আমাদের সকল পোস্ট ও ভিডিও হোয়াটসঅ্যাপে পেতে ফলো করুন :

Click Here
আন্তর্জাতিক বিষয়াবলী

জাতিসংঘ প্রতিষ্ঠার পথপরিক্রমা

জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ১৯৪৫ সালের ২৪ অক্টোবর। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন লন্ডন ঘােষণা থেকে শুরু করে অনেকগুলাে বৈঠক-সম্মেলনের মধ্য দিয়ে জন্ম হয়েছে এর।

লন্ডন ঘােষণা : জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ এই লন্ডন ঘােষণা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের একপর্যায়ে। জার্মানি ব্রিটেনকে আক্রমণ করে। এর পরিপ্রেক্ষিতে ইউরােপের ৯টি প্রবাসী সরকার অভিন্ন উদ্দেশ্যে একটি ঘােষণায় স্বাক্ষর করে। উদ্দেশ্য- বিশ্বে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা। সময়- ১৯৪১ সালের ১২ জুন। স্থান- লন্ডনের জেমস প্রাসাদ।

আটলান্টিক সনদ : সময়টা ওই একই বছর। তথা ১৯৪১ সালের ১৪ আগস্ট। আটলান্টিক মহাসাগরে ব্রিটিশ নৌতরি প্রিন্সেস অব ওয়েলসে বৈঠকে মিলিত হন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী উইন্সটন চার্চিল। তারা বিশ্বশান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে একটি ঘােষণা দেন, যা ‘আটলান্টিক সনদ’ নামে অভিহিত হয়। মূলনীতি ছিল ৮টি।

ওয়াশিংটন ডিসি সম্মেলন : ১ জানুয়ারি ১৯৪২ সালে ওয়াশিংটনে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন জাতিসংঘের মূল উদ্যোক্তা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সােভিয়েত ইউনিয়ন ও চীনের নেতারা। বৈঠকে আটলান্টিক সনদের প্রাসঙ্গিকতা ও কার্যকারিতা ব্যাখ্যা করা হয়। নেতারা United Nations Declaration তথা জাতিসংঘ ঘােষণায় স্বাক্ষর করেন। এটিকে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ। ঘােষণা’ হিসেবে অভিহিত করা হয়।

মস্কো সম্মেলন : সময়টা ১৯-৩০ অক্টোবর, ১৯৪৩ সাল। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সাবেক সােভিয়েত ইউনিয়ন ও চীনের পররাষ্ট্রমন্ত্রীরা মস্কোতে মিলিত হন। এবং জাতিসংঘ প্রতিষ্ঠার ব্যাপারে ৭ দফাবিশিষ্ট একটি যৌথ ইশতেহার প্রকাশ করেন।

তেহরান সম্মেলন : ১৯৪৩ সালে ইরানের রাজধানী তেহরানে মিত্রবাহিনীর নেতারা সম্মেলনে অংশগ্রহণ করেন। এর কোড নেম ছিল-ইউরেকা।

আন্তর্জাতিক বিষয়াবলী থেকে আরো পড়ুন :

ভার্জিনিয়া সম্মেলন : জাতিসংঘ প্রতিষ্ঠার পদক্ষেপ হিসেবে ১৯৪৩ সালের জুন মাসে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় অনুষ্ঠিত হয় এই সম্মেলন। সম্মেলনের ফল হিসেবে ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয় খাদ্য ও কৃষি। সংস্থা (FAO)।

কাসাব্লাঙ্কা সম্মেলন : ১৯৪৩ সালের ১৪-২৪ জানুয়ারি মরক্কোর কাসাব্লাঙ্কা শহরে অবস্থিত আনফা হােটেলে অনুষ্ঠিত হয় সম্মেলনটি। এর কোড নেম ছিল-SYMBOL.

ব্রেটন উডস সম্মেলন : যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডসে অনুষ্ঠিত হয় এটি। সময়-জুলাই ১৯৪৪ সাল। এতে আইএমএফ, আইবিআরডি (বিশ্বব্যাংক) ও গ্যাট গঠনের সিদ্ধান্ত। গৃহীত হয়।

ডাম্বারটন ওকস সম্মেলন : ১৯৪৪ সালে ওয়াশিংটনের ডাম্বারটন ওকস ভবনে অনুষ্ঠিত এই সম্মেলনে United Nations Declarationটি United Nations Organization- এ রূপান্তরিত হয়। জাতিসংঘের রূপরেখা, নিরাপত্তা পরিষদ গঠন ও ৫টি স্থায়ী সদস্য নির্ধারণ করা হয়।

ইয়াল্টা সম্মেলন : ১৯৪৫ সালে ক্রিমিয়ার ইয়াল্টায় অনুষ্ঠিত এই সম্মেলনে ৫টি স্থায়ী সদস্যদেশকে ‘ভেটো ক্ষমতা প্রদান করা হয়।

সান ফ্রান্সিসকো সম্মেলন : ১৯৪৫ সালের ২৫ এপ্রিল থেকে ২৬ জুন পর্যন্ত অনুষ্ঠিত হয় এই সম্মেলন। ২৬ জুন ৫০টি দেশের প্রতিনিধিরা জাতিসংঘ সনদে স্বাক্ষর করেন। ১৫ অক্টোবর ৫১তম দেশ হিসেবে স্বাক্ষর করে পােল্যান্ড। ২৪ অক্টোবর ১৯৪৫ সালে এ সনদ কার্যকর হয়।

জাতিসংঘের অঙ্গসংগঠন সনদ অনুযায়ী, জাতিসংঘের মূল অঙ্গসংগঠন ৬টি।

  • সাধারণ পরিষদ (General Assembly) : প্রথম অধিবেশন- ১০ জানুয়ারি ১৯৪৬, সদর দপ্তর- নিউইয়র্ক।
  • নিরাপত্তা পরিষদ (Security Council) : সদস্য- ১৫টি দেশ (স্থায়ী ৫ ও অস্থায়ী ১০)। সদর দপ্তর- জাতিসংঘের কনফারেন্স বিল্ডিং, নিউইয়র্ক।
  • অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (Economic and Social Council) : সদস্য-৫৪ সদর দপ্তর-জাতিসংঘের কনফারেন্স বিল্ডিং, নিউইয়র্ক।
  • সচিবালয় (Secretariat) : সংস্থাপ্রধান- মহাসচিব। সদর দপ্তর- নিউইয়র্ক।
  • অছি পরিষদ (Trusteeship Council) : ১৯৯৪ সালে এর কার্যক্রম স্থগিত হয়ে যায়।
  • আন্তর্জাতিক আদালত (International Court of Justice) : বিচারক-১৫ জন। সদর দপ্তর- হেগ (নেদারল্যান্ডস)

জাতিসংঘ সংক্রান্ত প্রশ্নোত্তর

প্রশ্ন : জাতিসংঘ দিবস কবে?
উত্তর : ২৪ অক্টোবর।

প্রশ্ন : জাতিসংঘের মূলমন্ত্র (Motto) কী?
উত্তর : এ পৃথিবী আপনার।

প্রশ্ন : জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ কোনটি?
উত্তর : লন্ডন ঘােষণা।

প্রশ্ন : কোন সম্মেলনের মাধ্যমে জাতিসংঘ ঘােষণা স্বাক্ষরিত হয়?
উত্তর : ওয়াশিংটন ডিসি সম্মেলন।

প্রশ্ন : ১৯৪৩ সালে অনুষ্ঠিত ‘তেহরান সম্মেলন’-এর সাংকেতিক নাম কী ছিল?
উত্তর : ইউরেকা।

প্রশ্ন : কোন সম্মেলনে ৫টি স্থায়ী সদস্যরাষ্ট্রকে ‘ভেটো ক্ষমতা প্রদান করা হয়?
উত্তর : ইয়াল্টা সম্মেলন।

প্রশ্ন : জাতিসংঘ গঠনের প্রথম পদক্ষেপ হিসেবে লন্ডন ঘােষণা করা হয় কবে?
উত্তর : ১২ জুন ১৯৪১

প্রশ্ন : জাতিসংঘ নামকরণ করা হয় কত সালে?
উত্তর : ১৯৪৪ সালে (ডাম্বারটন ওকস সম্মেলনে)

প্রশ্ন : জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় কত তারিখে?
উত্তর : ২৬ জুন ১৯৪৫

প্রশ্ন : জাতিসংঘ সনদ কার্যকর হয় কবে?
উত্তর : ২৪ অক্টোবর ১৯৪৫

প্রশ্ন : জাতিসংঘ সনদে ৫১তম দেশ হিসেবে পােল্যান্ড স্বাক্ষর করে কবে?
উত্তর : ১৫ অক্টোবর ১৯৪৫

প্রশ্ন : জাতিসংঘ সনদের ধারা কয়টি?
উত্তর : ১১১টি

প্রশ্ন : জাতিসংঘের প্রস্তাবক কে ছিলেন?
উত্তর : ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট।

প্রশ্ন : ১৯৬৫ সালের আগপর্যন্ত নিরাপত্তা পরিষদের সদস্যরাষ্ট্র কয়টি ছিল?
উত্তর : ১১টি (৫টি স্থায়ী ও ৬টি অস্থায়ী)।

প্রশ্ন : নিরাপত্তা পরিষদের সদস্যরাষ্ট্র কয়টি?
উত্তর : ১৫টি

প্রশ্ন : জাতিসংঘের কোন পরিষদকে স্বস্তি পরিষদ বলা হয়?
উত্তর : নিরাপত্তা পরিষদ।

প্রশ্ন : জাতিসংঘের মূল অঙ্গসংস্থা কয়টি?
উত্তর : ৬টি।

প্রশ্ন : জাতিসংঘের বর্তমান সদস্যরাষ্ট্রের সংখ্যা কত?
উত্তর : ১৯৩টি।

প্রশ্ন : জাতিসংঘের কতজন মহাসচিব এ পর্যন্ত এশিয়া থেকে নির্বাচিত হয়েছেন?
উত্তর : দুজন।

প্রশ্ন : জাতিসংঘের মহাসচিবদের মধ্যে কতজন নােবেল শান্তি পুরস্কার লাভ করেন?
উত্তর : দুজন।

প্রশ্ন : জাতিসংঘের সদর দপ্তরের স্থপতি কে?
উত্তর : ডব্লিউ হ্যারিসন।

প্রশ্ন : সাধারণ পরিষদের অধিবেশনে প্রতিটি দেশ প্রতিনিধি পাঠাতে পারে সর্বোচ্চ কতজন?
উত্তর : ৫ জন

প্রশ্ন : জাতিসংঘের প্রথম এশীয় মহাসচিব কে ছিলেন?
উত্তর : উ-থান্ট (মিয়ানমার)।

প্রশ্ন : প্রতিষ্ঠাকালীন জাতিসংঘের সদস্য ছিল কয়টি?
উত্তর : ৫১টি।

প্রশ্ন : নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয় কত বছরের জন্য?
উত্তর : দুই বছর।

প্রশ্ন : জাতিসংঘের সর্বশেষ সদস্যরাষ্ট্র কোনটি?
উত্তর : দক্ষিণ সুদান (১৯৩তম)।

প্রশ্ন : জাতিসংঘ সনদের রচয়িতা কে?
উত্তর : আর্চিবাল্ড ম্যাকলেইশ

প্রশ্ন : লাতিন শব্দ Veto’-এর অর্থ কী?
উত্তর : আমি এটা মানি না

প্রশ্ন : জাতিসংঘের ইউরােপীয় সদর দপ্তর কোথায়?
উত্তর : জেনেভা (সুইজারল্যান্ড)।

প্রশ্ন : জাতিসংঘ সচিবালয়ের প্রধানকে কী বলা হয়?
উত্তর : সেক্রেটারি জেনারেল বা মহাসচিব

প্রশ্ন : জাতিসংঘ মহাসচিব নিযুক্ত হন কোন পরিষদের সুপারিশক্রমে?
উত্তর : নিরাপত্তা পরিষদের ।

প্রশ্ন : জাতিসংঘের মহাসচিবের মেয়াদকাল কত?
উত্তর : ৫ বছর।

প্রশ্ন : কোন পরিষদের সুপারিশক্রমে জাতিসংঘে : নতুন সদস্য গ্রহণ করা হয়?
উত্তর : নিরাপত্তা পরিষদের

প্রশ্ন : জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস কোন দেশের নাগরিক?
উত্তর : পর্তুগাল

প্রশ্ন : জাতিসংঘের ছয়টি দাপ্তরিক ভাষা কী কী?
উত্তর : আরবি, চীনা, ইংরেজি, ফরাসি, রুশ ও স্পেনিশ।

প্রশ্ন : কোন পাঁচটি রাষ্ট্র জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য?
উত্তর : যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন ও রাশিয়া

প্রশ্ন : জাতিসংঘ শান্তিরক্ষী দিবস কবে?
উত্তর : ২৯ মে

প্রশ্ন : জাতিসংঘের দাপ্তরিক ভাষা কয়টি?
উত্তর : ৬টি

প্রশ্ন : জাতিসংঘের কার্যকর ভাষা কয়টি?
উত্তর : দুটি (ইংরেজি ও ফরাসি)।

প্রশ্ন : জাতিসংঘের সদর দপ্তর কোথায়?
উত্তর : নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।

প্রশ্ন : জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতির মেয়াদকাল কত?
উত্তর : ১ মাস।

প্রশ্ন : জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর কার্যক্রম শুরু হয় কবে?
উত্তর : ১৯৪৮ সালে।

প্রশ্ন : জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন?
উত্তর : ট্রিগভেলি (নরওয়ে)

প্রশ্ন : আন্তোনিও গুতেরেস জাতিসংঘের কততম মহাসচিব?
উত্তর : নবম

প্রশ্ন : জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন বসে কখন?
উত্তর : প্রতিবছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার

প্রশ্ন : জাতিসংঘ বিশ্ববিদ্যালয় অবস্থিত কোথায়?
উত্তর : টোকিও, জাপান।

প্রশ্ন : জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় অবস্থিত কোথায়?
উত্তর : সানজোসে, কোস্টারিকা

প্রশ্ন : জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী কবে নােবেল পুরস্কার লাভ করে?
উত্তর : ১৯৮৮ সালে।

প্রশ্ন : জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় কোন সম্মেলনে?
উত্তর : সান ফ্রান্সিসকো সম্মেলন।

Md. Mahabub Alam

I am a committed educator, blogger and YouTuber and I am striving to achieve extraordinary success in my chosen field. After completing Masters in Anthropology from Jagannath University, I am working as Chief Accounts Officer in a national newspaper of the country. I really want your prayers and love.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button