ন্যানাে (Nano) শব্দটি গ্রিক Nanos শব্দ থেকে এসেছে, যার আভিধানিক অর্থ Dwarf (বামন বা জাদুকরি ক্ষমতাসম্পন্ন ক্ষুদ্রাকৃতির প্রাণী), কিন্তু এটি পরিমাপের একক হিসেবে ব্যবহৃত হচ্ছে।
পরিভাষায় পারমাণবিক বা আণবিক স্কেলে অতিক্ষুদ্র ডিভাইস তৈরি করার জন্য ধাতব বস্তুকে সুনিপুণভাবে কাজে লাগানাের বিজ্ঞানকে ন্যানাে টেকনােলজি (Nanotechnology) বলে।
ন্যানােমিটার স্কেলে পরিবর্তন, পরিবর্ধন, ধ্বংস বা সৃষ্টি-সম্পর্কিত টেকনােলজিকেইন্যানােটেকনােলজি বলে। ১ মিটারের ১০০ কোটি ভাগের ১ ভাগ তথা ১০-৯ মিটারকে এক ন্যানােমিটার বলে। অর্থাৎ 1 nm = 10-9 m৷
সুতরাং আমরা বলতে পারি, ন্যানােমিটার (1 থেকে 100 ন্যানােমিটার) স্কেলে যেসব টেকনােলজিসম্পর্কিত, সেগুলােই হলাে ন্যানােটেকনােলজি।