বাংলাদেশ বিষয়ক গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান একসাথে পড়ে নিন
প্রশ্ন : কোন ফুলকে স্বর্গের গাছ বলা হয়?
উত্তর : শেফালী ফুল।
প্রশ্ন :নিঝুম দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত ?
উত্তর : মেঘনা নদী।
প্রশ্ন : শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু উপাধি লাভ করেন কত সালে?
উত্তর : ১৯৬৯ সালে।
প্রশ্ন : বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কবে গঠিত হয়?
উত্তর : ১০ এপ্রিল, ১৯৭১ সালে।
প্রশ্ন : বাংলাদেশকে স্বীকৃতিদানকারী ১ম আফ্রিকান দেশ?
উত্তর : সেনেগাল।
প্রশ্ন : মুজিনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন কে?
উত্তর : এম, মনসুর আলী।
প্রশ্ন : বাংলাদেশের দীর্ঘতম একক রেলসেতু কোনটি?
উত্তর : হার্ডিঞ্জ সেতু,পাবনা।
প্রশ্ন : সুন্দরবনে বাংলাদেশ অংশে কতটি বাঘ আছে ?
উত্তর : ১১৪টি
প্রশ্ন : ক্রিকেটে সর্বশেষ ওয়ানডে স্ট্যাটাস প্রাপ্ত দেশের নাম কী?
উত্তর : নেপাল।
প্রশ্ন : বাংলাদেশে কোন ব্যক্তির ভোটাধিকার প্রাপ্তির নূন্যতম বয়স কত?
উত্তর : ১৮ বছর।
প্রশ্ন : বর্তমানে বৃহত্তর বরিশাল ও ফরিদপুর এলাকা প্রাচীন কালে কোন জনপদের অর্ন্তভুক্ত ছিল?
উত্তর : বঙ্গ
প্রশ্ন : সংসদ কক্ষের সামনের আসনেগুলোকে কি বলে?
উত্তর : ট্রেজারি বেঞ্চ
প্রশ্ন : আগামী কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে কোথায়?
উত্তর : গোলকোষ্ট , অস্ট্রেলিয়া।
প্রশ্ন : ভাসানচর দ্বীপ কোথায় অবস্থিত?
উত্তর : নােয়াখালীতে।
প্রশ্ন : বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তর : কাপ্তাই , রাঙামাটি।
প্রশ্ন : জাতিসংঘের সদস্য দেশ কতটি?
উত্তর : ১৯৩টি।
প্রশ্ন : সাময়িকভাবে কর মওকুফ করাকে কি বলে ?
উত্তর : ট্যাক্স হলিডে।
প্রশ্ন : বাংলাদেশ নেভাল একাডেমি কোথায় অবস্থিত?
উত্তর : পতেঙ্গা, চট্টগ্রাম
প্রশ্ন : ১৯৫৪ সালের যুক্তফন্টের নির্বাচনী প্রতীক কি ছিলো?
উত্তর : নৌকা
প্রশ্ন : দিয়াশলায়ের কাঠি প্রস্তুত করা হয় কোন কাঠ থেকে?
উত্তর : গেওয়া।
প্রশ্ন : বাংলাদেশের সর্ববৃহৎ জাহাজ নির্মাণ শিল্প কোথায় অবস্থিত?
উত্তর : খুলনা।
প্রশ্ন : কোন উদ্ভিদের শ্বাসমূল উপরে?
উত্তর : সুন্দরী গাছ।
প্রশ্ন : বাংলাদেশে প্রথম ঔষধ পার্ক কোথায় স্থাপিত হচ্ছে?
উত্তর : গজারিয়া (মুন্সিগঞ্জে)।
প্রশ্ন : বখতিয়ার খলজি বাংলা জয় করেন?
উত্তর : ১২০৪ সালে
প্রশ্ন : ‘আমার সন্তান যেন থাকে দুধেভাতে’- এ প্রার্থনাটি কার?
উত্তর : ঈশ্বরী পাটনী।
প্রশ্ন :’ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা’ এর রচিয়তা কে?
উত্তর : দ্বিজেন্দ্রলাল রায়।
প্রশ্ন : হুমায়ুন আহমেদের সর্বশেষ চলচ্চিত্রের নাম কি?
উত্তর : ঘেটুপুত্র কমলা।
প্রশ্ন : বাংলাদেশের প্রথম সাইবার সিটি কোথায়?
উত্তর : সিলেট।
প্রশ্ন : গ্রীনিচমান সময় থেকে বাংলাদেশের সময়ের পার্থক্য কত ঘন্টা?
উত্তর : ৬ ঘন্টা।