্ঞান
প্রশ্ন : ‘IMF এর পূর্ণ রূপ
উত্তর : International Monetary Fund.
প্রশ্ন : উজবেকিস্তানের মুদ্রার নাম
উত্তর : সােম।
প্রশ্ন : ওআইসি প্রতিষ্ঠিত হয়
উত্তর : ১৯৬৯ সালে।
প্রশ্ন : অলিম্পিক মিউজিয়াম অবস্থিত
উত্তর : সুইজারল্যান্ডে।
প্রশ্ন : “সিদ্ধার্থ’ গ্রন্থের রচয়িতা
উত্তর : হারমাস হেস।
প্রশ্ন : প্রথম এটম বােমা ফাটানাে হয়
উত্তর : ১৯৪৫ সালে।
প্রশ্ন : ‘আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস পালিত হয়
উত্তর : ১৬ সেপ্টেম্বর।
প্রশ্ন : মহাকাশযাত্রীদেরকে বলা হয়
উত্তর : Cosmonauts.
প্রশ্ন : মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় দিবস
উত্তর : ৪ জুলাই।
প্রশ্ন : মাওরি যে দেশের অধিবাসী
উত্তর : নিউজিল্যান্ড।
প্রশ্ন : ইউনিটা যে দেশের গেরিলা সংগঠন
উত্তর : এঙ্গোলা।
প্রশ্ন : প্রাকৃতিক গ্যাসের উৎপত্তি হয়
উত্তর : জীবাশ্ম থেকে।
প্রশ্ন : ‘আরবের নাইটিঙ্গেল’ বলা হয়
উত্তর : উম্মে কুলসুমকে।
প্রশ্ন : যুক্তরাজ্য হংকংকে চীনের কাছে হস্তান্তর করে
উত্তর : ১৯৯৭ সালে।
প্রশ্ন : আমলাতন্ত্রের প্রধান প্রবক্তা
উত্তর : ম্যাক্স ওয়েবার।
প্রশ্ন : কিয়ােটো চুক্তির মূল বিষয়
উত্তর : উষ্ণতা হ্রাস।
প্রশ্ন : ‘মেসােপটেমিয়া যে দেশের পূর্বনাম
উত্তর : ইরাক।
প্রশ্ন : মিশর ও ইসরায়েলের মধ্যে ১৯৭৮ সালে যে চুক্তি সম্পাদিত হয়
উত্তর : ক্যাম্প ডেভিড চুক্তি।
প্রশ্ন : ফক্স নিউজ চ্যানেলটি
উত্তর : যুক্তরাষ্ট্রভিত্তিক।
প্রশ্ন : জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) সদর দপ্তর অবস্থিত
উত্তর : রােম।
প্রশ্ন : ‘আচেহ’ প্রদেশটি যে দেশের অংশ
উত্তর : ইন্দোনেশিয়া ।
প্রশ্ন : প্রথম ‘চাকা’ এর ব্যবহার প্রচলন হয়
উত্তর : সুমেরীয় সভ্যতায়।
প্রশ্ন : ‘আকিয়াব’ সমুদ্রবন্দর অবস্থিত
উত্তর : মিয়ানমারে ।
প্রশ্ন : পৃথিবীর নিমজ্জমান নগরী নামে পরিচিত
উত্তর : ভেনিস।