প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতির জন্য সাধারণ বিজ্ঞান থেকে প্রশ্নোত্তর
প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতির জন্য সাধারণ বিজ্ঞান থেকে প্রশ্নোত্তর নিচে দেওয়া হলো। আশা করি সাধারণ বিজ্ঞান থেকে প্রশ্নোত্তর গুলো আপনাদের উপকারে আসবে।
প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতির জন্য সাধারণ বিজ্ঞান থেকে প্রশ্নোত্তর
প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতির জন্য সাধারণ বিজ্ঞান থেকে প্রশ্নোত্তরগুলো পড়ে নিন
প্রশ্ন : রঙিন টেলিভিশন থেকে যে ক্ষতিকর রশ্মি বের হয়
উত্তর : রঞ্জন রশ্মি।
প্রশ্ন : একজন মাঝি নৌকা চালানাের সময় প্রয়ােগ করেন
উত্তর : নিউটনের গতির তৃতীয় সূত্র।
প্রশ্ন : ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র
উত্তর : সিসমােগ্রাফ।
প্রশ্ন : পৃথিবীর শক্তির মূল উৎস
উত্তর : সূর্য।
প্রশ্ন : একটি বায়ুশূন্য স্থানে একটি পালক ও একটি লােহার বল একত্রে ছেড়ে দিলে
উত্তর : উভয়টিই একসাথে পড়বে।
প্রশ্ন : ইঞ্জিনের উত্তাপ কম রাখার যন্ত্র
উত্তর : রেডিয়েটর।
প্রশ্ন : তারকাসমূহের তাপমাত্রা নির্ণয়ে ব্যবহৃত হয়
উত্তর : পাইরােমিটার।
প্রশ্ন : দৃশ্যমান আলাের মধ্যে তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম
উত্তর : বেগুনি আলাের।
প্রশ্ন : স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব
উত্তর : 25 cm।
প্রশ্ন : বৈদ্যুতিক আবেশ দ্বারা চার্জ উৎপাদনের আধুনিক যন্ত্রের নাম
উত্তর : ভ্যান ডি গ্রাফ।
প্রশ্ন : তড়িৎ চৌম্বক আবেশের আবিষ্কার করেন
উত্তর : মাইকেল ফ্যারাডে।
প্রশ্ন : ব্ল্যাকবক্স যন্ত্রটি ব্যবহার করা হয়
উত্তর : বিমানে।
প্রশ্ন : স্বর্ণের বিশুদ্ধতা প্রকাশ করা হয়
উত্তর : সূক্ষ্মতা বা ক্যারেট দিয়ে।
প্রশ্ন : মানুষের রক্তের pH
উত্তর : ৭.৪।
প্রশ্ন : ফলমূলের পচন রােধে ব্যবহৃত হয়
উত্তর : SO2।