বিশ্বজুড়ে বিচিত্র মন্ত্রণালয়

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে ইউরােপের বিভিন্ন দেশে সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছে। আরও কিছু মহড়ার পরিকল্পনা করা হয়েছে। ন্যাটোর সদস্য ও সহযােগী রাষ্ট্রগুলাের সেনারা এতে অংশ নেন।

‘ডিফেন্ডার ইউরােপ’ ও ‘সুইফট রেসপন্স’ নামের দুটি সামরিক মহড়ায় ২০টি দেশের প্রায় ১৮ হাজার সেনা অংশ নিয়েছেন। অনুষ্ঠিত সামরিক মহড়াগুলাের স্থান, মহড়াগুলাের নাম ও সৈন্যসংখ্যা নিম্নরূপ :

মহড়া যেসব দেশে মহড়ার নাম অংশগ্রহণ করা দেশ ও সৈন্যসংখ্যা
এস্তোনিয়া হেজহগ ১৪ দেশের প্রায় ১৫ হাজার সেনা
লিথুয়ানিয়া আয়রন উলফ তিন হাজার সেনা
জার্মানি ভেটিনার হাইডে প্রায় সাড়ে সাত হাজার সেনা
ফিনল্যান্ড অ্যারাে ২২ ফিনিশ সেনাদের সঙ্গে যােগ দেন মার্কিন, ব্রিটিশ, এস্তোনিয়ান ও লাটভিয়ান সেনা

Related Post

Leave a Comment