বুলেট আকৃতির স্মৃতিস্তম্ভ হবিগঞ্জের তেলিয়াপাড়া চাবাগান হবিগঞ্জ জেলা শহর থেকে ৩৫ কিলােমিটার দূরে অবস্থিত এই স্থান। জেলার মাধবপুর উপজেলার মধ্যে পড়েছে এটি। এই বাগানের বাংলােতেই অনুষ্ঠিত হয়েছিল ৪ এপ্রিল ১৯৭১ সালের ঐতিহাসিক বৈঠক।
পুরাে দেশকে ১১টি সেক্টরে ভাগ করা, এস ফোর্স, কে ফোর্স ও জেড ফোর্স গঠন করা, স্বাধীনতাযুদ্ধের নকশা প্রণয়ন এবং যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার শপথ, সম্মুখসমরের পাশাপাশি একটি রাজনৈতিক সরকার গঠনের ওপর গুরুত্বারােপ, মহান মুক্তিযুদ্ধের জন্য অতি গুরুত্বপূর্ণ পরিকল্পনা ও সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তেলিয়াপাড়া চা-বাগানে।
বৈঠকে অংশ নেন ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ২৭ জন সেনা কর্মকর্তা। ঐতিহাসিক ওই বৈঠকে নেতৃত্ব দিয়েছিলেন মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল মুহাম্মদ আতাউল গণি ওসমানী (এম এ জি ওসমানী)।