বিশ্বজুড়ে বিচিত্র মন্ত্রণালয়

ইউক্রেনের পূর্বাঞ্চলে দেশটির বাহিনীর সঙ্গে রুশ বাহিনীর তীব্র লড়াই চলছে। এরই মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভ সফর করেছেন ইউরােপের চার দেশের সরকারপ্রধান ট্রেনে করে গত ১৬ জুন ২০২২ তাঁরা কিয়েভে পৌছান।

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখো, জার্মানির চ্যান্সেলর ওলাফ শলঞ্জ, ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি ও রােমানিয়ার প্রেসিডেন্ট ক্লাউস ইয়ােহানিস সফরে গিয়ে বলেন, ইউক্রেনের প্রতি সংহতি জানাতেই তাঁরা কিয়েভে এসেছেন।

যুক্তরাষ্ট্র ইউক্রেনকে আরও অস্ত্রসহায়তা দেওয়ার ঘােষণার পরপরই তারা এ সফর করলেন। কিয়েভের প্রেসিডেন্ট প্রাসাদে জেলেনস্কির সঙ্গে বৈঠকের আগে ইউরােপের চার দেশের নেতারা যুদ্ধবিধ্বস্ত ইরপিন শহর পরিদর্শনে যান।

প্রসঙ্গত, রাশিয়ার হামলার ঝুঁকির মধ্যেই গত মার্চে কিয়েভ সফরে যান ইউরােপের পােল্যান্ড, স্লোভেনিয়া ও চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রীরা। পরে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের শীর্ষ কূটনীতিকেরা কিয়েভে গিয়ে ইউক্রেনের জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

Related Post

Leave a Comment