স্টেট ব্যাংক অব ইন্ডিয়া (এসবিআই) ১০ আগস্ট ২০২২ ; আরও দুই বছরের জন্য বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলাের (আইভ্যাক) পরিচালনা এজেন্ট নিযুক্ত হয়েছে।
২০০৫ সালের ডিসেম্বরে গুলশানে প্রথম আইভ্যাক খােলার পর থেকে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিচালনা করে আসছে।
ঢাকার যমুনা ফিউচার পার্কের আইভ্যাক বিশ্বের বৃহত্তম ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র। বর্তমানে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া বাংলাদেশে ১৫টি আইভ্যাক পরিচালনা করছে।
বাংলাদেশে আইভ্যাক পরিচালনার পাশাপাশি এসবিআই ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় তিনটি শাখার মাধ্যমে বাংলাদেশের জনগণকে সেবা দিচ্ছে।
স্টেট ব্যাংক অব ইন্ডিয়া একটি ভারতীয় পাবলিক সেক্টর ব্যাংক। ৩৫টি দেশে এর ২৫ হাজারের বেশি শাখা রয়েছে। এর মােট গ্রাহকের সংখ্যা ৪৬ কোটির বেশি।