বিশ্বজুড়ে বিচিত্র মন্ত্রণালয়

বিসিএস পরীক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক বিষয়াবলী থেকে কিছু প্রশ্নোত্তর দেওয়া হলো। যারা বিসিএস বা যেকোনো চাকুরী পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন আশা করছি আপনাদের কাজে আসবে। তো চলুন দেখে নেওয়া যাক।

নরওয়ে ও ডেনমার্কের মুদ্রার নাম- ক্রোন।

সুইডেন ও নরওয়ের মুদ্রার নাম- ক্রোনা।

WHO সদর দপ্তর অবস্থিত হয় – জেনেভা,৭ এপ্রিল।

বন্দর আব্বাস ও আবাদান সমুদ্র বন্দর অবস্থিত- ইরানে।

আকিয়াব সমুদ্র বন্দর- মিয়ানমারে।

বাতাসের শহর বলা হয়-শিকাগোকে।

আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস ( ANC ) গঠিত হয় -১৯১২ সালে।

গ্রুপ ৭৭ এর জন্ম -১৯৬৪ সালে , এর কোন সদর দপ্তর নেই।

১৯৯৩ সালে চেক স্লোভাকিয়া ভেঙ্গে- দুটি রাষ্ট্র হয়।

মিশর ও লিবিয়া একত্রিত হয় -১৯৫৮ সালে আরব রিপাবলিক নামে ।

নানকিং চুক্তি স্বাক্ষরিত হয় -১৮৪২ সালে।

জাতিসংঘের জমি দান করেন- জন ডি রকফেলার।

জাতিসংঘের সদর দপ্তরের স্থপতি- ডব্লিউ হ্যারিসন।

বেতার যন্ত্র আবিস্কর করেন মার্কিনী -১৮৯৬ সালে।

আয়তনে আফ্রিকার ক্ষুদ্র দেশ- সিসিলিস।

সভ্যতার ইতিহাসে ফিনিশীদের বড় অবদান- বর্ণমালা আবিস্কার

দক্ষিণ আফ্রিকার প্রধান অধিবাসী- বান্টু , একসাথে জুলু বলে ।

উজবিকিস্থানের মুদ্রার নাম- লোম , রাজধানী – তাসখন্দ (city of fountains )।

লুপানোর – চীনের আনবিক অস্ত্র পরীক্ষার স্থান।

পূর্ব তিমুর স্বাধীনতা লাভ করে- ইন্দোনেশিয়ার কাছ থেকে ।

বিশ্বজনসংখ্যা দিবস- ১১ জুলাই।

বিশ্ব স্বাস্থ্য দিবস- ৭ এপ্রিল ।

বিশ্ব ডাইবেটিস দিবস- ১৪ নভেম্বর ।

সুয়েজখাল মিশর জাতীয়করন করেন-২৬ জুলাই ১৯৫৬ সালে ।

লোকশিল্প জাদুঘর সোনারগাঁও প্রতিষ্ঠিত-১৯৮১ সালে।

হোচিমিন নগরের পূর্ব নাম- সায়গন।

আবু মুসা উপদ্বীপ অবস্থিত- পারস্য উপসাগরে

UNESCO গঠিত হয় – ১৯৪৫ সালে

ইসিএ ( ECA ) এর সদর দপ্তর অবস্থিত- ইথাপিয়ার আদ্দিস আবাবা

Related Post

Leave a Comment