শান্তি স্থাপনে অগ্রগতি না দেখানাে পর্যন্ত আসিয়ানের (অ্যাসােসিয়েশন অব সাউথ-ইস্ট এশিয়ান নেশনস) কোনাে বৈঠকে মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা সরকার অংশ নিতে পারবে না।
৬ আগস্ট ২০২২ দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোটটির পক্ষে কম্বােডিয়ার পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, ২০২১ সালের ফেব্রুয়ারির শুরুতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে হটিয়ে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। এর পর থেকে আন্তর্জাতিক সব চাপ উপেক্ষা করে সামরিক কায়দায় দেশটি শাসন করে চলেছে মিয়ানমারের জান্তা সরকার।