বর্তমানে বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ পানি সংকটে ভুগছে। পানি সংকটের প্রধান তিনটি কারণ— অতীতের তুলনায় বৃষ্টিপাতের পরিমাণ কমে যাওয়া, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া এবং মৃদু পানির উৎসগুলাে হাস পাওয়া।
ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ার জন্য দায়ী পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি, সবুজ বনায়ন ধ্বংস, খরা, শিল্পকারখানার ব্যাপকভাবে বিস্তার লাভ, অধিক নগরায়ণ এবং অপরিকল্পিতভাবে নদীর গতিপথ পরিবর্তন ইত্যাদি। এছাড়া আমাদের যথেচ্ছ ব্যবহার ও অপচয়ের কারণে পানি সংকট তীব্র থেকে তীব্রতর হচ্ছে।
পানি সংকটের কারণে কৃষিকাজে বিঘ্ন ঘটছে এবং ফসল উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে। জাতিসংঘের পানি উন্নয়নবিষয়ক প্রতিবেদন অনুযায়ী, ২০১৮ সালে বিশ্বের প্রায় ৩৫০ কোটি মানুষ অন্তত এক মাস পানি সংকটে ভুগেছে। ২০৫০ সাল নাগাদ বিশ্বের ৫০০ কোটি মানুষ পানিসংকটে ভুগতে পারে। পৃথিবীতে ক্রমবর্ধমান জনসংখ্যা এবং কৃষি-শিল্প-অবকাঠামাের উন্নয়নসহ নিত্যব্যবহারের জন্য পানির চাহিদা দিন দিন বেড়েই চলেছে।
কনসালটেটিভ গ্রুপ অন ইন্টারন্যাশনাল এগ্রিকালচারাল রিসার্চ পানি সংকটের মুখে রয়েছে এমন কয়েকটি দেশের তালিকা করেছে। তালিকার প্রথমদিকে রয়েছে। উত্তর আফ্রিকা, মধ্যপ্রাচ্য, ভারত, সেন্ট্রাল এশিয়া, চীন, চিলি, কলম্বিয়া, দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া।
ভারতের বেশ কয়েকটি রাজ্য তীব্র পানি সংকটে রয়েছে। এছাড়া বাংলাদেশেও পানি সংকট রয়েছে। জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল মরিস স্ট্রং ব্রাজিলে অনুষ্ঠিত এক বিশ্ব সম্মেলনে পানি সংকটের কথা ব্যক্ত করে বলেন, একুশ শতকে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যায়, তবে তার প্রধান ইস্যু হবে পানি। পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে অবস্থিত নদীগুলাের পানি বণ্টন নিয়ে ইতােমধ্যে বিভিন্ন দেশের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে।
Leave a Comment