গ্যাস নিয়ে রাশিয়ার সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইউরােপে বাড়তি গ্যাস সরবরাহে এগিয়ে এসেছে। আফ্রিকার তিন দেশ। ২৮ জুলাই ২০২২ সাহারা মরুভূমির ওপর দীর্ঘ পাইপলাইন নির্মাণের জন্য সমঝােতা স্মারক (এমওইউ) সই করেছে আলজেরিয়া, নাইজার ও নাইজেরিয়া।
পাইপলাইনটি বানাতে খরচ হবে ১ হাজার ৩০০ কোটি মার্কিন ডলার। এ পাইপলাইনের মাধ্যমে বছরে তিন হাজার কোটি কিউবিক মিটার গ্যাস ইউরােপে পাঠানাে যাবে।
সমঝােতা স্মারক (এমওইউ) অনুযায়ী, সাহারা মরুভূমির মধ্য দিয়ে প্রায় চার হাজার কিলােমিটার দীর্ঘ গ্যাস পাইপলাইন নির্মাণ করা হবে।