বিশ্বজুড়ে বিচিত্র মন্ত্রণালয়

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের পরিপ্রেক্ষিতে সম্পূর্ণ বদলে যাওয়া এক পরিস্থিতিতে ২০২২ সালের ২৮ থেকে ৩০ জুন স্পেনের মাদ্রিদে তিন দিনব্যাপী বিশ্বের সবচেয়ে বড় সামরিক জোট ন্যাটোর সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে ন্যাটোর স্ট্র্যাটেজিক কনসেপ্ট’ ঘােষণা করা হয়। ঘােষিত কনসেপ্ট অনুযায়ী, ন্যাটোর সেনাসংখ্যা। ৪০ হাজার থেকে বাড়িয়ে ৩ লাখ করার সিদ্ধান্ত হয়।

এ ছাড়া বাল্টিক সাগর অঞ্চল ও পােল্যান্ডে ভারী অস্ত্র সরবরাহ করার সিদ্ধান্ত নেওয়া হয়। ন্যাটো সম্মেলনে ইউক্রেন যুদ্ধ যত দিন চলবে, তত দিন তাকে সাহায্য করারও সিদ্ধান্ত নেওয়া হয়।

সামরিক সাহায্যের পাশাপাশি চিকিৎসাসংক্রান্ত ও মানবিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে সামরিক জোটটি। ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারেও কিয়েভকে আশ্বাস দিয়েছে ন্যাটো।

সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফিনল্যান্ড ও সুইডেনকে ন্যাটোয় যােগ দেওয়ার আহ্বান জানানাে হয়েছে। ফলে ন্যাটোর ৫ নম্বর ধারায় যুক্ত হবে দেশ দুটি। প্রসঙ্গত, প্রথমবারের মতাে অতিথি হিসেবে ন্যাটো সম্মেলনে যােগ দেয় জাপান, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও নিউজিল্যান্ড।

Related Post

Leave a Comment