ধর্ম ও অধর্ম বলে দুটি কথা আছে। ধর্ম মানুষকে সঠিক পথে এবং অধর্ম মানুষকে বিপথে পরিচালিত করে। সৎ ও পুণ্যকর্ম যত গােপনেই করা হােক না কেন, এক সময় তা জনসাধারণের গােচরীভূত হয়। দ্রুপ পাপকর্ম অতি গােপনীয়ভাবে করা হলেও তা লােকসমাজে জানাজানি হয়ে যায়। কথায় বলে, সত্য কোনােদিন গােপন থাকে না। ধর্ম মেনে চললে স্বার্থত্যাগ করে পরার্থে নিজেকে ব্যাপৃত রাখতে হয়। কিন্তু স্বার্থপরেরা ধর্মকে চাপা দিয়ে স্বার্থান্বেষী হয়ে বিপথে পরিচালিত হয়। কিন্তু সত্যকে চাপা দিয়ে কোনাে অসত্যই প্রতিষ্ঠিত হয় না, কপটাচারীর মুখােশ একদিন খসে পড়বেই। কারণ, যা সত্যতা কোনাে আবরণ দিয়ে ঢেকে রাখা যায় না। যা ন্যায় এবং সত্য তা অন্যায় বা অসত্যকে দূরে ঠেলে দিয়ে দিবালােকের মতই উদ্ভাসিত হয়ে উঠবে। একটা সত্যকে চাপা দিতে হলে বহু মিথ্যার আশ্রয় নিতে হয়। তাই সত্যের জয় অবশ্যম্ভাবী, তা মিথ্যার জাল ছিন্ন করে প্রকাশ পাবেই। তাই সৎ ও মহৎ কাজ ঢাক-ঢােল বাজিয়ে না করলেও প্রকৃতি তার আপন নিয়মে সকলের নিকট উন্মােচন করে এবং প্রশংসা কুড়িয়ে থাকে।
এই বিভাগের আরো ভাবসম্প্রসারণ :
Leave a Comment