প্রাচীন সভ্যতা সম্পর্কিত বিগত পরীক্ষায় আসা প্রশ্নাবলি নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য লেখাটি গুরুত্বপূর্ণ হবে। বিবর্তনের মধ্য দিয়ে প্রাচীন থেকে আধুনিক সভ্যতার উত্থান। মহাকালের একেকটি যুগ ইতিহাসের নতুন ভিত্তি সৃষ্টি করে। প্রাচীন সভ্যতা সম্পর্কিত বিগত পরীক্ষায় আসা প্রশ্নাবলি নিয়ে আমাদের আজকের আয়ােজন।
প্রাচীন সভ্যতা সম্পর্কিত বিগত পরীক্ষায় আসা প্রশ্নাবলি
প্রশ্ন : মানব সভ্যতার বিবর্তন ধারাকে কয়টি যুগে ভাগ করা হয়েছে?
উত্তর : ৩টি।
প্রশ্ন : প্রাচীন প্রস্তুর যুগ শুরু হয়েছিল?
উত্তর : ৫ লক্ষ বছর পূর্বে।
প্রশ্ন : কী দিয়ে মানব সভ্যতা শুরু হয়?
উত্তর : আগুনের ব্যবহার।
প্রশ্ন : সভ্যতার পরিমাণ করা যায়
উত্তর : কলাকৌশলের প্রয়ােগ দেখে।
প্রশ্ন : প্রাচীন সভ্যতাগুলাে গড়ে উঠার ক্ষেত্রে সর্বাধিক ভূমিকা রেখেছিল—
প্রশ্ন : ১৯৭৪ সালে
প্রশ্ন : ১৯৭৪ সালে কোন দেশে প্রায় সম্পূর্ণ ‘অস্ট্রালােপিতিসিন্স লুসি’র কঙ্কাল আবিষ্কৃত হয়?
উত্তর : ইথিওপিয়া।
আরো পড়ুন : পদ্মা সেতু সম্পর্কিত গুরুত্বপূর্ণ যত তথ্য
প্রশ্ন : মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার শেখে?
উত্তর : তামা।
প্রশ্ন : আধুনিক সভ্যতার ভিত্তি কোনটি?
উত্তর : লৌহ।
প্রশ্ন : কোথায় প্রথম লােহা আবিষ্কৃত হয়?
উত্তর : এশিয়া মাইনর।
প্রশ্ন : মানব সভ্যতা রু হয় কী থেকে?
উত্তর : কৃষি থেকে।
প্রশ্ন : মেসােপটেমীয় সভ্যতা গড়ে উঠেছিল কোথায়?
উত্তর : ট্রাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে।
প্রশ্ন : বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায়।
উত্তর : মেসােপটেমিয়ায়।
প্রশ্ন : ‘মেসােপটেমিয়া এলাকার বেশির ভাগ বর্তমানে কোন দেশে?
উত্তর : ইরাক।
প্রশ্ন : ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত?
উত্তর : ইরাক।
প্রশ্ন : আধুনিক তুরস্ক, সিরিয়া, ইরান, ইরাক ও কুয়েত ইত্যাদি রাষ্ট্রগুলাে প্রাচীন কোন সভ্যতার অংশ?
উত্তর : মেসােপটেমিয়ান সভ্যতা।
প্রশ্ন : বাইজেনটাইন (Byzantine) সাম্রাজ্যের রাজধানী ছিল কোন নগরী?
উত্তর : কনস্টান্টিনােপল।
প্রশ্ন : ‘জুলিয়াস সীজার’ কেন বিখ্যাত?
উত্তর : রােমান সম্রাট হিসেবে।
প্রশ্ন : কবে ফরাসি বিপ্লব সংঘটিত হয়?
উত্তর : ১৭৮৯।
প্রশ্ন : ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায়?
উত্তর : তুরস্কে।
আরো পড়ুন : প্রাথমিক বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
প্রশ্ন : ১৭২৫ সালে বিশ্বের প্রাচীনতম রেস্তোরা চালু হয়েছিল ইউরােপের একটি শহরে, তার নাম এবং রেস্তোরার নাম-
উত্তর : স্পেনের মাদ্রিদ শহর, কাসা বােতিল।
প্রশ্ন : ইতিহাসের জনক কে?
উত্তর : হেরােডােটাস।
প্রশ্ন : গণতন্ত্রের সূচনা হয় কোন দেশে?
উত্তর : গ্রিস।
প্রশ্ন : ম্যাগনাকার্টা কত খ্রিষ্টাব্দে প্রণীত হয়?
উত্তর : ১২১৫ খ্রিষ্টাব্দে।
প্রশ্ন : হিজরী সন গণনা শুরু হয়
উত্তর : ৬২২ সাল থেকে।
প্রশ্ন : কোন যুগে মানুষের আবির্ভাব ঘটেছে?
উত্তর : ক্রিটেসাস যুগে।
প্রশ্ন : দার্শনিক প্লেটো রচিত বিখ্যাত পুস্তকের
উত্তর : দ্য রিপাবলিক।
প্রশ্ন : দাদাবাদ কোন সময়ের শিল্প আন্দোলন?
উত্তর : বিশ শতকের।
প্রশ্ন : History শব্দটির উৎপত্তি কোন ভাষা থেকে?
উত্তর : গ্রিক।
প্রশ্ন : পেলােপনেশীয় যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল?
উত্তর : এথেন্স ও স্পার্টার মধ্যে।
প্রশ্ন : ‘পুনর্জাগরণ” এর সূতিকাগার বলা হয় কোন দেশকে?
উত্তর : ইতালি।
প্রশ্ন : ইউরােপীয় রেনেসা হয়
উত্তর : ১৪৫৩ সালে।
প্রশ্ন : মায়া সভ্যতাটি আবিষ্কৃত হয়
উত্তর : মধ্য আমেরিকা।
প্রশ্ন : মহেঞ্জোদারােতে পাওয়া গেছে কোনটি?
উত্তর : গােসলখানা।
প্রশ্ন : মহেঞ্জোদারাে’ কথার অর্থ কী?
উত্তর : মরা মানুষের ঢিবি।
আরো পড়ুন : মার্চ মাসের জাতীয় ও আন্তর্জাতিক দিবসসমূহ
প্রশ্ন : মিশরীয় সভ্যতার চিত্রলিপিকে কী বলা হয়?
উত্তর : হায়ারােগ্লিফিক।
প্রশ্ন : হরপ্পা ও মহেঞ্জোদারােতে প্রাপ্ত সভ্যতা ইতিহাসে কোন সভ্যতা হিসাবে পরিচিত?
উত্তর : সিন্ধু সভ্যতা।
প্রশ্ন : কোন দেশের রাজাকে ‘Son of God’ বলা হতাে?
উত্তর : চীন।
প্রশ্ন : কত খ্রিষ্টপূর্বাব্দে সিন্ধু সভ্যতার পতন হয়?
উত্তর : ২৭৫০।
প্রশ্ন : প্রথম কারা বর্ণমালা উদ্ভাবন করে?
উত্তর : ফিনিশীয়রা।
প্রশ্ন : সক্রেটিসকে হেমলক পানে হত্যা করা হয়—
উত্তর : গ্রিসে।
প্রশ্ন : মিশরীয়রা লেখার জন্য কী ব্যবহার করতাে?
উত্তর : প্যাপিরাস।
প্রশ্ন : Sphinx হচ্ছে একটি
উত্তর : মূর্তি।
প্রশ্ন : মেক্সিকোকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি প্রাচীন সভ্যতার নাম
উত্তর : আজটেক।
প্রশ্ন : ‘ত নাট্য শাস্ত্র’ এর উৎপত্তিস্থল কোথায়?
উত্তর : ভারত।
প্রশ্ন : পৃথিবীর সবচেয়ে প্রাচীন বই কোনটি?
উত্তর : গিলগামেশ।
প্রশ্ন : পৃথিবীর প্রাচীনতম মানচিত্র পাওয়া যায়—
উত্তর : ব্যবিলনের উত্তরের গাথুন শহরের ধ্বংসাবশেষে।
প্রশ্ন : কোন জাতি বৃত্তকে প্রথম ৩৬০ ডিগ্রিতে ভাগ করেন?
উত্তর : অ্যাসেরীয়রা।
প্রশ্ন : কোন সভ্যতায় প্রতিদিনকে ১২ জোড়া ঘণ্টায় বিভক্ত করা হয়?
উত্তর : ক্যালডীয়।
প্রশ্ন : কারা ৩০ দিনে ১ মাস, ১২ মাসে ১ বছর, ৩৬৫ দিনে ১ বছরের এই গণনা রীতির সূচনা করেন?
উত্তর : মিশরীয়।
প্রশ্ন : সিন্ধু সভ্যতার প্রতিষ্ঠাতা—
উত্তর : দ্রাবিড়গণ।
প্রশ্ন : কী দেখে ফিনিশীয়রা দিক নির্ণয় করতাে?
উত্তর : ধ্রুবতারা।
আরো পড়ুন : বিভিন্ন পরীক্ষায় আসা মুজিবনগর সরকার সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
প্রশ্ন : বর্তমান ইসরায়েলের অধিবাসীরা কাদের বংশধর?
উত্তর : হিব্রুদের।
প্রশ্ন : পৃথিবীতে মনুষ্য নির্মিত সর্ববৃহৎ স্থাপনা কোনটি?
উত্তর : চীনের মহাপ্রাচীর।
প্রশ্ন : ভৌগােলিক ও সাংস্কৃতিক কারণে গ্রিক সভ্যতার সাথে কোন দুইটি সংস্কৃতির নাম জড়িত?
উত্তর : হেলেনিক ও হেলেনিস্টিক।
প্রশ্ন : গ্রিক পুরাণে নিকে কিসের দেবী?
উত্তর : বিজয়।
প্রশ্ন : “নিজেকে জানাে’ কে বলেছেন?
উত্তর : সক্রেটিস।
প্রশ্ন : ‘লাইসিয়াম’ প্রতিষ্ঠা করেন—
উত্তর : এরিস্টটল।
প্রশ্ন : প্রাচীন গ্রিসের অন্ধ মহাকবির নাম কী?
উত্তর : হােমার।
প্রশ্ন : ‘ইলিয়াড’ মহাকাব্যটি কে রচনা করেন?
উত্তর : হােমার।
প্রশ্ন : প্রাচীন গ্রিসে চিত্রকর্ম অঙ্কন করা হতাে
উত্তর : মৃৎপাত্রের গায়ে।
প্রশ্ন : প্রাচীন যুগে নগর রাষ্ট্র কোথায় ছিল?
উত্তর : প্রাচীন গ্রিস ও রােমে।
প্রশ্ন : ‘সার্পেন্ট অব দি নাইল’ নামে পরিচিত কে?
উত্তর : রানি ক্লিওপেট্রা।
প্রশ্ন : পানীয় জল সরবরাহের এক অভিনব প্রকৌশল বিদ্যার প্রকাশ ‘আকুয়াডাক্ট কাদের সৃষ্টি?
উত্তর : রােমান।
প্রশ্ন : কোথায় অ্যাক্টা দিউরমা বা সরকারের.. এ ঘােষণাপত্র প্রকাশ করা হতাে?
উত্তর : রােম।
প্রশ্ন : ইনকা সভ্যতার ব্যাপ্তিকাল ছিল—
উত্তর : ১৪৩৮-১৫৩৩ খ্রিষ্টাব্দ।
প্রশ্ন : ‘মাচুপিছু কোন সভ্যতার নিদর্শন?
উত্তর : ইনকা।
প্রশ্ন : লাস্কো গুহা কোথায় অবস্থিত?
উত্তর : ফ্রান্স।
আরো পড়ুন : বিসিএস প্রস্তুতিতে বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ কিছু এক কথার প্রশ্নোত্তর
প্রশ্ন : চীনের মহাপ্রাচীর চীন দেশের যে সীমান্তে অবস্থিত—
উত্তর : উত্তর।
প্রশ্ন : দার্শনিক রাজার শাসনের কথা কে বলেছেন?
উত্তর : প্লেটো।
প্রশ্ন : বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক
উত্তর : থুকিডাইডিস
প্রশ্ন : এলাম, দেখলাম, জয় করলাম কথাটি কে বলেছেন?
উত্তর : জুলিয়াস সিজার।