বিভিন্ন প্রতিযােগিতামূলক পরীক্ষায় আসা ও সম্ভাব্য প্রশ্নের আলােকে মাসভিত্তিক গুরুত্বপূর্ণ তারিখ ও সাল নিয়ে আমাদের এ আয়ােজন।
১ মে
১৮৪০ : ‘পেনি ব্ল্যাক’ নামে বিশ্বের প্রথম ডাকটিকেট চালু করে যুক্তরাজ্য।
১৮৯০ : আন্তর্জাতিক মে দিবস পালন শুরু।
২ মে
১৯৭২ : বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় কলম্বিয়া, কোস্টারিকা এবং ভেনিজুয়েলা।
১৯২১ : সত্যজিৎ রায়ের জন্ম।
৪ মে
১৯০৪ : মার্কিন যুক্তরাষ্ট্র পানামা খাল নির্মাণ শুরু করে।
১৯৭৯ : মার্গারেট থ্যাচার যুক্তরাজ্যের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
আরো পড়ুন
- ক্লিফ অব মােহর সম্পর্কিত তথ্য
- বিশ্বের ৯টি আশ্চর্যজনক ঘটনা
- পুলিৎজার পুরস্কার ২০২২
- জাতীয় শিল্পনীতি ২০২২
- রিজার্ভ চুরির মামলায় দুই প্রতিষ্ঠানকে অব্যাহতি
- ডিজিটাল পদ্ধতিতে জনশুমারি
- ডায়াবেটিসের নতুন কারণ
- দারকিনা মাছের প্রজনন উদ্ভাবন
- পদ্মার পাড়ে শেখ রাসেল সেনানিবাস
- বঙ্গবন্ধু লাইভ ম্যাংগাে মিউজিয়াম
৫ মে
১৭৮৯ : ফরাসি বিপ্লব শুরু।
১৮১৮ : কার্ল মার্কসের জন্ম।
৬ মে
১৯৪০ : উইনস্টন চার্চিল যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
৭ মে
১৯৫৪ : পাকিস্তানের গণপরিষদে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
১৮৬১ : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন।
৮ মে
১৮২৮ : রেডক্রস ও রেড ক্রিসেন্টের প্রতিষ্ঠাতা সুইজারল্যান্ডের জিন হেনরি ডুনান্ট জন্মগ্রহণ করেন।
১৯৯৪ : বর্ণবৈষম্যহীন আন্দোলনের নেতা নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নির্বাচিত হন।
১১ মে
২০১৮ : (বাংলাদেশ সময় ১২ মে ২০১৮) বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ করা হয়।
১২ মে
১৭৮৪ : ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ৩ সেপ্টেম্বর ১৭৮৩ স্বাক্ষরিত ‘প্যারিস চুক্তি কার্যকর।
১৩ মে
১৯৪৭ : কবি সুকান্ত ভট্টাচার্যের মৃত্যু।
১৯৬৭ : ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ড. জাকির হুসাইন।
১৪ মে
১৯৫৫ : সােভিয়েত ইউনিয়ন ও পূর্ব ইউরােপের সমাজতান্ত্রিক দেশগুলাের মধ্যে ওয়ার’শ চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৯৮ : কথাসাহিত্যিক শওকত ওসমানের মৃত্যু।
১৫ মে
১৮১৮ : বাংলা ভাষার প্রথম সংবাদপত্র বেঙ্গল গেজেট প্রকাশিত হয়।
১৬ মে
১৯২৯ : হলিউড চলচ্চিত্রে প্রথম একাডেমি পুরস্কার বা অস্কার চালু।
১৯৭৬ : মওলানা আবদুল হামিদ খান ভাসানী ফারাক্কা বাঁধ নির্মাণের প্রতিবাদে ঐতিহাসিক লং মার্চে নেতৃত্ব দেন।
১৭ মে
১৯৮১ : শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন।
১৯৯৮ : কেনিয়াকে হারিয়ে বাংলাদেশ ওয়ানডেতে প্রথম জয়ের দেখা পায়।
১৯৯৯ : বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক হয়।
১৮ মে
১৯৪৫ : ইউরােপে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি হয়।
১৯৭৪ : ভারত প্রথম পারমাণবিক বােমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটায়।
২৩ মে
১৮১৮ : বাংলা সংবাদপত্র ‘সমাচার দর্পণ’ প্রথম ও প্রকাশিত হয়। সম্পাদক জন ক্লার্ক মার্শম্যান।
২০১০ : প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেন মুসা ইব্রাহীম।
২৪ মে
১৮৯৯ : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মগ্রহণ।
১৯৭২ : কবি কাজী নজরুল ইসলামকে : ভারত থেকে ঢাকায় নিয়ে আসা হয় এবং জাতীয় কবির স্বীকৃতি দান করা হয়।
২৫ মে
১৯৭১ : মুজিবনগর থেকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনুষ্ঠান সম্প্রচার শুরু।
২৬ মে
১৮৬৫: যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধের অবসান।
১৯৬৯ : অ্যাপােলাে-১০ নভােযানটি আট দিনের ভ্রমণ শেষে পৃথিবীতে অবতরণ করে।
২৮ মে
১৯১৯ : ভার্সাই চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি।
১৯৫৩ : প্রথম ইনডাের সুইমিংপুল চালু লন্ডনে।
১৯৬১ : অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠা।
২৯ মে
১৯৫৩ : নিউজিল্যান্ডের পর্বতারােহী এডমন্ড হিলারি প্রথম মানব হিসেবে এভারেস্টের চূড়ায় পা রাখেন।
বিভিন্ন পরীক্ষায় ঘটনাবহুল মে
- বঙ্গবন্ধুকে ‘জুলিও কুরী’ শান্তি পুরস্কার প্রদান করা হয়—২৩ মে ১৯৭৩ । (৪১তম বিসিএস)
- বাংলা ভাষাকে পাকিস্তান গণপরিষদ যে তারিখে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়- ৭ মে ১৯৫৪। (৩৬তম বিসিএস)।
- ১৯ মে ২০১২ তারিখে কোন বাংলাদেশি এভারেস্ট জয় করেন?- নিশাত মজুমদার। (৩৫তম বিসিএস) ।
- বিশ্ব তামাকমুক্ত দিবস প্রতিপালন হয় প্রতি বছরের ৩১ মে। (৩৪তম, ১৭তম বিসিএস)
- বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মহাকাশে কত তারিখে উৎক্ষেপণ করা হয়?- ১২ মে ২০১৮ [পরিসংখ্যান ব্যুরাে থানা পরিসংখ্যানবিদ ২০২০]
- Victory Over Europe Day (VE Day) পালিত হয় কবে?— ৮ মে। (একটি বাড়ি একটি খামার প্রকল্প ২০১৮)
- নিরাপদ মাতৃত্ব দিবস কবে?–২৮ মে। (১৩তম বেসরকারি শিক্ষক নিবন্ধন (স্কুল) ২০১৬)
- Each Year World Red Cross and Red Crescent Day is Celebrated on-May 8 [Uttara Bank, Assistant Officer (Cash) 2017]
- ভারতের সাথে স্থল সীমান্ত চুক্তি কবে স্বাক্ষরিত হয়?—১৬ মে ১৯৭৪ । (দুর্নীতি দমন কমিশনের উপ-সহকারী পরিচালক ২০২০)