৪৪ তম বিসিএস প্রশ্ন সমাধান ব্যাখ্যাসহ পড়ে নিন

বিসিএস প্রস্তুতি সাধারন জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী ৩য় পর্ব

  • করােনাভাইরাসের টিকা তৈরির গবেষণায় মার্কিন সরকার যে প্রকল্প গ্রহণ করেছে- Operation Warp Speed।
  • জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন- ভােলকান বােজকার; তুরস্ক।
  • Black Lives Matter হলো- বর্ণবাদ বিরােধী আন্দোলন।
  • স্বাদু বা মিঠা পানির মৎস্য উৎপাদনে বিশ্বে শীর্ষ দেশ- চীন।
  • ৩২তম গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে- ২৩ জুলাই-৮ আগস্ট ২০২১; টোকিও, জাপান।
  • NATO’র সর্বশেষ (৩০তম) সদস্য- উত্তর মেসিডােনিয়া।
  • ২০২০ সালের বৈশ্বিক শান্তিসূচকে শীর্ষ দেশ- আইসল্যান্ড।
  • বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটারের নাম- ফুগাকু।
  • এশীয় অবকাঠামাে বিনিয়ােগ ব্যাংকের (AIIB) বর্তমান সদস্য- ৮১টি।
  • ইউরােপের লৌহমানবী হিসেবে পরিচিত- মার্গারেট থ্যাচার (যুক্তরাজ্য)।

আরো পড়ুন : বিসিএস প্রস্তুতির জন্য আন্তর্জাতিক বিষয়াবলী ১ম পর্ব

  • আফ্রিকা মহাদেশের প্রাচীনতম সমুদ্রবন্দর- কেপটাউন, দক্ষিণ আফ্রিকা।
  • আয়তনের দিক থেকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ- কানাডা।
  • মার্বেলের দেশ হিসেবে পরিচিত- ইতালি।
  • পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা- মেসােপটেমীয় সভ্যতা।
  • ফরাসি বিপ্লবের মতবাদ বা স্লোগানের প্রবক্তা- দার্শনিক রুশাে।
  • বর্তমান বিশ্বের একমাত্র নগররাষ্ট্র- সিঙ্গাপুর।
  • উগ্রপন্থি হিন্দু কর্তৃক বাবরী মসজিদ ধ্বংস হয়- ৬ ডিসেম্বর ১৯৯২।
  • লিথুয়ানিয়ার রাজধানীর নাম- ভিলনিয়াস।
  • যুদ্ধাহত ও যুদ্ধবন্দি ব্যক্তিদের সাথে আচরণবিধি সম্পর্কিত স্বাক্ষরিত চুক্তি- জেনেভা কনভেনশন।

আরো পড়ুন : বিসিএস প্রস্তুতির জন্য আন্তর্জাতিক বিষয়াবলী ২য় পর্ব

  • রাশিয়ার শাখালিন দ্বীপের অবস্থান যে দুই সাগরের মাঝে- জাপান ওখটস্ক সাগর।
  • জাপানের গােয়েন্দা সংস্থার নাম- নাইচো।
  • সাংস্কৃতিক বিপ্লব সংঘটিত হয়- চীনে।
  • NATO’র সদর দপ্তর অবস্থিত- ব্রাসেলস, বেলজিয়াম।
  • Comprehensive and Progressive Agreement for Trans-Pacific Partnership (CPTPP) বা TPP11 কার্যকর হয়- ৩০ ডিসেম্বর ২০১৮।
  • ৬৯তম মিস ওয়ার্ল্ড প্রতিযােগিতায় ‘মিস ওয়ার্ল্ড’ নির্বাচিত হন- টনি-আন সিং।
  • সম্প্রতি যে দেশে ‘ইয়েলাে ভেস্ট’ আন্দোলনের সূত্রপাত হয়- ফ্রান্স।
  • ২০২০ সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ- নরওয়ে।
  • বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ- যুক্তরাষ্ট্র।
  • যে সকল গ্যাস গ্রিনহাউস প্রতিক্রিয়ার জন্য দায়ী তাদের বলে- গ্রিনহাউস গ্যাস।
  • বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের স্বাভাবিক পরিমাণ- ০.০৩ শতাংশ।

আরো পড়ুন : কারেন্ট অ্যাফেয়ার্স আগস্ট ২০২০ থেকে ৫০টি এমসিকিউ

  • বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়- ৫ জুন।
  • আন্তর্জাতিক জীববৈচিত্র্য দশক- ২০১১-২০২০।
  • গ্রিন ক্লাইমেট ফান্ড গঠিত হয়- ২০১০ সালে।
  • কিয়ােটো প্রটোকল স্বাক্ষরিত হয়- ১১ ডিসেম্বর ১৯৯৭।
  • আরব লীগ প্রতিষ্ঠিত হয়- ২২ মার্চ ১৯৪৫।
  • রােটারি ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠিত হয়- ২৩ ফেব্রুয়ারি ১৯০৫।
  • বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) প্রতিষ্ঠিত হয়- ৭ এপ্রিল ১৯৪৮।
  • সার্ক সাংস্কৃতিক কেন্দ্র অবস্থিত- কলম্বাে, শ্রীলংকা।
  • জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থার (UNESCO) সদর দপ্তর- প্যারিস, ফ্রান্স।
  • সিরডাপ (CIRDAP)-এর বর্তমান সদস্য- ১৫টি।

Related Post

Leave a Comment