কারাগারের রােজনামচা : বঙ্গবন্ধু রাজনীতির পাশাপাশি লেখালেখির চর্চাও করেছেন। মূলত কারাগারে বন্দিজীবনেই এগুলাে রচনা করেছেন। অক্টোবর সংখ্যায় বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী‘ গ্রন্থটির পরিচিতি ও তথ্যকণিকা দেওয়া হয়েছিল। তারই ধারাবাহিকতায় এবার উপস্থাপন করা হলাে কারাগারের রােজনামচা। গ্রন্থটি বঙ্গবন্ধুর কারাবাসের সময়ের ডায়েরি। ২০১৭ সালে বঙ্গবন্ধুর ৯৭তম জন্মবার্ষিকীতে গ্রন্থটি প্রকাশিত হয়।
বিষয়বস্তু
‘কারাগারের রােজনামচা’ গ্রন্থে বঙ্গবন্ধু তৎকালীন পাকিস্তানের রাজনীতি, ক্ষমতাসীন সরকারের অন্যায় কর্মকাণ্ড ও অন্যায় আচরণ, কারাগারে আওয়ামী লীগ নেতা-কর্মীদের দুঃখ-দুর্দশা, গণমাধ্যমের অবস্থা, শাসক গােষ্ঠীর নির্মম নির্যাতন, ৬ দফার আবেগকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা, ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতা, পিতৃ-মাতৃ ভক্তি, কারাগারে পাগলদের সুখ-দুঃখ, হাসি-কান্না লিপিবদ্ধ করেছেন। এছাড়া তার লেখায় জেলজীবন, জেল-যন্ত্রণা, কয়েদিদের অজানা কথা, অপরাধীদের কথা, কেন তারা এই অপরাধ জগতে পা দিয়েছিলাে এসবও উঠে এসেছে। পাশাপাশি কারাস্মৃতিতে শেখ মুজিবুর রহমানের প্রকৃতিপ্রেমও ধরা পড়েছে। গ্রন্থটিতে। কারাগারে বঙ্গবন্ধুর বই ও সংবাদপত্র পড়ার অভিজ্ঞতাও লিপিবদ্ধ হয়েছে।
কারাগারের রােজনামচা
- ইংরেজি সংস্করণ : Prison Diaries
- প্রচ্ছদ ও গ্রন্থ-নকশা : তারিক সুজাত।
- প্রচ্ছদে ব্যবহৃত পােট্রেট : রাসেল কান্তি দাশ
- প্রকাশক : বাংলা একাডেমি
- প্রথম প্রকাশ : ১৭ মার্চ ২০১৭
- গ্রন্থের নামকরণ : শেখ রেহানা।
- ভূমিকা রচয়িতা : শেখ হাসিনা।
- বিষয়বস্তুর সময়কাল : ১৯৬৬-১৯৬৮ সাল।
- বিদেশি ভাষায় অনুবাদ প্রকাশ : ৪টি ভাষায় ইংরেজি, অসমিয়া, নেপালি ও ফরাসি
- সর্বশেষ প্রকাশিত অনুবাদ : ফরাসি ভাষায় (১৭ জুন ২০২১)।
তথ্যকণিকা
প্রশ্ন : কারাগারের রােজনামচা’ বইটির গ্রন্থস্বত্ব কার?
উত্তর : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমােরিয়াল ট্রাস্ট।
প্রশ্ন : ভাষা আন্দোলনের জন্য বঙ্গবন্ধু প্রথম কবে গ্রেফতার হন?
উত্তর : ১১ মার্চ ১৯৪৮।
প্রশ্ন : বঙ্গবন্ধু ভুখা মিছিল বের করেন কোথায় এবং কবে?
উত্তর : ১৯৪৯ সালের ১৪ অক্টোবর আরমানিটোলা জনসভা শেষে।
প্রশ্ন : ১৯৫২ সালের ২৬ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু কোন জেল থেকে মুক্তি পান?
উত্তর : ফরিদপুর জেল।
প্রশ্ন : বঙ্গবন্ধু ঐতিহাসিক ৬ দফা দাবি কবে পেশ করেন?
উত্তর : ১৯৬৬ সালে, লাহােরে।
প্রশ্ন : বঙ্গবন্ধুর লেখা খাতাগুলাে প্রকাশ করার কাজ শুরু করেন কে?
উত্তর : ড. এনায়েতুর রহিম, শেখ হাসিনা ও বেবী মওদুদ।
প্রশ্ন : ‘কারাগারের রােজনামচা’ বইয়ে কত রকম জেলের কথা বলা হয়েছে?
উত্তর : ৩ রকম জেলের।
প্রশ্ন : জেলখানায় মানুষ, মানুষ থাকে না মেশিন হয়ে যায়।’—উক্তিটি কার?
উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের।
প্রশ্ন : কারাগারে অন্তরীণ অবস্থায় বঙ্গবন্ধু কতদিনে একটি চিঠি লিখতে পারতেন?
উত্তর : ৭ দিনে।
প্রশ্ন : বঙ্গবন্ধুকে ফরিদপুর জেলে কয়েদি হিসেবে কী কাজ দিয়েছিল?
উত্তর : সুতা কাটার কাজ।
প্রশ্ন : বঙ্গবন্ধু যে চোরের জীবনী নিয়ে পর্যালােচনা করেছেন তার নাম কী?
উত্তর : লুৎফর রহমান ওরফে লুদু।
প্রশ্ন : কারাগারের রােজনামচা’য় যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ কত বছর উল্লেখ করা হয়েছে?
উত্তর : ২০ বছর।
আরো কিছু প্রশ্নোত্তর পড়ুন…………
প্রশ্ন : ডিভিশন কয়েদিদের বঙ্গবন্ধু এককথায় কী বলে উল্লেখ করেছেন?
উত্তর : সুখী কয়েদি।
প্রশ্ন : বঙ্গবন্ধু কোন দেশকে পাকিস্তানের আপন মায়ের পেটের ভাই বলে উল্লেখ করেছেন?
উত্তর : ইন্দোনেশিয়া।
প্রশ্ন : ১৯৬৬ সালে ঢাকা জেলে থাকাকালীন বঙ্গবন্ধু কার গান শুনতেন?
উত্তর : ফণী বাবুর।
প্রশ্ন : কারাগারের রােজনামচা’তে বঙ্গবন্ধু কোন পত্রিকাকে পশ্চিমা শিল্পপতিদের মুখপাত্র বলে উল্লেখ করেছেন?
উত্তর : মর্নিং নিউজ।
প্রশ্ন : ১৯৬৬ সালে ইত্তেফাক পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তর : তফাজ্জল হােসেন মানিক।
প্রশ্ন : বঙ্গবন্ধু প্রথম মন্ত্রিত্ব লাভ করেন কত সালে?
উত্তর : ১৯৫৪ সালে।
প্রশ্ন : বঙ্গবন্ধু জেলে Solitary Confinemen বলতে কোন অবস্থা বুঝিয়েছেন?
উত্তর : একাকী বাস করতে বাধ্য করা।
প্রশ্ন : জেলখানায় বঙ্গবন্ধু সবচেয়ে বেশি কষ্ট কখন পেতেন?
উত্তর : বৃদ্ধ পিতা-মাতার কথা মনে পড়লে ।
প্রশ্ন : ১৯৬৮ সালে বঙ্গবন্ধু কোন সেনানিবাসে আটক ছিলেন?
উত্তর : ঢাকা সেনানিবাস।
প্রশ্ন : কারাগারের রােজনামচা’ বইয়ের মূল পাণ্ডুলিপির ৩য় খণ্ড যে খাতায় লেখা হয়েছিল তা কত পৃষ্ঠার ছিল?
উত্তর : ৩২০ পৃষ্ঠা।
প্রশ্ন : বঙ্গবন্ধু ১৯৬৬ সালে গ্রেফতার হওয়ার পর কত মাস একাকী ছিলেন?
উত্তর : ১৭ মাস।
প্রশ্ন : বঙ্গবন্ধু পূর্ব বাংলার মাটির মানুষ’ এবং পূর্ব বাংলার মনের মানুষ’ বলে কাকে অভিহিত করেছেন?
উত্তর : শেরে বাংলা এ. কে. ফজলুল হক ।