কৃষিজমিতে সার ও কীটনাশক ছিটানাের কাজে ড্রোন তৈরি করেন দিনাজপুরের সবুজ সরদার (১৮) নামের এক তরুণ। রিমােট কন্ট্রোল ব্যবস্থার সাহায্যে এবং জিপিএসের মাধ্যমে দূর থেকেই নিয়ন্ত্রণ করা যায় ড্রোনটি। সবুজ এর নাম দেন ‘কিষানি ড্রোন’।
শুধু কৃষিকাজ নয়, এই ড্রোনের মাধ্যমে পুকুর বা জলাশয়ে মাছের খাবার, খােল ছড়ানাে যাবে। স্প্রে করা যাবে আম, লিচুসহ যেকোনাে ফলমূলের বাগান ও সবজি খেতে। ড্রোনটির ধারণক্ষমতা দুই লিটার। একবার চার্জ করলে ড্রোনটি ৩০ মিনিট উড়তে পারে।
এই ড্রোন তৈরিতে খরচ হয়েছে প্রায় ৫,০০০ টাকা। আরও ৪০-৫০,০০০ টাকা যােগ করলে ২০-২৫ লিটার তরল পদার্থ নিয়ে উড়তে এবং স্প্রে করতে পারবে ড্রোনটি। চলবে কয়েক ঘণ্টা। ড্রোনটি দিয়ে একই সঙ্গে ঘণ্টায় ১০ এ জমিতে কীটনাশক স্প্রে করা সম্ভব।