বিশ্বজুড়ে বিচিত্র মন্ত্রণালয়

নভেল করােনাভাইরাস হলাে করােনাভাইরাসের এক নতুন প্রজাতি। ৩১ ডিসেম্বর ২০১৯ প্রথম চীনের হুবেই প্রদেশের বন্দরনগরী উহানে শনাক্ত হয় মহামারি করােনাভাইরাস।

তখন থেকেই রােগটির নাম করা হয়েছিল করােনাভাইরাস রােগ ২০১৯ (কোভিড ১৯)। করােনা থেকে ‘কো’, ভাইরাস থেকে ‘ভি’, এবং ‘ডিজিজ’ বা ‘রােগ’ থেকে ‘ডি’ নিয়ে এর সংক্ষিপ্ত নামকরণ করা হয়।

শুরুতে এই রােগকে ‘২০১৯ নভেল করােনাভাইরাস’ বা ‘২০১৯-এনসিওভি’ বলা হতাে।

Related Post

Leave a Comment