প্রশ্ন : করােনাভাইরাস কী ধরণের ভাইরাস?
উত্তর : আরএনএ ভাইরাস।
তথ্য : কোভিড-১৯ পজিটিভ কি না, তা নির্ণয়ের সবচেয়ে বহুল ব্যবহৃত ও সংবেদনশীল পদ্ধতি হচ্ছে RT-PCR
বা রিভার্স ট্রান্সক্রিপ্টেজ পিসিআর।
প্রশ্ন : মানুষের শরীরে ছড়িয়ে পড়তে পারে এমন কত ধরনের করােনা ভাইরাস রয়েছে?
উত্তর : ৭ ধরনের।
প্রশ্ন : করােনাভাইরাস কত সালে আবিষ্কার হয়?
উত্তর : ১৯৬০ সালে।
তথ্য : ১৯৬০ খ্রিস্টাব্দে মধ্যপ্রাচ্যে ব্রঙ্কাইটিস আক্রান্ত দুটি মুরগী এবং সর্দিকাশি আক্রান্ত দুজন মানুষের কফে প্রথম এই ভাইরাস পাওয়া যায়।
প্রশ্ন : কোভিড-১৯ কবে নামকরণ করা হয়?
উঃ ১১ ফেব্রুয়ারি, ২০২০
তথ্য : উহানের হুয়ানান সামুদ্রিক খাদ্য ও পশুর বাজার থকে এই ভাইরাসের প্রার্দুভাব ঘটে। উহান চীনের ‘The sprawling capital হিসেবে খ্যাত।
প্রশ্ন : প্রথম করােনা রােগী শনাক্ত হয় কবে?
উত্তর : ৩১ ডিসেম্বর, ২০১৯।
তথ্য : ১১ জানুয়ারি করােনায় প্রথম মৃত্যু হয়। গত ২ ফেব্রুয়ারি ফিলিপাইনে ৪৪ বছর বয়সী এক চীনা নাগরিক করােনা সংক্রমিত হয়ে মারা যান। চীনের বাইরে করােনায় এটাই প্রথম মৃত্যু। চীনের বাইরে প্রথম করােনা রােগী শনাক্ত হয় থাইল্যান্ডে, গত ১৩ জানুয়ারি। ১১ ফেব্রুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থা করােনা সংক্রমণে সৃষ্ট রােগকে “কোভিড-১৯ (করােনাভাইরাস ডিজিজ-২০১৯)’ নাম দেয়।
আরো পড়ুন : বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক ১০০টি প্রশ্ন ও উত্তর এক সাথে পড়ে নিন
প্রশ্ন : বিশ্ব স্বাস্থ্য সংস্থা কবে করােনাকে বৈশ্বিক মহামারি হিসেবে ঘােষণা করে?
উত্তর : ১১ মার্চ।
তথ্য : ৩১ ডিসেম্বর, ২০১৯ সালে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করােনাভাইরাসে আক্রান্ত হয়। ৭ জানুয়ারি, ২০২০ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর নামকরণ করে নভেল করােনাভাইরাস। প্রথম এটি শনাক্ত করেন চক্ষু বিশেষজ্ঞ ডা. লি ওয়েন লিয়াং।
প্রশ্ন : CovID-19 রােগটির বহনকারী ভাইরাসটির নাম কি?
উত্তর : SARS-COV-2
প্রশ্ন : বিজ্ঞানীরা কবে কোভিড ১৯ কে করােনা ভাইরাস গােত্রের বলেন?
উত্তর : ৯ জানুয়ারি, ২০২০
প্রশ্ন : কোভিড -১৯ রােগে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম রােগী মারা যায় কবে?
উত্তর : ১৮ মার্চ, ২০২০
প্রশ্ন : আইইডিসিআর কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৭৬
প্রশ্ন : IEDCR- পূর্ণরূপ কী?
উত্তর : Institute of Epidemiology, Diseases Control and Research.
প্রশ্ন : IEDCR এর বর্তমান পরিচালক কে?
উত্তর : প্রফেসর ড. মীরজাদী সাব্রিনা ফ্লোরা।
প্রশ্ন : IEDCR এর সদর দপ্তর কোথায়?
উত্তর : মহাখালী, ঢাকা।
প্রশ্ন : সর্ব প্রথম বাংলাদেশের নাগরিক কোন দেশে করােনা ভাইরাসে সংক্রমিত হয়?
উত্তর : সিঙ্গাপুর।
প্রশ্ন : করােনা ভাইরাস শনাক্তের পরীক্ষার জন্য নাক ও গলার লালার নমুনা সংগ্রহ করার বিশেষ পরীক্ষাটির নাম কী?
উত্তর : সায়াব স্টিক।
প্রশ্ন : করােনা ভাইরাস শনাক্তের কিট বাংলাদেশেকে সরবরাহ করেছে কোন সংস্থা?
উত্তর : WHO
প্রশ্ন : করােনা ভাইরাস সর্ব প্রথম ইউরােপের কোন দেশে ধরা পরে?
উত্তর : ফ্রান্স
প্রশ্ন : করােনা ভাইরাসে আক্রান্ত হয়ে সর্ব প্রথম বাংলাদেশের কোন ডাক্তার মারা যান?
উত্তর : ড. মইনুদ্দিন
প্রশ্ন : করােনা ভাইরাস আক্রান্ত হয়ে সর্বপ্রথম কোন সাংবাদিক মারা যান?
উত্তর : হুমায়ুন কবির খােকন
প্রশ্ন : করােনা ভাইরাস নিয়ে সতর্ককারী চিকিৎসকের নাম কি?
উত্তর : লি ওয়েনলিয়াং
প্রশ্ন : লি ওয়েনলিয়াং কবে মারা যান?
উত্তর : ৬ ফেব্রুয়ারি, ২০২০
প্রশ্ন : WHO কবে বৈশ্বিক অবস্থা জারি করে?
উত্তর : ৩০ জানুয়ারি, ২০২০
প্রশ্ন : করােনাভাইরাসের প্রজাতির নাম কি?
উত্তর : 2019 Novel Corona Virus
প্রশ্ন : চীনের পর প্রথম কোন দেশে করােনা ভাইরাস শনাক্ত হয়?
উত্তর : থাইল্যান্ড
প্রশ্ন : আমেরিকার কোন দেশে সর্বপ্রথম করােনা শনাক্ত হয়?
উত্তর : আর্জেন্টিনা।
প্রশ্ন : করােনার কারনে স্থগিত হওয়া ইংল্যান্ডের বিখ্যাত ফুটবল লীগ ‘প্রিমিয়ার লীগ পুনরায় কবে চালু হয়?
উত্তর : ১৭ জুন ২০২০
প্রশ্ন : করােনা সম্পর্কিত বিষয় নিয়ে প্রথম কোন দেশের স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করেন?
উত্তর : ব্রাজিল
প্রশ্ন : প্রথম দেশ হিসেবে কোন দেশ নিজেদের করােনামুক্ত ঘােষণা করেন?
উত্তর : নিউজিল্যান্ড
প্রশ্ন : করােনা ভ্যাকসিন আবিষ্কারে মার্কিন সরকারের গৃহীত পদক্ষেপের নাম কী?
উত্তর : Operation warp speed
প্রশ্ন : বাংলাদেশে প্রথম করােনা শনাক্ত হয় কত তারিখ?
উত্তর : ৮ মার্চ
প্রশ্ন : বাংলাদেশে প্রথম করােনা আক্রান্তে মারা যায় কত তারিখ?
উত্তর : ১৮ মার্চ ২০২০
প্রশ্ন : কত তম দেশ হিসেবে বাংলাদেশে করােনা ভাইরাস শনাক্ত হয়?
উত্তর : ১০৭তম
প্রশ্ন : বাংলাদেশকে করােনা ঝুকিপূর্ণ ঘােষণা করা হয় কত তারিখ?
উত্তর : ১৬ এপ্রিল ২০২০
প্রশ্ন : দেশে সর্বপ্রথম কোন এলাকা লকডাউন ঘােষনা করা হয়?
উত্তর : শিবচর, মাদারিপুর
প্রশ্ন : দেশে করােনা প্রবেশ ঠেকাতে কবে থেকে দেশের প্রবেশ পথগুলােতে থার্মাল স্ক্রিনিং পদ্ধতি চালু করা হয়?
উত্তর : ২১ জানুয়ারি, ২০২০
প্রশ্ন : IEDCR প্রথম কবে থেকে করােনা শনাক্ত করন পরীক্ষা শুরু করে?
উত্তর : ২ ফেব্রুয়ারি, ২০২০।
প্রশ্ন : সম্প্রতি কোন দেশ করােনা ভাইরাস শনাক্ত করন ও প্রতিরােধের যাবতীয় ওষুধ সামগ্রি বাংলাদেশ থেকে আমদানি করেছে?
উত্তর : নাইজেরিয়া
প্রশ্ন : করোনা ভ্যাকসিন আবিষ্কারে অফিসিয়ালভাবে বাংলাদেশ কত তম?
উত্তর : ১১তম।
প্রশ্ন : “আপনার মা-বাবাকে বাঁচান, আপনার দাদা-দাদি’কে বাঁচান, দয়া করে আমাদের নির্দেশনাগুলাে মেনে চলুন” এটা করােনা মােকাবেলায় কোন দেশের স্লোগান ছিল?
উত্তর : গ্রিস।
তথ্য : ১৯৮১ সালে Dean Koont কর্তৃক প্রকাশিত The Eyes of Darkness উপন্যাস (৩১২ পৃষ্ঠা) এবং ২০০৮ সালে Lindsay Harrison and Sylvia Browne কর্তৃক প্রকাশিত End of Days: Predictions and Prophecies about the End of the World বইয়ে (৩২১ পৃষ্ঠা) চীনের উহানে ভাইরাস সম্পর্কিত তথ্য দেয়া হয়েছিল, তবে বইগুলাের সাথে তথ্যের কিছু অমিল থাকায় CNN এবং Guardian পত্রিকা এগুলা পাত্তা দেয়নি।
প্রশ্ন : ওসিডি (OCD) কী?
উত্তর : অবসেসিভ কমপালসিভ ডিজঅর্ডার (ওসিডি)।
তথ্য : যুক্তরাষ্ট্রে প্রাপ্তবয়স্কদের প্রতি ৪০ জনে ১ জন এবং শিশুদের প্রতি ১০০ জনে ১ জন এই রােগে ভােগে। ওসিডি বা চিন্তাবাতিক ও বাধ্যতাধর্মী আচরণ (শুচিবাই) একটি উদ্বেগজনিত রােগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (Wwe-DGBPI) তালিকায় এই মেডিকেল ডিজঅ্যাবিলিটির প্রধান ১০টি রােগের মধ্যে এটি একটি। সারা বিশ্বে প্রতি ৫০ জনে ১ জন জীবনের কোনাে না কোনাে সময় এই রােগে ভােগে।
প্রশ্ন : পিপিই কী?
উত্তর : পারসােনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট।
তথ্য : পিপিইতে মােট পাঁচটি উপকরণ থাকতে হবে। এগুলাে হলাে মুখে পরার মাস্ক, চোখ ঢাকার জন্য মুখের সঙ্গে লেগে থাকে এমন চশমা, মুখের আবরণ (ফেস শিল্ড), গ্লাভস বা দস্তানা এবংগাউন। পিপিই তৈরিতে এমন কাপড় ব্যবহার করা হয় যেন তা কোনােভাবেই তরল শুষে নেবে না বা পিপিইকে সম্পূর্ণ শুষ্ক রাখবে।
প্রশ্ন : পালস অক্সিমিটার কী?
উত্তর : হস্পন্দন ও শরীরে অক্সিজেনের মাত্রা মাপারযন্ত্র।
তথ্য : আঙুলের মাথায় লাগিয়ে জানা যায় রক্তে অক্সিজেনের পরিমাণ। করােনা ভাইরাসে আক্রান্ত বা উপসর্গ রয়েছে এমন মানুষদের জন্য পালস অক্সিমিটার হতে পারে সাহায্যকারী একটি যন্ত্র। এতে কোন হাসপাতালে ভর্তি হতে হবে, কখন ভর্তি হতে হবে, কার অক্সিজেন থেরাপির দরকার এবং কাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউতে নিতে হবে কিংবা ভেন্টিলেশনে রাখতে হবে, তা সহজেই জানা যায় পরীক্ষার মাধ্যমে। পালস অক্সিমিটারে ৯৫ থকে ১০০ শতাংশ অক্সিজেন মাত্রাকে স্বাভাবিক হিসেবে ধরা হয়। এর ৯৫ শতাংশের কম হলে চিকিৎসার ভাষায় হাইপােক্সিয়া বলা হয়। শরীরে তখন অক্সিজেনের ঘাটতি দেখা দেয়।
প্রশ্ন : করােনাকালে মানবাধিকার সংগঠন ভালিয়েন্তে বাংলাদেশ কোন দেশে খাদ্যসহায়তা বিতরণ করেছে?
উত্তর : স্পেন।
প্রশ্ন : দীর্ঘদিন বন্ধ থাকার পর নিউইয়র্ক নগরীর বেশ কিছু ক্ষেত্র খুলে দেওয়া হয়েছে কবে?
উত্তর : ৮ জুন
প্রশ্ন : কোভিড ১৯ রােগটি প্রথম কোথায় ও কবে শনাক্ত করা হয়?
উত্তর : ৩১ ডিসেম্বর ২০১৯, চীনের উহান নগরীতে ।
প্রশ্ন : বিজ্ঞানীরা কবে কোভিড-১৯ কে সার্স করোনা ভাইরাস গােত্রের বলেন?
উত্তর : ৯ জানুয়ারি, ২০২০।
প্রশ্ন : করােনা ভাইরাস নিয়ে সতর্ককারী চিকিৎসকের নাম কী?
উত্তর : লি ওয়েনলিয়াং।
তথ্য : তিনি ৬ ফেব্রুয়ারি, ২০২০ তারিখে মারা যান, তিনি একজন চক্ষু বিশেষজ্ঞ ছিলেন।
প্রশ্ন : করোনা ভাইরাসে প্রথম মৃত্যু হয় কবে?
উত্তর : ১১ জানুয়ারি, ২০২০ চীনে।
প্রশ্ন : WHO COVID-19 কে Pandemic বৈশ্বিক মহামারী হিসেবে ঘােষণা দেয়?
উত্তর : ১১ মার্চ, ২০২০।
প্রশ্ন : চীনের বাইরে COVID-19 করােনা ভাইরাসে প্রথম মৃত্যু হয় কোথায়?
উত্তর : ফিলিপাইন।
প্রশ্ন : WHO কবে বৈশ্বিক অবস্থা জারি করে?
উত্তর : ৩০ জানুয়ারি, ২০২০।
প্রশ্ন : করোনা ভাইরাস সর্বপ্রথম ইউরােপের কোন দেশে ধরা পড়ে?
উত্তর : ফ্রান্স।
প্রশ্ন : সর্বপ্রথম বাংলাদেশের নাগরিক কোন দেশে করােনা ভাইরাসে আক্রান্ত হয়?
উত্তর : সিঙ্গাপুর।
প্রশ্ন : বাংলাদেশে ১ম কোভিড-১৯ রােগী শনাক্ত করা হয় কবে?
উত্তর : ৮ মার্চ, ২০২০।
প্রশ্ন : কোভিড-১৯ রােগে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম মারা যায় কবে?
উত্তর : ১৮ মার্চ, ২০২০।
প্রশ্ন : সর্বপ্রথম বাংলাদেশের কোন জেলা লকডাউন করা হয়?
উত্তর : মাদারীপুর (শিবচর উপজেলা)।
প্রশ্ন : IEDCR কত সালে প্রতিষ্ঠিত হয়? পূর্ণরূপ কি?
উত্তর : Institute of Epidemiology, Diseases Control and Research, ১৯৭৬ সালে।
প্রশ্ন : করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সর্বপ্রথম বাংলাদেশের কোন ডাক্তার মারা যান?
উত্তর : ডাঃ মইনুদ্দিন। (৭ এপ্রিল, ২০২০ এ মারা যান)
প্রশ্ন : করােনা ভাইরাসে আক্রান্ত হয়ে সর্বপ্রথম বাংলাদেশের কোন সাংবাদিক মারা যান?
উত্তর : হুমায়ুন কবির খােকন।
প্রশ্ন : চীনের পর প্রথম কোন দেশে করােনা ভাইরাস শনাক্ত হয়?
উত্তর : থাইল্যান্ড।
প্রশ্ন : দক্ষিণ আমেরিকার কোন দেশে সর্বপ্রথম করােনা শনাক্ত হয়?
উত্তর : আর্জেন্টিনা।
প্রশ্ন : করােনার কারণে স্থগিত হওয়া ইংল্যান্ডের বিখ্যাত ফুটবল লীগ ‘প্রিমিয়ার লীগ পুনরায় কবে চালু হয়?
উত্তর : ১৭ জুন, ২০২০।
প্রশ্ন : করােনা সম্পর্কিত বিষয় নিয়ে কোন দেশের স্বাস্থ্য মন্ত্রী পদত্যাগ করেন?
উত্তর : ব্রাজিল।
প্রশ্ন : প্রথম দেশ হিসেবে কোন দেশ নিজেদের করােনা মুক্ত ঘােষনা করে?
উত্তর : নিউজল্যান্ড।
প্রশ্ন : কত তম দেশ হিসেবে বাংলাদেশে করােনা ভাইরাস শনাক্ত হয়?
উত্তর : ১০৭ তম।
প্রশ্ন : বাংলাদেশকে করােনা ঝুঁকিপূর্ণ ঘােষণা করা হয় কত তারিখ?
উত্তর : ১৬ এপ্রিল, ২০২০।
প্রশ্ন : করােনা ভ্যাকসিন আবিষ্কারে মার্কিন সরকারের গৃহীত পদক্ষেপের নাম কি?
উত্তর : Operation warp speed.
প্রশ্ন : দক্ষিণ এশিয়ার সর্বপ্রথম কোন দেশে করােনা ভাইরাসের রােগী শনাক্ত করা হয়?
উত্তর : নেপাল (২৪ জানুয়ারি, ২০২০)
তথ্য : দ্বিতীয় শ্রীলঙ্কা (২৭ জানুয়ারি, ২০২০)
প্রশ্ন : বাংলাদেশ সরকার সংক্রামক আইনের কোন ধারায় সারা দেশকে করােনা ভাইরাসের জন্য ঝুঁকিপূর্ণ এলাকা ঘােষণা করেছে?
উত্তর : ১১(১) ধারা।
প্রশ্ন : করােনা ভাইরাস মহামারির কারণে সম্ভাব্য খাদ্য সংকট মােকাবেলা করতে (খাদ্য উৎপাদন বৃদ্ধি) বাংলাদেশ সরকারের সাথে কোন দেশ একযােগে কাজ করবে?
উত্তর : ভারত ।
প্রশ্ন : করােনা ভাইরাস মােকাবেলায় ADB বাংলাদেশের স্বাস্থ্যখাতে জরুরী সেবা এবং বাজেট সহায়তার জন্য কী
পরিমাণ অর্থ প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে?
উত্তর : ৬০ কোটি ২৪ লাখ ডলার।
প্রশ্ন : কল্লোনা মােকাবেলায় উন্নয়নশীল দেশগুলাের জন্য ইউই কত ডলারের সহায়তা প্যাকেজ ঘােষণা করেছে?
উত্তর : ২ হাজার কোটি ডলার।
প্রশ্ন : IEDCR প্রথম কবে থেকে করােনাভাইরাস শনাক্তের পরীক্ষা শুরু করে?
উত্তর : ২ ফেব্রুয়ারি, ২০২০।
প্রশ্ন : করােনা ভাইরাস চ্যালেঞ্জ মােকাবেলায় বাংলাদেশে কর্মরত ছয়টি আন্তর্জাতিক সংস্থা কোন দেশের সরকারের অর্থায়নে একযােগে কাজ করবে?
উত্তর : অস্ট্রেলিয়া সরকার।
সংস্থা ছয়টি হলােঃ
i) Plan International Bangladesh.
ii) Save the children,
iii) CARE Bangladesh.
iv) OXFAM
v) World vision
vi) Caritas Bangladesh.
প্রশ্ন : করােনা ভাইরাসের ক্ষতি পুষিয়ে সরবরাহ ব্যবস্থা ঠিক রাখতে সপ্রতি কোন দেশ বাংলাদেশের ভিতর দিয়ে মালবাহী ট্রেন চালুর প্রস্তাব দিয়েছে?
উত্তর : ভারত।
প্রশ্ন : করােনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্থ হওয়া দেশের ৫০ লাখ হতদরিদ্র পরিবারের প্রত্যেক কে ২,৫০০ টাকা করে দিতে যাওয়া সরকারের গৃহীত কর্মসূচীর নাম কি?
উত্তর : G2B বা Government to Beneficiary বা সরকার থেকে সুবিধাভােগী।
তথ্য: প্রধানমন্ত্রী এই কর্মসূচীর কার্যক্রম উদ্বোধন করেন -১৪ মে, ২০২০।
প্রশ্ন : করােনা ভাইরাস নমুনা সংগ্রহে দেশের কোন সরকারি প্রতিষ্ঠান কিট তৈরি করেছে?
উত্তর : Designated Reference Institute for chemical Measurements (DRICM)
তথ্য : এটি BCSIR (Bangladesh Council of Scientific and Industrial Research) এর একটি অঙ্গ প্রতিষ্ঠান। ৬৪তম জেলা হিসেবে রাঙামাটিতে সংক্রমন চিহ্নিত হয় ৬ মে, ২০২০।
প্রশ্ন : দেশে করােনা ভাইরাস আক্রান্ত রােগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকারি হাসপাতাল গুলােতে দ্রুত আইসােলেশন ইউনিট খােলার জন্য কবে সরকারি নির্দেশনা জারি হয়?
উত্তর : ২৬ জানুয়ারি, ২০২০।
প্রশ্ন : দেশে প্রথমবারের মতাে করােনা ভাইরাসের জিন নকশা উন্মােচন করেন কে?
উত্তর : ডা. সেঁজুতি সাহা ও তাঁর বাবা অধ্যাপক সমীর সাহা।
তথ্য : ১ম বাংলাদেশি হিসেবে সেঁজুতি সাহা বিশ্ব স্বাস্থ্য সংস্থার TIMB (Polio Transition Independent Monitoring Board) সদস্য হিসেবে নিয়ােগ পান।
প্রশ্ন : করােনা ভাইরাস চিকিৎসায় আলােচিত “হাইড্রক্সিক্লোরােকুইন” মূলত কিসের ওষুধ?
উত্তর : ম্যালেরিয়া।
প্রশ্ন : ইউরােপের ১ম করােনামুক্ত দেশ কোনটি?
উত্তর : সােভেনিয়া।।
প্রশ্ন : করােনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে আইসিসি ক্রিকেট বলে কী মিশাতে নিষেধ করেছেন?
উত্তর : মুখের লালা।
প্রশ্ন : বিশ্বের ১ম দেশ হিসেবে করােনা ভাইরাসের ভ্যাকসিন অনুমােদন দিয়েছে কোন দেশ?
উত্তর : রাশিয়া
তথ্য : ১১ আগস্ট, ২০২০ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই অনুমােদন দেন। ১৯৫৭ সালে তৎকালীন সােভিয়েত ইউনিয়ন মহাকাশে স্পুটনিক নামে স্যাটেলাইট উৎক্ষেপণ করার নামানুসারে এই ভ্যাকসিনের নাম দেন স্পুটনিক ফাইভ।
প্রশ্ন : বিশ্বের প্রথম দেশ হিসেবে করােনার টিকার অনুমােদন দিয়েছে কোন দেশ?
উত্তর : রাশিয়া।
তথ্য : রাশিয়ায় অনুমােদন পাওয়া করােনার টিকাটির নাম ‘স্পুটনিক-৫’। টিকাটি উদ্ভাবন করেছে রুশ গবেষণা প্রতিষ্ঠান গামালিয়া রিসার্চ ইনস্টিটিউট। সহযােগিতা করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।
প্রশ্ন : ৫ সেপ্টেম্বর, ২০২০ পর্যন্ত বিশ্বে করােনায় আক্রান্ত দেশ ও অঞ্চল কয়টি?
উত্তর : ২১৫ টি।
প্রশ্ন : পশ্চিমবঙ্গে প্রথম করোনা শনাক্ত হয় কবে?
উত্তর : ১৮ মার্চ।
প্রশ্ন : করােনার কারনে বাংলাদেশ দোকান মালিক সমিতি সংগঠন কবে দোকানপাট বন্ধ ঘােষণা করে?
উত্তর : ২৫ মার্চ।
তথ্য : করােনার কারনে ২৫ মার্চ থেকে ১০ মে পর্যন্ত বাংলাদেশ দোকান মালিক সমিতি সংগঠন দেশের
দোকানপাট বন্ধ রাখে।
প্রশ্ন : করােনা ভাইরাসের প্রাদুর্ভাব মােকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মােট কত টাকার প্যাকেজ ঘােষণা
করেছিলেন?
উত্তর : ৭২ হাজার ৭৫০ কোটি টাকা।
তথ্য : করােনাভাইরাসের প্রাদুর্ভাবে দেশের সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব উত্তরণে ৬৭ হাজার ৭৫০ কোটি টাকার প্যাকেজ ঘােষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে তৈরি পোশাক খাতের জন্য ৫ হাজার কোটি টাকার প্যাকেজ ঘােষণা করেছিলেন প্রধানমন্ত্রী। নতুন চারটিসহ পাঁচটি প্যাকেজে আর্থিক সহায়তার পরিমাণ ৭২ হাজার ৭৫০ কোটি টাকা, যা জিডিপির প্রায় ২ দশমিক ৫২ শতাংশ।
প্রশ্ন : বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান করােনায় সাহায্যের জন্য ২০১৯ বিশ্বকাপে ব্যবহৃত তার ব্যার্টটি নিলামের মাধ্যমে কত টাকায় বিক্রি করলেন?
উত্তর : ২০ লাখ টাকা।
তথ্য : রাজ নামের যুক্তরাষ্ট্রপ্রবাসী এক বাংলাদেশি ব্যাটটি নিলাম থেকে কিনে নিয়েছেন। এছাড়া বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিক ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে প্রথম দুই শত রান করার গৌরব অর্জন করেছিলেন। করােনা আক্রান্তদের সাহায্যার্থে তিনি ডাবল সেঞ্চুরি করা সেই ঐতিহাসিক ব্যাটটি নিলামে তুলে ছিলেন। সেটি শহীদ আফ্রিদি ফাউন্ডেশন কিনে নিয়েছে প্রায় ১৭ লাখ টাকা দিয়ে।
প্রশ্ন : দুই মাসের অধিক সময় সাধারণ ছুটি থাকার পর সরকারি, বেসরকারি অফিস খুলে দেওয়া হয়েছে কবে?
উত্তর : ৩১ মে থেকে।
তথ্য : সীমিত পর্যায়ে গণপরিবহন চালু হয়েছে ১ জুন থেকে ১ জুন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হােসেন জানান, মন্ত্রণালয় ও অধিদপ্তর গুলােতে ২৫ শতাংশ কর্মকর্তা-কর্মচারী কাজ করবেন।
প্রশ্ন : দেশের আদালতে ভার্চুয়াল পদ্ধতিতে কার্যক্রম শুরু হয় কবে?
উত্তর : ১১ মে থেকে।
তথ্য : করােনাভাইরাসের সংক্রমণে উদ্ভুত প্রেক্ষাপটে ৯ মে ‘আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ, ২০২০’ শিরােনামে অধ্যাদেশ জারি করে সরকার। ফলে অডিও-ভিডিও বা অন্য কোনাে ইলেকট্রনিক পদ্ধতিতে তথ্য-প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে শারীরিক উপস্থিতি ছাড়া ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে বিচারকাজ পরিচালনার সুযােগ তৈরি হয়।
প্রশ্ন : সম্প্রতি কোন হাসপাতালে আগুনের শিকার হয়ে করােনা রােগী মৃত্যুবরণ করেন?
উত্তর : ইউনাইটেড হাসপাতাল, ঢাকা।
তথ্য : নিহত পাঁচজনের মধ্যে তিনজনেরই পরীক্ষার ফল করােনা নেগেটিভ ছিল।
প্রশ্ন : করােনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত শিল্প ও সেবা খাতকে সহায়তা দিতে কত টাকা প্রণােদনা প্যাকেজ ঘােষণা করে সরকার?
উত্তর : ৩০ হাজার কোটি টাকা।
তথ্য : সব ব্যাংক মিলে ঋণ দিতে পারবে ২৮ হাজার ৮৬৫ কোটি টাকা ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলাে। দিতে পারবে ১ হাজার ১৩৫ কোটি টাকা। সবচেয়ে বেশি ঋণ দেওয়ার অনুমতি পেয়েছে ইসলামী, সােনালী ও ন্যাশনাল ব্যাংক।
প্রশ্ন : করােনা মােকাবেলায় পুরাে দেশকে কয়টি অঞ্চলে ভাগ করা হবে বলে ঘােষণা আসে?
উত্তর : ৩ টি।
তথ্য : অধিকতর আক্রান্ত অঞ্চল লাল, অপেক্ষাকৃত কম আক্রান্ত অঞ্চলকে হলুদ এবং অনাক্রান্ত বা একেবারে কম আক্রান্ত অঞ্চল হবে সবুজ।
প্রশ্ন : করােনা প্রতিরােধ ও চিকিত্সায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলে কী পরিমাণ জরুরি স্বাস্থ্যসামগ্রী দিয়েছে চীনের আলিবাবা ও জ্যাক মা ফাউন্ডেশন?
উত্তর : ছয় লাখ জরুরি স্বাস্থ্য সামগ্রী।
তথ্য : এতে রয়েছে ৫০টি ভেন্টিলেটর, ২০ হাজার কোভিড-১৯ ডিটেকশন কিট, ৬০ হাজার কেএন-৯৫ মাস্ক, ৩ লাখ ফেস মাস্ক, ২ লাখ ইন্সপেকশনস গ্লাভস, ১৫ হাজার ফেস শিল্ড, ১৫ হাজার প্রটেক্টিভ ক্লোদিং, ৮০টি ইলেকট্রনিক লেজার থার্মোমিটার, ২০ হাজার নিউক্লিক অ্যাসিড আইসােলেশন ও ২০ হাজার স্যাম্পল প্রিজারভেশন সলিউশনস।
প্রশ্ন : করােনায় মৃতদের স্মরণে ‘কোভিড টি’ রােপণ শুরু করে কোন প্রতিষ্ঠান?
উত্তর : স্বপ্ন ৩০ নামের একটি প্রতিষ্ঠান।
তথ্য : ৫ জুন বরিশালের বাবুগঞ্জ উপজেলা থেকে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। মৃতদের স্মরণে বিভিন্ন এলাকায় ফল গাছ রােপণ করবে প্রতিষ্ঠানটি।
প্রশ্ন : সরকার করােনাকালে গণপরিবহনের ভাড়া কত শতাংশ বাড়ানাের ঘােষণা দিয়েছে?
উত্তর : ৬০ শতাংশ।
তথ্য : ০১ সেপ্টেম্বর, ২০২০ এই আইন বাতিল হয়।
প্রশ্ন : দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগ কবে থেকে ১১ টি ক্ষেত্রে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে?
উত্তর : ২১ জুলাই, ২০২০।
প্রশ্ন : দেশের ইতিহাসে ১ম বারের মতাে ভার্চুয়াল মন্ত্রীসভার বৈঠক অনুষ্ঠিত হয় কবে?
উত্তর : ১৩ জুলাই, ২০২০।
প্রশ্ন : করােনা আক্রান্ত বাংলাদেশী ক্রিকেটারের নাম কী?
উত্তর : মাশরাফি বিন মর্তুজা।
তথ্য : সংসদীয় আসন নড়াইল-২।
প্রশ্ন : দেশে করােনার অনলাইন ব্রিফিংয়ের আয়ােজন কবে থেকে শুরু করে স্বাস্থ্য অধিদপ্তর?
উত্তর : ২৩ মার্চ থেকে
তথ্য : করােনা ভাইরাসের বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন বুলেটিন ১২ আগস্ট থেকে সাময়িকভাবে বন্ধ হয়েছে।
Recent Comments