মে (May) খ্রিষ্টীয় বর্ষপঞ্জি অনুসারে বছরের পঞ্চম মাস। গ্রিক পুরাণে বর্ণিত ‘অ্যাটলাস’-এর কন্যা ‘মায়া’ বা ‘মেইয়া’-এর নামানুসারে মাসটির নামকরণ করা হয়। এ মাসের উল্লেখযোগ্য ঘটনার চুম্বক অংশ নিয়ে এ আয়োজন।
■ প্ৰথম যা কিছু
- ১ মে : ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু (১৮০১)।
- ১ মে : আন্তর্জাতিক মে দিবস প্রথমবার পালিত (১৮৯০)।
- ১ মে : জোনাস সাল্ক উদ্ভাবিত পোলিও টিকা সর্বসাধারণের জন্য উন্মুক্ত (১৯৫৬)।
- ৬ মে : ইংল্যান্ডে বিশ্বের প্রথম ডাকটিকেট চালু (১৮৪০)।
- ১০ মে: বর্ণবৈষম্যমুক্ত দক্ষিণ আফ্রিকায় আয়োজিত প্রথম প্রেসিডেন্ট নির্বাচনে নেলসন ম্যান্ডেলার বিজয় (১৯৯৪)।
- ১৭ মে: ভারতে অনুষ্ঠিত ত্রিদেশীয় টুর্নামেন্টে কেনিয়াকে হারিয়ে বাংলাদেশের প্রথম ওয়ানডে জয় (১৯৯৮)।
- ১৭ মে : বিশ্বকাপ ক্রিকেটের সপ্তম আসরে বাংলাদেশের অভিষেক (১৯৯৯)।
- ১৭ মে : নেদারল্যান্ডসের মালিকানাধীন বিশ্বের প্রথম যাত্রীবাহী বিমান কেএলএম-এর যাত্রা শুরু (১৯২০)।
- ২৩ মে : জন ক্লার্ক মার্শম্যানের সম্পাদনায় প্রথম বাংলা সংবাদপত্র ‘সমাচার দর্পণ’ প্রকাশিত (১৮১৮)।
- ২৫ মে : স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনুষ্ঠান সম্প্রচার শুরু (১৯৭১)।
■ প্ৰতিষ্ঠা
- ১২ মে : ভারতীয় মুসলমানদের প্রথম রাজনৈতিক সংগঠন সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন গঠিত
- ২০ মে : বিশ্বের সর্ববৃহৎ জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য চীনে “থ্রি গর্জেস বাঁধ’ নির্মাণ সমাপ্ত (২০০৬)।
- ২৮ মে : জেরুজালেমে ফিলিস্তিন মুক্তি সংস্থা (পিএলও) গঠিত (১৯৬৪)।
■ ইতিহাস-রাজনীতি
- ৩ মে : কলম্বাস কর্তৃক জ্যামাইকা আবিষ্কার (১৪৯৪)।
- ১০ মে: পানিপথের যুদ্ধ জয় করে মোগল সম্রাট বাবরের আগ্রায় প্রবেশ (১৫২৬)।
- ১৬ মে : ব্রিটিশ কেবিনেট মিশনে ভারত বিভক্তির প্রস্তাব (১৯৪৬)।
- ১৭ মে : প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন (১৯৮১)।
- ২০ মে: ভারতের কালিকট বন্দরে পর্তুগিজ নাবিক ভাস্কো দ্য গামার পদার্পণ (১৪৯৮)।
- ২৯ মে : সুলতান দ্বিতীয় মুহাম্মদ কর্তৃক কনস্টান্টিনোপল জয়ের মাধ্যমে বাইজেন্টাইন সাম্রাজ্যের পতন ও অটোমান সাম্রাজ্যের গোড়াপত্তন (১৪৫৩)।
■ সংঘাত ও চুক্তি
- ৪ মে : ইসরাইল ও পিএলও-এর মধ্যে চুক্তি স্বাক্ষর (১৯৯৪)।
- ১৪ মে : ওয়ারশ চুক্তি স্বাক্ষরিত (১৯৫৫)।
- ১৬ মে : যুক্তরাজ্য ও ফ্রান্সের মধ্যে সাইকস-পিকট চুক্তি স্বাক্ষরিত (১৯১৬)।
- ২১ মে : প্যারিসে ফিফা প্রতিষ্ঠিত (১৯০৪)।
- ২৮ মে : প্যারিসে ভার্সাই চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্ত (১৯১৯)।
■ বিবিধ
- ৩ মে : বাঙালি স্থপতি এফ আর খানের নকশায় নির্মিত সিয়ার্স টাওয়ারের (বর্তমান উইলিস টাওয়ার) নির্মাণ সম্পন্ন (১৯৭৩)।
- ১২ মে : সিলেটের হরিপুরে গ্যাসক্ষেত্র আবিষ্কৃত (১৯৫৫)।
বঙ্গবন্ধু স্যাটেলাইট ১
২০১৮ সালের ১২ মে বিশ্বের ৫৭তম দেশ হিসেবে বাংলাদেশ ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’। ২৭৬৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৩.৭ টন ওজনের উপগ্রহটির ডিজাইন তৈরি করে ফ্রান্সের থ্যালাস অ্যালেনিয়া স্পেস। ১১৯.১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় অবস্থানরত উপগ্রহটি গাজীপুর ও রাঙামাটির বেতবুনিয়া আর্থ স্টেশন থেকে নিয়ন্ত্রিত হচ্ছে । ২০১৭ সালে উপগ্রহটির ব্যবস্থাপনায় প্রতিষ্ঠিত হয় | বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি ।
পানামা খাল
বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট পানামা খাল । পানামা প্রজাতন্ত্রের মধ্য দিয়ে প্রবাহিত খালটি ১৯০৪ সালে খনন শুরু করে যুক্তরাষ্ট্র। শেষ করে ১৯১৪ সালে। এটি প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে সংযোগ তৈরি করেছে। এর দৈর্ঘ্য ৬৫ কিলোমিটার। প্রস্থ ৩০ থেকে ৯০ মিটার। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮৫ ফুট উঁচুতে প্রবাহিত খালটির সকল প্রক্রিয়াই নিয়ন্ত্রিত হয় কৃত্রিমভাবে। শুরুতে যুক্তরাষ্ট্রের হাতে এর মালিকানা থাকলেও বর্তমানে এর মালিক পানামা।