৬ আগস্ট ২০২২ দুই দিনের সফরে ঢাকায় পৌছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ৭ আগস্ট ২০২২ বাংলাদেশ-চীনের মধ্যে চারটি বিষয়ে সমঝােতা স্মারক স্বাক্ষরিত হয়।
এগুলাে দুর্যোগ ব্যবস্থাপনা, কচা নদীর ওপর নির্মিত সেতু হস্তান্তর, সাংস্কৃতিক বিনিময় চুক্তি নবায়ন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও চীনের ফার্স্ট ইনস্টিটিউট অব ওশেনােগ্রাফির সঙ্গে মেরিন সায়েন্স শিক্ষা বিষয়ে সহযােগিতা।