বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম অধিনায়ক কে? | |
ভুল | গাজী আশরাফ হােসেন লিপু |
সঠিক | শামীম কবির |
স্বাধীনতার পর ৭ জানুয়ারি ১৯৭৭ বাংলাদেশ ক্রিকেট দল প্রথম ক্রিকেট ম্যাচ খেলতে নামে। বাংলাদেশ বনাম লন্ডনের ঐতিহ্যবাহী Marylebone Cricket Club (MCC) এর মধ্যে তিনদিনের ম্যাচটি মূলত, আয়ােজিত হয় বাংলাদেশের সামর্থ্য যাচাইয়ের জন্য। বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণের যােগ্য কি সেটা পরীক্ষা করে দেখতেই এই খেলা অনুষ্ঠিত হয়।
ঢাকা (বর্তমান বঙ্গবন্ধু) স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি শেষ পর্যন্ত ড্র হয়। স্টেডিয়ামের ঘাসবিহীন শক্ত পিচে বাংলাদেশের অধিনায়ক শামীম কবির টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। শামীম কবির আর রকিবুল হাসান বাংলাদেশের দুই উদ্বোধনী জুটি যখন মাঠে নামেন তখন থেকেই শুরু হয় বিশ্ব ক্রিকেট আঙিনায় বাংলাদেশের নবযাত্রা।
দেশের প্রথম অধিনায়ক শামীম কবির নামে পরিচিতি পেলেও তার মূল নাম আনােয়ারুল কবির।
Leave a Comment