শিল্পায়নের জন্য দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তােলার মহাপরিকল্পনায় বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর সবচেয়ে বড়। ঢাকা- চট্টগ্রাম মহাসড়ক থেকে ১০ কিলােমিটার এবং বন্দরনগরী চট্টগ্রাম থেকে ৬৫ কিলােমিটার দূরত্বে চট্টগ্রামের মিরসরাই, সীতাকুণ্ড ও ফেনীর গোজী উপজেলায় এ শিল্পনগরের অবস্থান।
দেশের বৃহত্তম এ অর্থনৈতিক অঞ্চল প্রায় ৩৩,৮০৫ একর জায়গার ওপর নির্মিত হচ্ছে। এর ৪১ শতাংশ বা ১৪ হাজার একরে থাকবে শুধু শিল্পকারখানা। বাকি ৫৯ শতাংশ এলাকার মধ্যে খােলা জায়গা, বনায়ন, বন্দর সুবিধা, আবাসন, স্বাস্থ্য, প্রশিক্ষণ ও বিনােদনকেন্দ্র থাকবে।
এই বিভাগ থেকে আরো পড়ুন
- বৈদ্যুতিক গাড়ির যুগে বাংলাদেশ
- বায়ুবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে চুক্তি
- দেশের প্রথম স্পেশালাইজড হাসপাতাল
- কৃষকের সুরক্ষায় কিষানি ড্রোন
- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কর্মপরিকল্পনা
- বাংলাদেশের নারী শিক্ষায় মালালা ফান্ড
- জাতীয় কৃষি কাউন্সিল গঠন
- ইউক্রেন থেকে খাদ্যশস্য রপ্তানি শুরু
- বিশ্বে প্রথম দ্বৈত টিকার অনুমােদন
- যুক্তরাজ্যে নতুন বাণিজ্যনীতি
দেশি-বিদেশি ১৫৩টি শিল্পপ্রতিষ্ঠানের প্রস্তাবিত বিনিয়ােগ ২০ বিলিয়ন মার্কিন ডলার। জমি লীজ সংক্রান্ত চুক্তি হয়েছে ১২২টি প্রতিষ্ঠানের সাথে। চুক্তির অপেক্ষায় রয়েছে আরও ৩১টি প্রতিষ্ঠান। বেশ কিছু দেশ এতে বিনিয়োগে সম্মত হয়েছে।
বিনিয়ােগের মধ্যে পােশাক, ইস্পাত, অটোমােবাইল, ইস্ট্রেনিক্স, ওষুধ, রাসায়নিক, প্লাস্টিক, সিরামিকস, খাদ্যপণ্য, কৃষি প্রক্রিয়াজাত পণ্য প্রভৃতি খাত প্রাধান্য পাবে। এ শিল্পনগর বাস্তবের দরজায় পৌছালে কর্মসংস্থান হবে ১৫ লাখ মানুষের। সব মিলিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর অত্যাধুনিক শিল্পপ্রতিষ্ঠান।