বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পেছনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান অনস্বীকার্য। তাঁর অবদান কখনোই ভুলবার নয়।যেকোনো পরীক্ষায় বঙ্গবন্ধুর জীবনী থেকে বেশ থেকে প্রশ্ন থাকে। আজকের লেখাটি সেই বিষয়ক। চলুন দেখে নেওয়া যাক কিছু প্রশ্নোত্তর।
প্রশ্ন- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শৈশবে কোন বিদ্যালয়ে তাঁর পাঠ শুরু করেন ?
উত্তর- গীমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় ( ১৯২৭ সালে )।
প্রশ্ন -বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলকাতার কোন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন?
উত্তর– ইসলামিয়া কলেজ ( কলকাতা আলিয়া মাদ্রাসা ) ।
প্রশ্ন -বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন?
উত্তর – আইন ।
প্রশ্ন -বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বপ্রথম কত সালে গ্রেফতার হন?
উত্তর – ১৯৩৮ সালে ।
প্রশ্ন -১৮৪২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলকাতার ইসলামিয়া কলেজের কোন হোস্টেল ও রুমে থাকতেন?
উত্তর – বেকার হোস্টেলের ২৪ নং রুম ।
প্রশ্ন -কলকাতার ইসলামিয়া কলেজের বর্তমান নাম কি?
উত্তর – মাওলানা আযাদ কলেজ ।
প্রশ্ন – কত সালে বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করে?
উত্তর – ১৯৪৯ সালে।
প্রশ্ন – ঐতিহাসিক ‘ রোজ গার্ডেন ‘ ঢাকার কোথায় অবস্থিত?
উত্তর – টিকাটুলি।
প্রশ্ন -১৯৫৬ সালে কোয়ালিশন সরকারের মন্ত্রীসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন দপ্তরের মন্ত্রী ছিলেন?
উত্তর– শিল্প , বাণিজ্য ও শ্রম দপ্তর ।
প্রশ্ন – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বপ্রথম ও সর্বশেষ কোন প্রতিষ্ঠানে চাকরি করেন?
উত্তর – আলফা ইস্যুরেন্স কোম্পানি নামক একটি বীমা কোম্পানিতে Controller of Agencies হিসেবে বিগত ০১ / ০৩ / ১৯৬০ ইং তারিখে যোগদান করেন ( কারাগার থেকে মুক্তিলাভের পর ) ।
প্রশ্ন – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৬ দফা দাবী পেশ করেন কত সালে?
উত্তর– ১৯৬৬ সালে পাকিস্তানের লাহোর শহরে ।
প্রশ্ন – কোন কর্মসূচি ‘ বাঙালির ম্যাগনাকার্টা ‘ নামে পরিচিত?
উত্তর – ঐতিহাসিক ৬ দফা ।
প্রশ্ন – কত সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আগড়তলা ষড়যন্ত্র মামলায় আসামী করা হয়েছিল?
উত্তর – ১৯৬৮ সালে ।
প্রশ্ন -আগড়তলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি ছিলেন কে?
উত্তর– বঙ্গবন্ধু – মুজিবুর রহমান ।
প্রশ্ন -আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সর্বমোট কত জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীতার অভিযোগ আনা হয়?
উত্তর – ৩৫ জনের।
প্রশ্ন – ‘ রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য ’ মামলা থেকে পাকিস্তানি সরকার বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয় কত সালে?
উত্তর– ১৯৬৯ সালে ।
প্রশ্ন -আগারতলা ষড়যন্ত্র মামলায় কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে প্রসিকিউটর হিসেবে নিযুক্ত হয়েছিলেন?
উত্তর – টমাস উইলিয়ামস ।
প্রশ্ন – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কতদিন তাঁর রাজনৈতিক জীবনে কারাভোগ করেছেন?
উত্তর – ৪,৬৮২ দিন ।
প্রশ্ন -বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেল জীবনের উপর রচিত বইয়ের নাম কি?
উত্তর– ৩০৫৩ দিন ।
প্রশ্ন -জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাভোগ করেন কতদিন?
উত্তর – সর্বমোট ৩০৫৩ দিন ।
প্রশ্ন – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বশেষ ( ১৯৭১ সালের ২৫ শে মার্চ রাতে গ্রেপ্তারের পর ) কত বছর কারাবাসে ছিলেন?
উত্তর-৯ মাস ১৪ দিন ।
প্রশ্ন- পাকিস্তানের সামরিক সরকার কত বার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কারাগারে পাঠায়?
উত্তর– ১৮ বার ।
প্রশ্ন -তাঁর বিরুদ্ধে দায়েরকৃত মামলা সংখ্যা কত ছিল?
উত্তর – ২৪ টি ।
প্রশ্ন -পাকিস্তানের কারাগার থেকে কত তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তি লাভ করেন?
উত্তর– ০৮ ই জানুয়ারি , ১৯৭২ ।
প্রশ্ন -বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশে আগমন করেন কবে?
উত্তর – ১০ ই জানুয়ারি , ১৯৭২ ।
প্রশ্ন -বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের ভাষণ কোন সংস্করণে সম্প্রতি প্রকাশ করা হয়েছে?
উত্তর – ইশারা ভাষা ও ব্রেইল লিখনবিধি ।