আমাদের সকল পোস্ট ও ভিডিও হোয়াটসঅ্যাপে পেতে ফলো করুন :

Click Here
টিপস

প্রাথমিক শিক্ষা বিষয়ক যে বিষয়গুলো আপনার জানা প্রয়োজন

প্রাথমিক শিক্ষা বিষয়ক যে বিষয়গুলো আপনার জানা প্রয়োজন

প্রাথমিক শিক্ষা বলতে প্রথম-পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষাকে বােঝায়। শিক্ষাবছর শুরু হয় জানুয়ারি মাসে আর শেষ হয় ডিসেম্বর মাসে। বাংলাদেশে প্রাথমিক শিক্ষার বয়সসীমা ৬ – ১০+ বছর। প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য ১৩টি। প্রাথমিক শিক্ষার প্রান্তিক যােগ্যতা ২৯টি।

সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক ও শিক্ষার্থী পরিসংখ্যান

  • স্কুল সংখ্যা ৫,৫৬৬টি।
  • শিক্ষক > মােট : ৩,৬৭,৪৮০
  • মহিলা : ৬৪.২%।
  • শিক্ষার্থী » মােট :১,২৪,২১,৭৮২
  • মহিলা : ৫২.৩%।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

  • ইংরেজি নাম : Ministry of Primary and Mass Education (MoPME)।
  • গঠন : ২ জানুয়ারি ২০০৩।
  • পূর্বনাম : প্রাথমিক ও গণশিক্ষা বিভাগ
  • গঠন : আগস্ট ১৯৯২।
  • বর্তমান প্রতিমন্ত্রী : মাে. জাকির হােসেন; ৭ জানুয়ারি ২০১৯-বর্তমান।
  • অধীন দপ্তরসমূহ : প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (DPE), উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরাে (BNFE) ও জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (NAPE) ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিট (CPEIMU) শিশু কল্যাণ ট্রাস্ট (CWT)।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

  • ইংরেজি নাম : Directorate of Primary Education (DPE)।
  • প্রতিষ্ঠা : ১৯৮১।
  • সদর দপ্তর : মিরপুর-২, ঢাকা।
  • প্রথম মহাপরিচালক : ডক্টর হাফেজ আহমদ (ভারপ্রাপ্ত)।
  • বর্তমান মহাপরিচালক : আলমগীর মুহম্মদ মনসুরুল আলম।

প্রাথমিক টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (PTI)

  • পূর্ণরূপ : Primary Teachers Training Institute
  • বর্তমানে দেশে মােট PTI৬৮টি > সরকারি : ৬৭টি, বেসরকারি : ১টি।

সংবিধানে শিক্ষা

সবার জন্য শিক্ষার কথা বলা হয়েছে ১৫(ক) অনুচ্ছেদ। অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা ১৭নং অনুচ্ছেদ। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির বিষয়ে বৈষম্য না করা ২৮(৩) অনুচ্ছেদ।

  • সাক্ষরতার হার (সূত্র : SVRS 2020]।
  • সাক্ষরতার হার (৭ বছর+) : ৭৫.২% >
  • পুরুষ : ৭৭.৪% • নারী : ৭২.৯%।
  • বিভাগ > বেশি : বরিশাল (৮৩.৩%) কম : ময়মনসিংহ (৬৫.৩%)।
  • জেলা > বেশি : পিরােজপুর (৮৭.৭%) কম : জামালপুর (৫৫.১%)।
  • নারী সাক্ষরতার হার সূত্র : BBS রিপাের্ট ২০২১)
  • নারী সাক্ষরতার হার : ৮৮.৭%
  • বিভাগ > বেশি : খুলনা (৯৪.৭%) • কম : ময়মনসিংহ (৮৩.৭%)।
  • জেলা > বেশি : কুষ্টিয়া (৯৬.৬%) • কম : বান্দরবান (৬৭%)।

প্রাক-প্রাথমিক শিক্ষা

বাংলাদেশে প্রাক-প্রাথমিক শিক্ষার বয়সসীমা ৩-৫+ বছর। প্রতিটি বিদ্যালয়ে এক বছর মেয়াদি প্রাক-প্রাথমিক শিক্ষা চালু রয়েছে। ১ জানুয়ারি ২০২০ দুই বছর মেয়াদি প্রাকপ্রাথমিক শিক্ষা চালুর অনুমােদন হয়। ২০২০ সালের APSC-এর প্রতিবেদন অনুযায়ী, প্রাক প্রাথমিক শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থী সংখ্যা ৩৯,৪৭,৮৫২ জন। যার মধ্যে মেয়ে শিশু ৫০.৩০%।

উপ-আনুষ্ঠানিক শিক্ষা

বয়স্ক ও সুবিধাবঞ্চিত জনগােষ্ঠীর জন্য শিক্ষাকে উপ আনুষ্ঠানিক শিক্ষা নামে আখ্যায়িত করা হয়। উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরাে প্রতিষ্ঠিত হয় ১৪ এপ্রিল ২০০৫। উপ-আনুষ্ঠানিক শিক্ষার পরিধি : শিশু, কিশাের-কিশােরী এবং যুবক-যুবতীদের অগ্রাধিকার দেওয়া হয়। এছাড়াও সুবিধাবঞ্চিতদের জন্য বিশেষ শিক্ষার সুযােগ।

বিশেষ তথ্য

প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রকল্প চালু করা হয় ২৮ সেপ্টেম্বর ২০০২ থেকে। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা চালু হয় ২০০৯ সাল থেকে। করােনাকালীন সংসদ বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও কমিউনিটি রেডিওতে ‘ঘরে বসে শিখি’ পাঠ সম্প্রচার কার্যক্রম পরিচালনা করা হয়েছে। দারিদ্র্যপীড়িত এলাকায় স্কুল ফিডিং প্রকল্পটি চালু হয় ২০১০ সালে। বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন ২০২১ অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার উপযুক্ত বয়সি শিশুদের ৯৫% বিদ্যালয়ে যায়।

Md. Mahabub Alam

I am a committed educator, blogger and YouTuber and I am striving to achieve extraordinary success in my chosen field. After completing Masters in Anthropology from Jagannath University, I am working as Chief Accounts Officer in a national newspaper of the country. I really want your prayers and love.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button