বাংলাদেশ কেমিক্যাল ইন্ড্রাস্ট্রিজ কর্পোরেশন (BCIC) এর সহকারী প্রকৌশলী (কমার্শিয়াল) পদের প্রশ্ন সমাধান
বাংলাদেশ কেমিক্যাল ইন্ড্রাস্ট্রিজ কর্পোরেশন (BCIC) এর সহকারী প্রকৌশলী (কমার্শিয়াল) পদের প্রশ্ন সমাধান নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনার যারা বিভিন্ন চাকুরীর পরীক্ষায় অংশ নিচ্ছেন তাদের জন্য লেখাটি খুবই উপকারি হবে। আজকে যে প্রশ্নটি নিয়ে নিচে আলোচনা করা হবে সেটি অনুষ্ঠিত হয় ১০ ডিসেম্বর ২০২১ ইং তারিখ। তো চলুন প্রশ্নগুলো গুরুত্ব সহকারে পড়া যাক-
বাংলা অংশের সমাধান
1. জীবনানন্দ দাশ রচিত নয়—
উত্তর : অদ্ভুত এক আঁধার।
2. পাদচ্ছেদ বলা হয় কোন যতচিহ্নকে?
উত্তর : কমা।
3. ‘আলালের ঘরের দুলাল’ উপন্যাস প্রথমে কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়?
উত্তর : মাসিক পত্রিকা।
4. শামসুর রাহমানের প্রথম কবিতা কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তর : সােনার বাংলা।
5. ‘নলি’ অর্থ কী?
উত্তর : নল।
6. ‘বড় চণ্ডীদাসের কাব্য গ্রন্থের সম্পাদক
উত্তর : মুহম্মদ আবদুল হাই ও আনােয়ার পাশা।
7. দীনেশচন্দ্র সেন সম্পাদিত পূর্ববঙ্গ গীতিকা’র কোন খণ্ড ‘মৈমনসিংহ গীতিকা নামে প্রকাশিত?
উত্তর : প্রথম খণ্ড।
8. কোন বাক্য অশুদ্ধ?
উত্তর : লােকটি নিরপরাধী।
9, ‘প্রথম> পরথম’ কী ধরনের ধ্বনি পরিবর্তন?
উত্তর : বিপ্রকর্ষ।
10, ‘নেমেসিস’ নাটকের পটভূমি—
উত্তর : মন্বন্তর।
11. শহীদ কাদরীর সঙ্গতি’ কবিতাটি কোন কবির ‘সংগতি’ কবিতার প্যারােডি?
উত্তর : অমিয় চক্রবর্তী।
12. রবীন্দ্রনাথের ‘মেঘদূত’ কোন কাব্যগ্রন্থে প্রকাশিত?
উত্তর : মানসী।
এই বিভাগ থেকে আরো পড়ুন
- দুর্নীতি দমন কমিশনের (দুদক) কনস্টেবল পদের সম্পূর্ণ প্রশ্ন সমাধান
- স্বাস্থ্য অধিদপ্তরের কমপাউন্ডার পদের সম্পূর্ণ প্রশ্ন সমাধান
- বাংলাদেশ রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার পদের সম্পূর্ণ প্রশ্ন সমাধান
- বাংলাদেশ রেলওয়ের পয়েন্টসম্যান পদের সম্পূর্ণ প্রশ্ন সমাধান
- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান
- বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান
- চাকুরী পরীক্ষায় আসা কিছু এমসিকিউ প্রশ্ন ও উত্তর
- বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরীক্ষার প্রশ্নের ব্যাখ্যাসহ সম্পূর্ণ সমাধান
- হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের MCQ পরীক্ষার প্রশ্নের ব্যাখ্যাসহ সম্পূর্ণ সমাধান
13. সামন্তবাদ ও পুঁজিবাদের দ্বন্দ্ব দেখা যায় কোন গল্পে?
উত্তর : জলসাঘর।
14. ‘তাতারী কোন উপন্যাসের চরিত্র?
উত্তর : ক্রীতদাসের হাসি।
15. শওকত আলীর ত্রয়ী উপন্যাস ‘দক্ষিণায়ণের দিনের শেষ খণ্ড কোনটি?
উত্তর : পূর্বরাত্রি পূর্বদিন।
16. বাংলাদেশের আঞ্চলিক অভিধানের প্রধান সম্পাদক—
উত্তর : মুহম্মদ শহীদুল্লাহ।
17. দ্বিস্বরধ্বনিযুক্ত শব্দ—
উত্তর : তৈল।
Fill in the blanks (Questions 18-22):
18. My boss wants the work…before long.
উত্তর : finished
19. The lion rushed… the rabbit.-
উত্তর : at
20. They selected me for the job only…. merit.-
উত্তর : on
21. You will see signs of ….everywhere, which speak well for the …. of these people.
উত্তর : industry–prosperity
22. He applied for and was…. legal aid by the Labor Ministry
উত্তর : granted
Find the meaning of the words underlined (Questions 23-24):
23. The affection of his wife bore him up in the midst of all his problems.
উত্তর : To sustain
24. To lay up-
উত্তর : To be confined to bed
25. Antonym of ADHERE is
উত্তর : Detach
26. Antonym of MUNDANE is
উত্তর : Exotic
27. Passive voice of ‘You can help us’.
উত্তর : We can be helped by you
28. Passive voice of ‘Open the window’.
উত্তর : Let the window be opened !
29. The meaning of the phrase ‘to smell a rat’ is-
উত্তর : To suspect foul dealing!
30. MULTIPLICATION : DIVISION :
উত্তর : Increase: Decrease
31. HEART : CARDIOLOGY ::
উত্তর : Fossil : paleontology
32. SHIELD: SOLDIER ::
উত্তর : Stethoscope: doctor
33. Find out the correctly spelt word :
উত্তর : Gregarious
34. Translate the following sentence into English তার মেয়েটি ভালাে গান গায়, তাই নয় কি?
উত্তর : His daughter sings well, doesn’t she?
35. The idiom ‘by and large’ means-
উত্তর : Everywhere
গণিত অংশের সমাধান
36. How many prime numbers are in between 45 to 72?
উত্তর : 6
37. What is the difference between the 6 digit largest and smallest numbers?
উত্তর : 899999
38. What is the next number in the series 1,4,9,16,….?
উত্তর : 25
39. In a club 50% of the male voters and 80% of the female voters voted for candidate A. If candidate A received 70% of the total votes, what is the ratio of male to female voters?
উত্তর : 1/2
40. An amount of Tk. 735 was divided between A, B and C. If each of them had received Tk. 25 less, their shares would have been in the ratio of 1: 3:2. The money received by C was :
উত্তর : 245
41. Sam ranked ninth from the top and thirty-eight from the bottom in a class. How many students are there in the class?
উত্তর : 46
42. The average mark obtained by 15 students was 10 and the average mark obtained by 10 students was 15. What was the average mark obtained by all students?
উত্তর : 12
43. The sum of the ages of the son and father is 120 years. The father’s age is 3 times than that of the son. What is the
age of father?
উত্তর : 90
44. A boat goes 8 km in one hour along the stream and 2 km in one hour against the stream The speed in km/hr of the stream is :
উত্তর : 3
45. In 10 years, A will be twice as old as B was 10 years ago. If Ais now 9 years older than B, the present age of Bis :-উত্তর : 39
46. Aman’s regular pay is Taka 30 per hour up to 40 hours. Overtime is twice the payment for regular time. If he was paid Taka 1680, how many hours overtime did he work?
উত্তর : 8
47. Idrak buys 80 kg sugar at Taka 40 per kg and 40 kg rice at Taka 50 per kg. At what price approximately in Taka per kg should he sell to make a profit of 10% on cost?
উত্তর : 47.7
48. The 2nd angle of a right triangle is 30 degrees. Then how many degrees is the 3rd angle?
উত্তর : 60
49. A rectangular field will be fenced on three sides leaving a side of 20 feet uncovered. If the area of the field is 680 square feet, how many feet of fencing will be required?
উত্তর : 88
50. The perimeter of a rectangle is 60 meters. If its length is twice its breadth, then its area (in m2) is :
উত্তর : 200
সাধারণ জ্ঞান অংশের সমাধান
51. Capital of Malawi is
উত্তর : Lilongwe
52. The capital of Iraq’s autonomous Kurdish region is-
উত্তর : Erbil
53. Which nation always speaks first at the UN General Assembly?
উত্তর : Brazil
54. G-20 summit 2021 held in
উত্তর : Rome
55. “Hispaniola” is the old name of-
উত্তর : Haiti
56. Who was the leading scorer in ‘T20 World Cup 2021?
উত্তর : Babar Azam
57. T20 world cup 2022 will be held in-
উত্তর : Australia
58. US Journalist Danny Fenster released from Myanmar prison and will be allowed to leave country just days after getting how many years sentence.
উত্তর : 11
59. Which Asian country is home to the most nuclear power plants?
উত্তর : China
60. How many U.S. states border the Pacific Ocean?
উত্তর : Five
61. Mojave Desert desert is located in-
উত্তর : USA
62. The creator of the popular numbers puzzle Sudoku?
উত্তর : Maki Kaji
63. Who is the winner of Tennis US open 2021?
উত্তর : Daniil Medvedev
64. The currency of Ecuador is
উত্তর : US Dollar
65. Gogland Island belongs to which country?
উত্তর : Russia
66. Which level language is Assembly language?
উত্তর : low level programming language
67. What is the full form of ALU?
উত্তর : Arithmetic logic unit
68. Most World Wide Web pages contain commands in the language of-
উত্তর : HTML
69. Which one of the following is not a computer language?
উত্তর : UNIX
70.”Google’s Language Translator” is an example of the application of-
উত্তর : machine learning