বিসিএস পরীক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক বিষয়াবলী থেকে কিছু প্রশ্নোত্তর দেওয়া হলো। যারা বিসিএস বা যেকোনো চাকুরী পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন আশা করছি আপনাদের কাজে আসবে। তো চলুন দেখে নেওয়া যাক।
নরওয়ে ও ডেনমার্কের মুদ্রার নাম- ক্রোন।
সুইডেন ও নরওয়ের মুদ্রার নাম- ক্রোনা।
WHO সদর দপ্তর অবস্থিত হয় – জেনেভা,৭ এপ্রিল।
বন্দর আব্বাস ও আবাদান সমুদ্র বন্দর অবস্থিত- ইরানে।
আকিয়াব সমুদ্র বন্দর- মিয়ানমারে।
বাতাসের শহর বলা হয়-শিকাগোকে।
আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস ( ANC ) গঠিত হয় -১৯১২ সালে।
গ্রুপ ৭৭ এর জন্ম -১৯৬৪ সালে , এর কোন সদর দপ্তর নেই।
১৯৯৩ সালে চেক স্লোভাকিয়া ভেঙ্গে- দুটি রাষ্ট্র হয়।
মিশর ও লিবিয়া একত্রিত হয় -১৯৫৮ সালে আরব রিপাবলিক নামে ।
নানকিং চুক্তি স্বাক্ষরিত হয় -১৮৪২ সালে।
জাতিসংঘের জমি দান করেন- জন ডি রকফেলার।
জাতিসংঘের সদর দপ্তরের স্থপতি- ডব্লিউ হ্যারিসন।
বেতার যন্ত্র আবিস্কর করেন মার্কিনী -১৮৯৬ সালে।
আয়তনে আফ্রিকার ক্ষুদ্র দেশ- সিসিলিস।
সভ্যতার ইতিহাসে ফিনিশীদের বড় অবদান- বর্ণমালা আবিস্কার
দক্ষিণ আফ্রিকার প্রধান অধিবাসী- বান্টু , একসাথে জুলু বলে ।
উজবিকিস্থানের মুদ্রার নাম- লোম , রাজধানী – তাসখন্দ (city of fountains )।
লুপানোর – চীনের আনবিক অস্ত্র পরীক্ষার স্থান।
পূর্ব তিমুর স্বাধীনতা লাভ করে- ইন্দোনেশিয়ার কাছ থেকে ।
বিশ্বজনসংখ্যা দিবস- ১১ জুলাই।
বিশ্ব স্বাস্থ্য দিবস- ৭ এপ্রিল ।
বিশ্ব ডাইবেটিস দিবস- ১৪ নভেম্বর ।
সুয়েজখাল মিশর জাতীয়করন করেন-২৬ জুলাই ১৯৫৬ সালে ।
লোকশিল্প জাদুঘর সোনারগাঁও প্রতিষ্ঠিত-১৯৮১ সালে।
হোচিমিন নগরের পূর্ব নাম- সায়গন।
আবু মুসা উপদ্বীপ অবস্থিত- পারস্য উপসাগরে
UNESCO গঠিত হয় – ১৯৪৫ সালে
ইসিএ ( ECA ) এর সদর দপ্তর অবস্থিত- ইথাপিয়ার আদ্দিস আবাবা
Leave a Comment