রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে ইউরােপের বিভিন্ন দেশে সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছে। আরও কিছু মহড়ার পরিকল্পনা করা হয়েছে। ন্যাটোর সদস্য ও সহযােগী রাষ্ট্রগুলাের সেনারা এতে অংশ নেন।
‘ডিফেন্ডার ইউরােপ’ ও ‘সুইফট রেসপন্স’ নামের দুটি সামরিক মহড়ায় ২০টি দেশের প্রায় ১৮ হাজার সেনা অংশ নিয়েছেন। অনুষ্ঠিত সামরিক মহড়াগুলাের স্থান, মহড়াগুলাের নাম ও সৈন্যসংখ্যা নিম্নরূপ :
মহড়া যেসব দেশে | মহড়ার নাম | অংশগ্রহণ করা দেশ ও সৈন্যসংখ্যা |
এস্তোনিয়া | হেজহগ | ১৪ দেশের প্রায় ১৫ হাজার সেনা |
লিথুয়ানিয়া | আয়রন উলফ | তিন হাজার সেনা |
জার্মানি | ভেটিনার হাইডে | প্রায় সাড়ে সাত হাজার সেনা |
ফিনল্যান্ড | অ্যারাে ২২ | ফিনিশ সেনাদের সঙ্গে যােগ দেন মার্কিন, ব্রিটিশ, এস্তোনিয়ান ও লাটভিয়ান সেনা |
Leave a Comment