পৌরবিজ্ঞানে অধিকার শব্দটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়। রাষ্ট্রের সদস্য হিসেবে মানুষ যেসব সুযােগ সুবিধা ভােগ করে তাই অধিকার। এ অধিকার ব্যক্তির ও সমাজের কল্যাণের জন্য অপরিহার্য।
রাষ্ট্রের দেওয়া এবং রাষ্ট্রের সাহায্যে ও সমর্থনে নাগরিক এ অধিকার ভােগ করে। অন্য কেউ নাগরিকের অধিকার হস্তক্ষেপ করলে রাষ্ট্র শারি ব্যবস্থা করে।
তাহলে বলা যায়, অধিকার বলতে রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এমন কতগুলাে মৌলিক সুযােগ সুবিধা বুঝায়, যার সাহায্যে ব্যক্তি তার ব্যক্তিত্বের বিকাশ ও সমাজের কল্যাণ সাধন করে।
অধিকার কি, এ প্রসঙ্গে লাস্কির একটি সংজ্ঞা উল্লেখ করা যায়। তাঁর মতে, “অধিকার হচ্ছে সমাজ জীবনের সে সকল সুযােগ সুবিধা যা ব্যতীত ব্যক্তি তার ব্যক্তিত্বের বিকাশ সাধনে সক্ষম হয় না।”