১৯৯৭ সালের ১ জুলাই যুক্তরাজ্যের কাছ থেকে হংকংয়ের নিয়ন্ত্রণ পায় চীন। ১ জুলাই ২০২২ যুক্তরাজ্য থেকে চীনের কাছে হংকংয়ের নিয়ন্ত্রণ হস্তান্তরের ২৫তম বার্ষিকী পালিত হয়েছে।
দিনটি উদ্যাপন উপলক্ষে ৩০ জুন ২০২২ হংকং সফরে যান চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। হংকংয়ের আঞ্চলিক শাসক জন লির শপথ অনুষ্ঠানে যােগ দেন তিনি।
এ সময় সি চিন পিং বলেন, হংকং শাসনের ক্ষেত্রে যে ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতি অনুসরণ করা হয়ে থাকে, তা বজায় থাকবে। এ ধরনের ভালাে ব্যবস্থা পাল্টানাের কোনাে কারণ নেই। এটি দীর্ঘ মেয়াদে বজায় রাখতে হবে।