আমাদের সকল পোস্ট ও ভিডিও হোয়াটসঅ্যাপে পেতে ফলো করুন :

Click Here
টুকরো সংবাদ

ফেব্রুয়ারি মাসের জাতীয় ও আন্তর্জাতিক দিবসসমূহ

ফেব্রুয়ারি মাসের জাতীয় ও আন্তর্জাতিক দিবসসমূহ নিয়ে নিচে আলোচনা করা হলো। এছাড়াও ম্রো ভাষার প্রথম ব্যাকরণ, স্থায়ীভাবে বন্ধ দ্য ইনডিপেনডেন্ট, ইরানি চলচ্চিত্র উৎসব, AU শীর্ষ সম্মেলন, মিউনিখ নিরাপত্তা, GECF সম্মেলন, শীতকালীন অলিম্পিক নিয়ে নিচে আলোচনা করা হয়েছে।

০১ ফেব্রুয়ারি বিশ্ব হিজাব দিবস।
০২ ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস। প্রতিপাদ্য- মানুষ ও প্রকৃতির জন্য জলাভূমি।
০২ ফেব্রুয়ারি জাতীয় নিরাপদ খাদ্য দিবস। প্রতিপাদ্য- সু-স্বাস্থ্যের মূলনীতি, নিরাপদ খাদ্য ও স্বাস্থ্যবিধি।
০২ ফেব্রুয়ারি বিশ্ব শব্দ করে পড়া দিবস (ফেব্রুয়ারি মাসের প্রথম বুধবার)।
০৪ ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস। প্রতিপাদ্য- আসুন ক্যান্সার সেবায় বৈষম্য দূর করি।
০৪ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মানব ভ্রাতৃত্ব দিবস। [২০২০ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ দিবসটি ঘােষণা করে।]
০৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস। প্রতিপাদ্য- সুবর্ণজয়ন্তীর অঙ্গীকার, ডিজিটাল গ্রন্থাগার।
০৫ ফেব্রুয়ারি কাশ্মীর সংহতি দিবস।
০৬ ফেব্রুয়ারি International Day of Zero Tolerance to Female Genital Mutilation
০৮ ফেব্রুয়ারি ১৯তম নিরাপদ ইন্টারনেট দিবস। প্রতিপাদ্য- আসুন একটি সুন্দর । ইন্টারনেট ব্যবস্থার জন্য ঐক্যবদ্ধ হই । (ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় মঙ্গলবার)।
০৯ ফেব্রুয়ারি জাতীয় দাঁত ব্যথা দিবস।
১১ ফেব্রুয়ারি বিজ্ঞানে আন্তর্জাতিক মহিলা ও বালিকা দিবস।
১২ ফেব্রুয়ারি ডারউইন দিবস।
১২ ফেব্রুয়ারি বিশ্ব ডাল দিবস।
১৩ ফেব্রুয়ারি বিশ্ব বেতার দিবস। প্রতিপাদ্য- সবাই মিলে বেতার শুনি, বেতারেই আস্থা রাখি।
১৩ ফেব্রুয়ারি কৃষিবিদ দিবস।
১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালােবাসা দিবস।
১৪ ফেব্রুয়ারি সুন্দরবন দিবস।
১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ প্রেস কাউন্সিল দিবস।

আরো পড়ুন

১৫ ফেব্রুয়ারি বিশ্ব শিশু ক্যান্সার দিবস।
১৮ ফেব্রুয়ারি শহীদ ড. জোহা দিবস।
২০ ফেব্রুয়ারি বিশ্ব সামাজিক ন্যায় বিচার দিবস।
২১ ফেব্রুয়ারি শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
২২ ফেব্রুয়ারি বিশ্ব স্কাউট দিবস।
২৩ ফেব্রুয়ারি বিশ্ব শান্তি ও সমঝােতা দিবস।
২৫ ফেব্রুয়ারি পিলখানা হত্যা দিবস।
২৭ ফেব্রুয়ারি জাতীয় পরিসংখ্যান দিবস।
২৮ ফেব্রুয়ারি জাতীয় ডায়াবেটিস সচেতনতা দিবস।

সপ্তাহ

১-৭ ফেব্রুয়ারি : World Interfaith Harmony Week

ম্রো ভাষার প্রথম ব্যাকরণ

১৭ ফেব্রুয়ারি ২০২২ ম্রো ভাষার প্রথম ব্যাকরণ বইয়ের মােড়ক উন্মোচন করা হয়। ম্রো ভাষায় ‘ততোং’ নামে ব্যাকরণ বইটি লিখেছেন ইয়াংঙান ম্রো। বাংলা ও ইংরেজি ব্যাকরণ অনুকরণে ম্রো ভাষার ‘ততোং’ বইটি লেখা হয়। ১৯৮৪ সালে বর্ণমালা আবিষ্কারের পর এই প্রথম নিজেদের ভাষায় ছাপানাে বই পেল ম্রো জনগােষ্ঠী।

স্থায়ীভাবে বন্ধ দ্য ইনডিপেনডেন্ট

স্থায়ীভাবে বন্ধ হয়ে গেল ইংরেজি দৈনিক পত্রিকা দ্য ইনডিপেনডেন্ট। করােনা মহামারির কারণে ৬ এপ্রিল ২০২০ পত্রিকাটির মুদ্রণ সংস্করণ বন্ধ করা হয়। এরপর কেবল অনলাইন সংস্করণ চালু ছিল। ৩০ জানুয়ারি ২০২২ সেটিও বন্ধ করে দেওয়া হয়। দ্য ইনডিপেনডেন্টের যাত্রা শুরু ২৬ মার্চ ১৯৯৫।

ইরানি চলচ্চিত্র উৎসব

১৩-১৭ ফেব্রুয়ারি ২০২২ ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রে পাঁচ দিনব্যাপী ইরানি চলচ্চিত্র প্রদর্শনী শুরু হয়। ইরানে ইসলামি বিপ্লবের ৪৩তম বিজয়বার্ষিকী উপলক্ষে এ চলচ্চিত্র উৎসবের আয়ােজন ব্রা হয়।

AU শীর্ষ সম্মেলন

AU- African Union
সময়কাল : ৫-৬ ফেব্রুয়ারি ২০২২।
স্থান : আদ্দিস : আবাবা, ইথিওপিয়া।
আয়ােজন: ৩৫তম।

মিউনিখ নিরাপত্তা সম্মেলন (MSC)

MSC- Munich Security Conference
সময়কাল : ১৮-২০ ফেব্রুয়ারি ২০২২।
স্থান : : মিউনিখ, জার্মানি।
আয়ােজন: ৫৮তম।

GECF সম্মেলন

GECF- Gas Exporting Countries Forum
আয়ােজন: ৬ষ্ঠ।
সময়কাল : ২০-২২ : ফেব্রুয়ারি ২০২২
স্থান : দোহা, কাতার।

শীতকালীন অলিম্পিক

৪-২০ ফেব্রুয়ারি ২০২২ চীনের বেইজিং-এ অনুষ্ঠিত ২৪তম শীতকালীন অলিম্পিক গেমসে শীর্ষ ৫ পদকজয়ী দেশের তালিকা-

দেশ  স্বর্ণ  রােপ্য  ব্রোঞ্জ  মােট 
নরওয়ে  ১৬  ৮  ১৩ ৩৭ 
জার্মানি  ১২  ১০  ৫  ২৭
চীন ২  ১৫
যুক্তরাষ্ট্র  ৮  ১০  ৭  ২৫ 
সুইডেন  ৮  ৫  ৫  ১৮

 

Md. Mahabub Alam

I am a committed educator, blogger and YouTuber and I am striving to achieve extraordinary success in my chosen field. After completing Masters in Anthropology from Jagannath University, I am working as Chief Accounts Officer in a national newspaper of the country. I really want your prayers and love.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button