Bangla Language & Literature Model Test- 02 || বাংলা ভাষা ও সাহিত্য মডেল টেস্ট পর্ব- ০২ নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য মডেল টেস্টটি খুবই সহায়ক হবে। মডেলটিতে প্রশ্ন ও উত্তর গুলো এলোমেলোভাবে আসবে তাই যতবার খুশি আপনি মডেলটিতে অংশগ্রহণ করতে পারবেন। মডেল এর ফলাফল আপনি আপনার বন্ধুদের সাথে ফেসবুক ও টুইটারের মাধ্যমে শেয়ার করতে পারবেন। Best of Luck!
বাংলা ও সাহিত্য মডেল টেস্ট পর্ব- ০২ |
#1. ‘প্রকর্ষ’ শব্দটির সমার্থক শব্দ কোনটি?
#2. নিচের কোনটি যােগরূঢ় শব্দ?
#3. সাহিত্যপত্র পত্রিকাটির প্রকাশক কে?
#4. বাক্যের অর্থসংগতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসকে কী বলে?
#5. ‘নামহীন গােত্রহীন’ গল্পগ্রন্থটির রচয়িতা কে?
#6. ‘বাংলা সাহিত্যের ইতিবৃত্ত’ কার রচনা?
#7. বাংলা আধুনিক উপন্যাসের প্রবর্তক ছিলেন
#8. মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি?
#9. ‘অক্টোপাস’ উপন্যাসটির রচয়িতা কে?
#10. কাজী নজরুল ইসলামের শতবর্ষে পদার্পণ করা ধ্রুপদি ‘বিদ্রোহী' কবিতাটি তিনি লিখেছিলেন—
#11. ‘গিন্নি' কোন শ্রেণির শব্দ?
#12. ‘অদৃষ্টপূর্ব’—কোন সমাসের উদাহরণ?
#13. ‘গম্ভীর ধ্বনি’-এর বাক্য সংকোচন করুন-
#14. ‘অহরহ' শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি?
#15. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘ফেরারী সূর্য’-এর রচয়িতা কে?
#16. ‘ইতর বিশেষ’ বাগধারাটির অর্থ কোনটি?
#17. ‘অশ্ম' শব্দটির অর্থ কোনটি?
#18. কোনটি আধুনিক যুগের কাব্য?
#19. ‘আগুনের পরশমণি’ উপন্যাসের উপজীব্য বিষয় কী?
Tags :
বাংলা ভাষা ও সাহিত্য,
বাংলা ভাষা ও সাহিত্য বিগত বছরের প্রশ্ন,
বাংলা ভাষা ও সাহিত্য মডেল টেস্ট প্রশ্ন সমাধান,
বাংলা মডেল টেস্ট,
বাংলা সাহিত্য,
বাংলা সাহিত্য মডেল,
বাংলা সাহিত্য মডেল টেস্ট,
বাংলা সাহিত্যের ইতিহাস,
বাংলা সাহিত্যের প্রশ্ন,
বাংলা সাহিত্যের প্রাচীন যুগ,
বিষয়ভিত্তিক পূর্ণাঙ্গ মডেল টেস্ট বাংলা সাহিত্য,
বিসিএস বাংলা ভাষা ও সাহিত্য,
বিসিএস বাংলা মডেল টেস্ট,
বিসিএস বাংলা সাহিত্য,
বিসিএস মডেল টেস্ট ০১ বাংলা সাহিত্য,
মডেল টেস্ট
Leave a Comment