আন্তর্জাতিক বিষয়াবলী

ইউরােপে ন্যাটোর সামরিক মহড়া

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে ইউরােপের বিভিন্ন দেশে সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছে। আরও কিছু মহড়ার পরিকল্পনা করা হয়েছে। ন্যাটোর সদস্য ও সহযােগী রাষ্ট্রগুলাের সেনারা এতে অংশ নেন।

‘ডিফেন্ডার ইউরােপ’ ও ‘সুইফট রেসপন্স’ নামের দুটি সামরিক মহড়ায় ২০টি দেশের প্রায় ১৮ হাজার সেনা অংশ নিয়েছেন। অনুষ্ঠিত সামরিক মহড়াগুলাের স্থান, মহড়াগুলাের নাম ও সৈন্যসংখ্যা নিম্নরূপ :

মহড়া যেসব দেশেমহড়ার নামঅংশগ্রহণ করা দেশ ও সৈন্যসংখ্যা
এস্তোনিয়াহেজহগ১৪ দেশের প্রায় ১৫ হাজার সেনা
লিথুয়ানিয়াআয়রন উলফতিন হাজার সেনা
জার্মানিভেটিনার হাইডেপ্রায় সাড়ে সাত হাজার সেনা
ফিনল্যান্ডঅ্যারাে ২২ফিনিশ সেনাদের সঙ্গে যােগ দেন মার্কিন, ব্রিটিশ, এস্তোনিয়ান ও লাটভিয়ান সেনা

এই বিভাগ থেকে আরো পড়ুন

Md. Mahabub Alam

I am a committed educator, blogger and YouTuber and I am striving to achieve extraordinary success in my chosen field. After completing Masters in Anthropology from Jagannath University, I am working as Chief Accounts Officer in a national newspaper of the country. I really want your prayers and love.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button