রাশি | এস. আই. একক |
দৈর্ঘ্য, সরণ | মিটার (m) |
ভর | কিলােগ্রাম (kg) |
সময়, দোলনকাল | সেকেন্ড (s) |
ক্ষেত্রফল | মিটার২ (m2) বা বর্গ মিটার |
আয়তন | মিটার৩ (m3) বা ঘন মিটার |
বেগ, দ্রুতি | মিটার/সেকেন্ড (ms-1) |
ত্বরণ | মিটার/সেকেন্ড (ms-2) |
ভরবেগ | কিলােগ্রাম-মিটার/সেকেন্ড (kgms-1) |
বল | নিউটন (N) |
কাজ, তাপ, শক্তি | জুল (J) |
ক্ষমতা | ওয়াট (W) |
চাপ | প্যাসকেল (Pa) |
কম্পাঙ্ক | হার্জ (Hz) |
তাপমাত্রা | কেলভিন (K) |
দীপন ক্ষমতা | ক্যান্ডেলা (cd) |
আলােক ফ্লাক্স | লুমেন (lm) |
দীপন তীব্রতা | লাক্স (lx) |
লেন্সের ক্ষমতা | ডাই অপ্টার (d) |
তড়িৎ প্রবাহ | অ্যাম্পিয়ার (A) |
আধান | কুলম্ব (C) |
তড়িৎ তীব্রতা | নিউটন/কুলম্ব (NC-1= Vm-1) |
তড়িৎ বিভব, তড়িচ্চালক শক্তি | ভােল্ট (V) |
রােধ | ওহম |
পরিবাহকত্ব | প্রতি ওহম প্রতি মিটার |
আপেক্ষিক রােধ | ওহম-মিটার |
এক্সরে | রন্টজেন (R) |
তেজস্ক্রিয়তা | বেকেরেল (Bq) |
পরিবাহিতা | সিমেন্স (S) |